নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

প্রেম বুনোফুল

০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪


বছরের নিয়ম মেনে ঝড়ে বরষা পাথুড়ে এই শহরে
আমাকে চনমনে করে রাখে বৃষ্টি স্নাত অপেক্ষার দুপুর
কর্ম ব্যাস্ত দিনের খিটিমিটি যখন আলগোছে গড়ায় সন্ধ্যায়,
গোলাপ হাতে ধর্না দেই জানালায় তোমার চরনে রাখি হৃদয় !

বসন্ত রঙ্গের ভালবাসা অভিমানে মুখ ভরিয়ে দেই খুনসুটিতে
চোখের সামনে দুরন্ত রৌদ্র আমি নিভৃতে তোমার হাত ধরে
তোমার বুকজুড়ে চঞ্চল ঝর্না অফুরান জলরাশিকে সঙ্গী করে
আমি আছড়ে পড়ি তোমার চরনতলে ফোঁটে প্রেম বুনোফুল ।

পড়ন্ত বেলায় লবঙ্গ লতিকার মত বুকের মাঝে এলোমেল চুলে
ভীষন উষ্ণতায় মাথা গুঁজে জড়িয়ে থাকে থাকে সে চিবুকে
আমার হাসির সাথে অশ্রু জলও আছে অন্তবিহীন ক্ষোভে মন
শেষ সীমাটায় দাঁড়িয়েআমার হাত ছুঁয়েছে হাতে ভুলে যাই যুদ্ধ ।

কুড়িয়ে পাওয়া জোস্নার বুকে বুনোফুল সযত্নে তার রুপ বিলায়
অচীন গহীনের বুকে গোপন দ্বীর্ঘশ্বাসে লুকিয়ে থাকা ছলছলো জল
যা করেছি গোপন যদি দেখা পাও তার প্রশ্ন করো মনের কাছে
কেনই বা উপত্যকা উষ্ণ প্রস্রবণ মরুভূমি এই বুকে বুনোফুল ফুটে !

রাতের শেষে দখিন জানালার পাশে মুগ্ধ মম দু’নয়ন দাঁড়িয়ে
অলিক চুম্বনে মেঘের ভেলায় করে ভর রুপোলী জোছনায় বুনোফুল
স্বপ্নিল আবেশে ঝিরিঝিরি বাতাসে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন মুখর
ভালবাসার পিপাসায় কাতর সুতীব্র চুম্বনে ভরিয়ে দেয় অধরখানি ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

চাঁদগাজী বলেছেন:


যাক, জীবনের সাড়া পাওয়া যাচ্ছে অবশেষে

২| ০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ প্রিয়া,
চমৎকার একটি কবিতা উপহার দেবার জন্য।

৩| ০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

সনেট কবি বলেছেন: চমৎকার কবিতা

৪| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার কবিতা সম্ভবত আমি প্রথম পড়লাম! ভালো লিখেছেন। ভালো লাগলো।

শুভকামনা আপনার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.