নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

এ লজ্জা কার?? এক জন বোবা মানুষ কে এমন করলো ।।

১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭




———————
সিলেট, ফেঞ্চুগঞ্জের বোবা ছেলে তোফায়েলকে নিয়ে বাবা শহরে গিয়েছিলেন। কুদরুত উল্ল্যা মসজিদে নামাজ শেষে এই ছেলেটি একটি মটর সাইকেল দেখছিল। সবাই তাকে মটর সাইকেল চোর সন্দেহে আজ এমন অবস্থা করে। বোবা ছেলেটি কথা বলতে পারেনা। অথচ সবাই ওকে মারছে এমনকি হাত বেঁধে দিয়েছে চেয়ারে সাথে । ছলছল চোখে কথা বলার চেষ্টা করেও বুঝাতে পারেনি। সে চোর নয় অবশেষে বাবা এসে বলেন সে বোবা এবং চোর নয়। মানুষ হুট করে কোন কিছুর সিদ্ধান্ত নেয়ার আগে একটু ভেবে নেয়া কি প্রয়োজন নয়। মেনে নিচ্ছে কে ভাল কে মন্দ চিনার উপায় নেই তবুওতো একটু বিবেকের প্রয়োজন নয় কি......? এ লজ্জা বোবা ছেলের না সমাজের......?

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:


সিলটের লোকদের মগজ কম; সাইফুর রহমান, আবুল মাল থেকে শুরু করে চক্কু মিয়া, সবারই অবস্হা খারাপ।

২| ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: আমরা এখন কেউ কাউকে বিশ্বাস করতে রাজী নই, মনবতাও ক্রমান্বয়ে আমাদের ছেড়ে পালাচ্ছে।

৩| ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: এই লজ্জা এই অন্ধ সমাজের, অন্ধ লোকগুলোর। মনবতা আমাদেরকে দেখে লজ্জায মুখ ফিরিয়ে নিতেছেন।

৪| ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

রাজীব নুর বলেছেন: তিন আগে আমাদের এলাকার এক ছেলেকে চোর সন্দেহ করে- মেরে ছ্যাড়া ব্যাড়া করে দিয়েছে।

পরে দেখা জানা গেল ছেলেটি চোর নয়।

৫| ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: সংসারে মানুষরুপী অমানুষের সংখ্যা বাড়ছে!

৬| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২৬

প্রামানিক বলেছেন: মানুষের বিবেক যা ছিল তা এখন লোপ পেতে শুরু করেছে।

৭| ১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৮

ডঃ এম এ আলী বলেছেন: শ্রবন ও বাক প্রতিবন্ধীদের বিষয়ে সমাজের প্রতিটি মানুষের সহানুভুতি ও প্রয়োজনীয় সাহায্যের হাত প্রসারিত করে দেয়ার জন্য ব্যপক গনসচেতনতা প্রয়োজন । আর একটি বিষয়, যদিও কথাটা অতি সত্য তথাপি শ্রবন ও বাক প্রতিবন্ধীদেরকে বোবা বললে সে ও তার পিতামাতার কাছে তা শুনতে খারাপ লাগে , এটা বিভিন্ন সমীক্ষা হতে দেখা গিয়েছে , । তাই এখন তাদেরকে ডেফ বা বোবা হিসাবে খুব কমই অভিহিত করা হয় ।

ধন্যবাদ মুল্যবান পোষ্টটির জন্য ।

অনেক অনেক শুভেচ্ছা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.