নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোর গঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

রদ্রের অনামিকা

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২৫



কবে দেখা হয়েছিল তোমার সাথে শেষ বার ,
ঠিক আজ সেই ক্ষণ, মনে নেই আমার !
কিন্তু সেই তুমি কেমন জানি আগেরই মতো
সেই চুলের ভাজ , হাফহাতা সার্ট !
বাহ ! চমৎকার সেই বাকা দাতের হাসি
কিন্তু অবাক হলাম ! জানো কি ? কেন হলাম !
তোমার সেই অনামিকা বলে ডাকা নামটি
আজ জিবনের গল্প হয়ে আছে ।
পাত্র পক্ষ যে দিন মেয়েটি কে দেখতে এলো ,
মেয়েটি কে বলে ছিল নাম কি ?
মেয়েটি মাথার ঘুমটা ঠিক বলে ছিল
অনামিকা ! আজ আমি সেই অনামিকা
এখন আর অঞ্জলি বলে সহ পাঠী ছাড়া
কেউ চিনে না।
আচ্ছা রদ্র আমি কথা বলে যাচ্ছি
তুমি কিছু বল না ।
কত দিন তোমার কণ্ঠ শুনি না , ঠিক মনে নেই
আমার বরকে বলেছি তোমার কথা
তুমি শুনলে আমায় আজ পাগলি বলবে
আমি ওকে বলেছি যে
আমি কলেজে না গেলে রদ্র উঠত না !
আমার পতি বড় হাসিয়া শেষ
বলল কি শুনবে ?
প্রথম দেখায় নাকি সে রদ্র দেখিছিল আমার নয়নে !
বাহ রদ্র তুমি হেসে যাচ্ছ আমার কথায় !
আমি কিন্তু বেশি বলেনি শুধু বলেছি
ইস রদ্র যদি আমাকে একটু বুঝে নিত তার মতো !
কি রদ্র ভুল বলেছি !
রদ্র একটু হেসে বলল তোমর ট্রেন এসে গেছে
ও যা তাই তো ।।
আমাকে এখনি উঠতে হবে লাকসাম নামতে হবে ।
রদ্র দেখা হবে কবে ? তোমার কথা আজো শুনা হল না
রদ্র কিছু বল ট্রেন তো ছেরে যাচ্ছে
রদ্র আবার হেসে বলল
অনামিকা মেঘ বালিকা কবিতা টা পড়ে নিও
রদ্রের সব কথা সেই খানে বলা আছে ।
আমি আজো অনামিকা রদ্রের কাছে
রদ্রের অনামিকা , অনামিকা হয়ে
আজো রদ্রের শহরে সে অনামিকা

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:



কি বলব এখন আর শুধু বলি, অনামিকার রুদ্রটি ভাল থাকুক... রুদ্রের অনামিকাও ভাল থাকুক...

২| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে++

৩| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১:১৫

মলাসইলমুইনা বলেছেন: খুব ভালো লাগলো কবিতা | অনেক শুভেচ্ছা !!

৪| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ২:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর কবিতা উপহার দিয়েছেন আপু, ভালো লাগলো কথামালা।


(হায় হায় ছবিসূত্র দেননাই !!)

৫| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:২২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো লেগেছে।





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.