নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
কল্পিত কিছু সময় তোমার কাছে শুনি ভালবাসার কথা
শুধুই তোমার জন্যে চোখ মেলে চাই আঁধার করে আলো
কল্পিত কিছু সময়,- একান্তই তোমার জন্যে সাজিয়ে রাখি
সুখানুভূতি জ্যোসনায় ঢল ঢল রাতে প্রগাঢ় চুম্বনে হারায় ।।
তুমি আমার দূর পাহাড়ের মেঘ চোখ মেলে চাই কিছু সময়
প্রতিদিন আমার হৃদয় প্রার্থনায় বসে কাছে পাবো তোমায়
যতবার ছুঁতে যাই, তুমি শরীর ঘেঁষে ভিজিয়ে দাও আমাকে
তোমরা ভাবলে ব্যর্থ মনের রাগ দু:খ অভিমান থাকতে নেই ।।
আমি তোমাকে স্পর্শ করতে চাই কল্পিত কিছু সময় তরে
যেভাবে শিশির বিন্দু স্পর্শ করে গোলাপের পাপড়িকে
ঠিক সেই ভাবে শুধুই তোমার জন্যে চোখ মেলে চাই
বৃষ্টির জলের দর্পনে পড়েছিল তোমার ছায়া কল্পিত মোহে ।।
পথের ধুলিকে ভিজতে ভিজতে সামলে নিবো চোখজল?
আমার দুই চোখের আলো নিভে যাওয়ার আগে এই নয়নে
আমি তোমার হাসিময় মুখটি দেখে যেতে চাই কল্পিত মনে
কল্পিত কিছু সময় তোমার কাছে শুনি দু’জনের হৃৎস্পন্দন ।।
ইচ্ছে করে তোমার চোখের ভিতরে অনন্তকাল থেকে যাই
তোমার হৃদ মন্দিরে ভালবাসা বৃষ্টি হয়ে পুজা নিয়ে যাই
কল্পিত কিছু নিপুণ সৌন্দর্যের শোভামণ্ডিত আধার চাই
আমি কারো কবিতার নই আমি রবি ঠাকুরের আল্পনা ।।
২| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১:০১
শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর লিখেছেন +
৩| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১:২৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর হয়েছে অনেক গুলো প্লাস।
৪| ২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:২১
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা ++
৫| ২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম। অনেক সুন্দর কবিতা।
৬| ২৫ শে এপ্রিল, ২০১৭ ভোর ৪:২৭
তৌহিদ ইমতিয়াজ বলেছেন: সো রোমান্টিক|
৭| ১২ ই মে, ২০১৭ দুপুর ১:৪৬
নাগরিক কবি বলেছেন: সুন্দর। যদি ও আপনি এই মন্তব্য দেখবেম কিনা সন্দেহ।
১৩ ই মে, ২০১৭ রাত ১২:০০
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: ভাল লাগা র ই ল
©somewhere in net ltd.
১| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কল্পনাবিলাস।