নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোর গঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

অনু গল্পঃ- ভিক্ষুকের লজ্জা

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ২:১৯


এক গ্রামের স্কুল মাঠে এক রাজনীতিবিদ বক্তব্য দিচ্ছে । সবাই তাঁর বক্তব্য শুনে হাত তালি দিচ্ছে । সেই স্কুল মাঠের এক কোনে এক খুবেই বয়স্ক ভিখারি ভিক্ষা করছিল । তিন কুলে তাঁর কেউ ছিল না। ভিক্ষা ছারা তাঁর কোন পথ ও নাই । কাজ করার মতো শক্তি ও নাই ।
তাই ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে ।
বক্তব্য শেষ করে রাজনীতিবিদ স্কুল মাঠ ছেরে তাঁর গাড়ির দিকে যাচ্ছিল । গাড়িটা ভিক্ষুকের পাসেই রাখা ছিল । রাজনীতিবিদ গাড়িতে উঠার আগে সেই ভিক্ষুক কে ১০ হাজার টাকা দিল । তখন বৃদ্ধা ভিক্ষুক রাজনীতিবিদ কে বলল
বাবা আপনি কে ? আমাকে এত টাকা দিলেন ।
ঃ- রাজনীতি বিদ বলল আমি অমুক রাজনীতি দলের নেতা ।
ঃ- ভিক্ষুক বলল বাবাজি আপনার কাজ কি ?
ঃ- এই তো জন সেবা , দেশের উন্নতি ,
ঃ- ভিক্ষুক বলল ! বাহ চমৎকার কিন্তু কি কাজ করেন ?
ঃ- এই তো রাজনীতি করি ?
ঃ- ভিক্ষুক বলল এটা কি কোন ব্যবসা , চাকুরী , খামার , ফারম , কোম্পানি বাবাজি ।
ঃ- না চাচা এটা দেশ সেবার কাজ ।
ঃ- ভিক্ষুক বলল তাহলে বাবাজি আপনার সংসার , পরিবার , তাঁদের খাবার চিকিৎসা , লেখা পড়া কি ভাবে চলে ?
ঃ- এই আঙ্কেল চলে আর কি আল্লায় চালায় ।
ঃ- ভিক্ষুক বলল স্যার আমি তু ভিক্ষা করি আমাকে আল্লায় চালায় । আপনি কি কাজ করেন জে আল্লাহ আপনাকে গাড়ী বাড়ি আর কোটি কোটি টাকা দিয়েছে জে আপনি আমার মতো ভিক্ষুক কে ১০ হাজার টাকা দান করলেন ।
ঃ- চাচা সেটা আপনি বুঝবেন না।
ঃ- ভিক্ষুক বলল স্যার আপনার কল কারখানা নাই , কৃষি কাজ নাই , চাকুরী করেন না , ব্যবসা ও করেন না । তাহলে আপনি এত টাকা কি ভাবে দান করেন ? আমি এই টাকা নেব না। বলে ভিক্ষুক সেই ১০ হাজার টাকা ফেরত দিয়ে বলে
বাবা জীবনে যদি কোন দিন কোন কাজ করে , পরিশ্রম করে টাকা কামাতে পারেন তাহলে সেই টাকা দান করবেন । সেই টাকা নিতে আমি গর্বিত । আপনার ১০ হাজার টাকায় আমি কিছু দিন ভাল চলব কিন্তু আমার সভাব নষ্ট হবে । আমি ২ বা ১০ , ৫ টাকায় খুব ভাল আছি ।
ঃ- রাজনীতিবিদ টাকাটা হাতে নিয়ে গাড়িতে উঠে বসল ।
এমন সময় এক লোক বলল শ্যালা ভিখারি নীতি কথা বলে ! এমন সময় ভিখারি বলল দেখ ভাই জে লোকের কোন কাজ নাই , বেকার , আমি কি করে তাঁর টাকা নেই । আমি তো ভিক্ষা করি ডাকাতি করি না। তুমি কি আমাকে ডাকাত হতে বলছ । আমি ভিখারি হতে পারি আমার ইজ্জত আছে আমি অবাক হই রাজনীতিবিদদের থেকে কাজ কাম নাই কিন্তু চলে রাজার মতো । আসলে তারা ভিখারির চেয়ে ভিখারি তাঁদের কাছ থেকে টাকা নিতে তাই আমার লজ্জা হয় ।
------------------------------------------------------------------
উক্ত গল্পটি কাল্পনিক চিন্তা ।।

মন্তব্য ৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ২:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:
চিন্তা কাল্পনিক হলে কি হবে বাস্তবতা কিন্তু উলটা...আমরা সবাই মোসাহেবি করি... কেউ বাদ নেই.. কেউ না... আমিও না...

২| ০২ রা অক্টোবর, ২০১৭ ভোর ৬:০৭

জিসান আহমেদ অর্ণব বলেছেন: চমৎকার বাস্তবিক উদাহরণ, ভালো ছিল!

৩| ০২ রা অক্টোবর, ২০১৭ ভোর ৬:৪৭

মাহবুবুল আজাদ বলেছেন: বাহ অনেক সুন্দর লিখেছেন।

৪| ০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৮

রাজীব নুর বলেছেন: ভিক্ষুক ঠিক কথাই বলেছেন। রাইট।

৫| ০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভিক্ষুক ঠিক কথাই বলেছেন। চমৎকার হয়েছে






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

৬| ০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভিক্ষুকের কথায় শিক্ষার বিষয় আছে। আমাদের রাজনীতিবিদরা এ থেকে শিক্ষা নিলে কতইনা ভাল হত। ধন্যবাদ।

৭| ০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৫

মলাসইলমুইনা বলেছেন: ভিক্ষুকের প্রশ্নগুলো আমাদের দেশের প্রায় প্রত্যেকটা রাজনীতিককে করার জন্যই মনে হয় যুৎসই প্রশ্ন I কিন্তু এই প্রশ্ন করার সেই ভিক্ষুকটা কি দেশে আছে সেটা ঠিক বুঝতে পারছি না | ভালো লাগলো আপানার লেখাটা | ধন্যবাদ নিন |

৮| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১২:২৭

সুমন কর বলেছেন: হুম, ভালো লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.