নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

ইন্টারনেটের দাম কমাও, ডাকাতি বন্ধ করো। আওয়াজ তুলুন, ছড়িয়ে দিন।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩৩


একটি গুরুত্বপূর্ণ হিসাব দেই, মনোযোগ দিয়ে পড়ুন:
ফেব্রুয়ারি ২০১৭ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার করেন মোট ৬ কোটি ৭২ লক্ষ গ্রাহক। যার মধ্যে ৬ কোটি ৩১ লক্ষ গ্রাহকই মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন। সবমিলিয়ে মাত্র ৪১ লক্ষ গ্রাহক আইএসপি, পিএসটিএন বা ওয়াই ম্যাক্স ব্যবহার করেন। তার মানে বাংলাদেশে ব্যবহৃত ইন্টারনেটের বড় অংশ মোবাইল ইন্টারনেটের মাধ্যমেই ব্যবহৃত হয়।
বাংলাদেশে গড়ে প্রতি সেকেণ্ডে ইন্টারনেট ব্যবহৃত হয় ৪০০ জিবি
প্রতি মিনিটে ৪০০*৬০ জিবি
প্রতি ঘন্টায় ৪০০*৬০*৬০ জিবি
বাংলাদেশে প্রতিদিন ইন্টারনেট ব্যবহৃত হয় ৪০০*৬০*৬০*২৪= ৩৪৫৬০০০০ জিবি
প্রতি জিবি গড়ে ২০০ টাকা হিসেবে প্রতিদিন ব্যবহৃত ইন্টারনেটের দাম ৩৪৫৬০০০০*২০০= ৬৯১.২ কোটি টাকা
সরকারের কাছে প্রতি জিবি ২৬ পয়সা হিসেবে প্রতিদিন ব্যবহৃত ৩৪৫৬০০০০ জিবি ইন্টারনেটের ক্রয়মুল্য ৩৪৫৬০০০০*.২৬= ৮৯.৮৬ লক্ষ টাকা
তার মানে দাঁড়ালো প্রতিদিন ৮৯.৮৬ লক্ষ টাকায় কেনা ইন্টারনেট জনগণের কাছে বিক্রি করা হচ্ছে ৬৯১.২ কোটি টাকায়। প্রতিদিন ইন্টারনেট খাত থেকে মুনাফা ৬৯১২০০০০০০-৮৯৮৬০০০= ৬৯০.৩ কোটি টাকা
প্রতি বছর ইন্টারনেট খাত থেকে মুনাফা ৬৯০.৩*৩৬৫= ২৫১৯৬০০২৫৬০০০ বা ২ লক্ষ ৫১ হাজার ৯৬০ কোটি টাকা
অপারেটরদের কাছ থেকে প্রতি বছর ইন্টারনেটের দাম হিসেবে সরকার পায় ৮৯.৮৬*৩৬৫= ৩২৮ কোটি টাকা মাত্র (প্রায়)
২০১৬-২০১৭ সালে বাংলাদেশের জাতীয় বাজেট ছিল ৩ লক্ষ ৪০ হাজার কোটি টাকা। দেখা যাচ্ছে, শুধুমাত্র ইন্টারনেট খাতের এই টাকা যোগ হলেও জাতীয় বাজেট দাঁড়াতো ৬ লক্ষ কোটি টাকা, প্রায় দুই গুণ। অথচ এই আড়াই লক্ষ কোটি টাকার পুরোটাই নিয়ে গেছে বিদেশী বেনিয়ারা। যেসব রাজনীতিবিদ এবং আমলারা জনগণের এই পকেট কাটার সুযোগ করে দিয়েছেন তারা সর্বোচ্চ কতো পেয়েছেন? ৫০০ কোটি? ১০০০ কোটি? ২০০০ কোটি টাকা? যা ২ লক্ষ ৫২ হাজার কোটি টাকার তুলনায় সামান্য টাকা।
এই মহা ডাকাতি কি বন্ধ হবে না? ইন্টারনেটের দাম কমাও, ডাকাতি বন্ধ করো। আওয়াজ তুলুন, ছড়িয়ে দিন

সুত্র- নেট

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৭ ভোর ৪:০৭

ডঃ এম এ আলী বলেছেন:
অসাধারণ তথ্য উঠে এসেছে ।
প্রস্তাবের সাথে সহমত ।
শুভেচ্ছা রইল ।

২| ২৭ শে এপ্রিল, ২০১৭ ভোর ৪:২২

রিফাত হোসেন বলেছেন: এই নিয়ে ব্লগে এক সময় প্রচুর activity দেখতাম। আবার নতুন করে শোচ্চার মনে হচ্ছে । :)

৩| ২৭ শে এপ্রিল, ২০১৭ ভোর ৫:৪৯

ঝামেলা ভাই বলেছেন: অসাধারণ পোস্ট

৪| ২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৬

রাজীব নুর বলেছেন: আশা করি সরকার এব্যাপারে খুব দ্রুত ন্সিদ্ধান্ত নিবে।

৫| ২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৯

ধ্রুবক আলো বলেছেন: সরকার শুধু উদ্যোগ নিচ্ছেন প্রতিদিন, গতকালকেও তারানা হালিম ঘোষণা দিছেন খুব শীঘ্রই ইন্টারনেট প্রাইস কমানো হবে। মানে আমাদের চোখে ধুলো ছড়ানো হবে।
জনগন কে যত পারছে ততই বোকা বানানো হচ্ছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.