নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
একটি গল্প বলি: "এক চোর ছিলো। গ্রামের মানুষরা তার যন্ত্রণায় অতিষ্ঠ।
চোরের মরার সময় পুত্রদের ডেকে বললো, আমি মারা যাব। আমি সারা জীবন মানুষকে যন্ত্রণা দিয়েছি। চুরি করেছি মানুষ কে অনেক দুখ কষ্ট যন্ত্রণা দিয়েছি। কিন্তু আমি চাই মরার পর যেনো লোকে আমাকে ভালো বলে। তোমরা এমন কাজ করবে, যেনো লোকেরা আমাকে ভালো বলে।" ছেলেরা ওয়াদাবদ্ধ হলো বাবার কথা রাখবে।চোর মারা গেল। ৪ পূত্র পরামর্শ করতে বসলো কি করলে লোকেরা তাদের বাবাকে ভালো বলবে?
একজন বললো, সমাজসেবা ও মানুষের উপকার করলে চলবে কি?
অন্যজন বলল, বোকার মতো কথা বলিসনা। ভালো কাজ করলে তো সুনাম হবে জাস্ট আমাদের। আমরা খারাপ কিছু করবো। তাই ৪ ছেলে দিন দুপুরে ডাকাতি, ছিনতাই শুরু করলো। ছুরি পিস্তল ধরে মানুষকে মারধোর টানা হেচঁড়া করে সর্বস্ব লুটতে থাকলো। মানুষরা অতিষ্ট হয়ে বলাবলি করতে লাগলো, "আরে ধুর ধুর, এদের চেয়ে তো এদের বাবাই অনেক ভালো ছিলো। সে তো বড়জোর চুরি করতো আর এরা তো ডাকাতি করছে।"
ছেলেরা তো মহাখুশি। তাদের বাবাকে লোকেরা ভালো বলছে।)
চোর বাবাকে মানুষরা ভালো' বলার জন্যে ছেলেরা ডাকাতি করেছিল।
আজ আমাদের সমাজে এমন কিছু মানুষ পাই বাপ দাদা কি ঘুষ আর দুরনিতি করত এখন তো সুইস ব্যাংক পর্যন্ত সেই টাকা চলে যাচ্ছে ।।
২| ০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো আপু, সত্য কথাই বলে গেছেন
৩| ০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৫
সুমন কর বলেছেন: মজার অণুগল্প। ভালো লাগল।
©somewhere in net ltd.
১| ০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: চোর ভাগায়া ডাকাত পেলাম!!!!
১৩০ কোটির ভারতের দুর্নীতির সমান অর্থ ১৬ কোটি বাঙালীর !!!!!
কল্পনাও হার মেনে যায়!