![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
উৎস্বর্গঃ "বাবাকে"
এক পুত্র নিজের বৃদ্ধ পিতাকে রাতের খাবারের জন্য একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। খাবার খাওয়ার সময় বৃদ্ধ পিতা অনেকবার খাবার নিজের কাপড়ে ফেলল। ওখানে বসে থাকা অন্য লোকেরা বৃদ্ধকে ঘৃণার নজরে দেখছিল।
কিন্তু বৃদ্ধের পুত্র শান্ত ছিল। খাবার পর লজ্জা না পেয়ে পুত্র বাবাকে ওয়াশরুম নিয়ে গেলেন, বৃদ্ধের কাপড় পরিষ্কার করল, চেহারা পরিষ্কার করল, চিরুনি দিয়ে চুল আছড়ে চশমা পড়িয়ে বাইরে নিয়ে এলেন।
সবই চুপ করে ওদের দেখতে লাগল. পুত্র বিল দিয়ে বাবাকে নিয়ে বাইরে যাবার জন্য পা বাড়াল. তখনই খাবার রত অন্য এক বৃদ্ধ পুত্রকে বলল "তুমি কি কিছু ভুলে রেখে যাচ্ছ এখানে?"
পুত্র জবাব দিল না.... সরি আমি এখানে কিছু ছেড়ে যাচ্ছি না"। বৃদ্ধ বলল " তুমি এখানে প্রত্যেক পুত্রের জন্য ছেড়ে যাচ্ছ একটা শিক্ষা আর প্রত্যেক পিতার জন্য আঁশা।
সাধারণত আমরা বৃদ্ধ বাবা-মা কে বাইরে নিয়ে যেতে চাই না। আর ধিক্কার দিয়ে বলি ভাল করে চলাফেরা করতে পার না, বাহিরে যাবে কেন ? ঠিক ভাবে খেতে পার না, তোমার বাড়িতেই থাকা ঠিক।
আপনি কি ভুলে গেছেন আমরা যখন ছোঠ ছিলাম, বাবা-মা কোলে করে আমাদের নিয়ে যেত, নিজের হাতে খাইয়ে দিত আর খাবার পরে গেলে বকতেন না, ভালবাসতেন।
তাহলে বাবা-মা বয়স হয়ে গেলে বোঝা লাগে কেন???
বাবা-মা পরম পুজনীয়, তাঁদের সেবা করুন, ভালবাসা দিন, কেননা একদিন সবাই বৃদ্ধ হবে।
২| ২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২২
গোয়েন্দা শিকু বলেছেন: ধন্যবাদ।
৩| ২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২৪
প্রাইমারি স্কুল বলেছেন: বাবা-মার সেবা করুন, ভালবাসা দিন, কেননা একদিন আমি ও আপনি সবাই বৃদ্ধ হতে হবে
৪| ২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: অনেক সুন্দর আর শিক্ষণীয়।
ধন্যবাদ।
৫| ২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এর আগেও একবার দেখেছিলাম,
শিক্ষনীয়, যদি কেউ শিক্ষা নেয় তবেই !!
৬| ২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালো। নতুন প্রজন্ম তো খালি প্রেম নিয়ে ব্যস্ত...
৭| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:২১
প্রোলার্ড বলেছেন: পুত্র কি বিবাহিত বা অবিবাহিত ছিল ?
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা............
+++++