নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
এক ভদ্রলোকের গাড়ী পার্কিং থেকে চুরি হয়ে গেল। অনেক খোঁজাখুঁজি করেও গাড়ী না পেয়ে ভদ্রলোক হতাশ।
.
.
.
কিন্তু দুই দিন পর সকালে হঠাও গাড়ীটাকে একই জায়গায় পার্কিং এ দাঁড়িয়ে থাকতে দেখে অবাক। ভীষণ আনন্দও হলো ।
দৌড়ে গাড়ীর কাছে গিয়ে দেখেন ভিতরে একটা খাম ...
.
.
"মায়ের শরীর হঠাৎ খারাপ হয়ে যাওয়ায় বড় হাসপাতালে নেওয়া প্রয়োজন হয়ে পরেছিল। কিন্তু রাতের বেলায় এবং ছুটির কারনে কোনো গাড়ী না পাওয়ায় আপনার গাড়ী ব্যবহার করতে বাধ্য হয়েছিলাম ।
আপনাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত । গাড়িতে যত পেট্রোল ছিল সব আছে। তাছাড়া আপনার খারাপ lock টাও ঠিক করে দিয়েছি |আপনার ও আপনার পরিবারের জন্য গাড়ীতে রাখা রয়েছে ১০ টা আয়না বাজীর টিকেট
আগামিকালের । আমি জানি আপনার বাসার কাজের মেয়ে শ আপনারা ১০ জন । আর আপনাদের খাবারের জন্য রাখা আছে ফুড কোডের বাউচার । ইচ্ছা মতো আপনার ১০ জন মনের মতো বসুন্ধরা ফুড কোডে খেয়ে নিবেন ।
আমার অনুরোধ, আপনার বড় হৃদয় দিয়ে ক্ষমা করবেন আমাকে"!
.
.
১০ লাখের গাড়ী ফেরৎ পাওয়াতে পরিবারের সকলেই ভীষণ খুশি| পরেরদিন সকলে মিলে complementary ticket নিয়ে চলে গেলেন ভদ্রলোক আয়না বাজী ছবি দেখতে ।
ছবি দেখা শেষ করে মনের মতো চিকেন আর রাইস খেয়ে বের হলেন কিন্তু গাড়ি নাই পারকিং এ ।
.
.
রাত্রে বাড়ী ফিরে দেখেন ঘরের দরজা ভাঙ্গা। ঘরের সব দামী জিনিষ, আসবাবপত্র, নগদ গহনা চুরি হয়ে গেছে। প্রায় ৫০ লাখ টাকার | এবং বাইরে টেবিল একটি খাম পরে আছে ।
.
.
.
" তাতে লিখা আয়না বাজী কেমন হল বলুন দেখি । আপনি কেন গাড়ির লক আর চাবি বদলাতে ভুলে গেলেন ।বাসা ফাকা রেখে কেউ যায় । আয়না বাজী ২ আসছে আশা করি দেখবেন ।। এটা শিক্ষিত আয়না বাজী ।
১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৭
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: গাঁজি আপনার চাদের দেশে এমন কিছু হলে সবাই দুঃখ পায় আর আমারা বাংলালি অন্যের কস্তে হাসি এটাই প্রমানিত ।
২| ১১ ই আগস্ট, ২০১৭ সকাল ৭:৫১
এখওয়ানআখী বলেছেন: ভাল, খুব ভাল; ভাল না!
৩| ১১ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:২৩
জগতারন বলেছেন:
চাঁদগাজী বলেছেন:
হাসতে পারিনি, গল্প তো গল্প, তারপরও পরিবারটার জন্য খারাপ লেগেছে; দুস্টদের কাছে পরিবারটি পরাজিত!
বলেনতো প্রিয় বুজি; এই গাজী সাহেবকে কিভাবে হাসানো যায় ???
আমি কিন্তু খুব হেসেছি। তাছাড়া শিক্ষানিয় বটে। বোকা পরিবার ও তার প্রধানতো এমন কষ্ট পাপারই কথা। কিন্তু গাজী'কে একথা
আমিও বা আপনি কিভাবে বুঝাবেন !!!
৪| ১১ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৩২
মাহবুবুল আজাদ বলেছেন: প্রতি মুহূর্তে সচেতন থাকাটাই বড় কথা, ভাল লাগল বেশ।
১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৭
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: চাদের দেশের মানুষ দুনিয়ার মজা কি পাইব
৫| ১১ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৩
শায়মা বলেছেন: একেই বলে বোকা এবং লোভীদের শিক্ষা!
অতি লোভে তাঁতী নষ্ট!!!!!!!
৬| ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৩
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । চুরির ধরণ বেশ শৈল্পিক ! !
৭| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪৮
প্রামানিক বলেছেন: মজার আয়নাবাজি।
৮| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২৪
সুমন কর বলেছেন: শেষটা ভালো লেগেছে। +।
৯| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১৮
মোঃ মঈনুদ্দিন বলেছেন: গল্প হোক আর বাস্তব কোন ঘটনা যাই হোক না কেন এটা নিষ্ঠুর একটা পরিহাস বৈ কিছু নয় সাথে সতর্ক বার্তা অসতর্কদের জন্য। অন্যের দুঃখে হাসতে নেই কিন্তু এই রকম শিক্ষিত আয়নাবাজির পরও না হেসে পারা যায় না। ধন্যবাদ এত সংক্ষিপ্ত সুন্দর গল্পের জন্য।
১০| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:২৯
অনিক_আহমেদ বলেছেন: আয়না বাজির লোভে সব গেল....!
©somewhere in net ltd.
১| ১১ ই আগস্ট, ২০১৭ ভোর ৪:০৯
চাঁদগাজী বলেছেন:
হাসতে পারিনি, গল্প তো গল্প, তারপরও পরিবারটার জন্য খারাপ লেগেছে; দুস্টদের কাছে পরিবারটি পরাজিত!