নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোর গঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

পবিত্র ভাবনা

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:৩৬




তোমার এই সুন্দর চেহারার কি মুল্য আছে ?
তুমি যদি তা আল্লার নিকট প্রশংসা না কর ।
তোমার এই জ্ঞান বুদ্ধি বিদ্যার কি মুল্য আছে ?
যদি আলোর পথে কাজে না লাগাও ।
মানুষের জন্য যদি ভাল কিছু না কর ।
তোমার এই হাতের কি মুল্য আছে
যদি আল্লার জন্য না তুলে ধর সবার কাছে ।
আর মানুষের সেবা না করতে পার জীবনে ।
তোমার কানের কি মুল্য আছে ?
তুমি যদি আজান শুনে নামজের জন্য না উঠ
আর যা শুনেছে গীবত তা গোপন না কর
আর যা জেনেছে তা সত্যের জন্য প্রকাশ না কর ।
তোমার পায়ের কি মুল্য আছে যা অন্যায় দেখে থেমে না যায় !
তোমার পা বিপদে সাহায্যের জন্য না দৌড়ায় ।
তোমার চোখের কি মুল্য আছে যদি দেখতে না পাও
ন্যায় , অন্যায় ভাল মন্দ সুন্দর অসুন্দর পাপ পুণ্য ।
তোমার জীবনের কি মুল্য আছে বল ?
গোলাম হয়ে জন্ম নিয়ে বাদশা ভাব নিজেকে ।
সাথে এমন কি নিবে যা তোমার নিজের আছে ।
আজ যদি তুমি মরে যাও কাল তোমার সব হয়ে যাবে অন্যের ,
জন্ম নিয়েছ জন্ম দিয়েছে ,এসেছ চলে গেছ তাই কি জীবন !!
গাছের দিকে দেখ , পাখির দিকে দেখ পশুর দিকে দেখ
মানুষ না হয়েও একটা কাজ করে যাচ্ছে নিজের অজান্তে
তোমার জন্য দিয়ে যাচ্ছে খাদ্য বাতাস আর আসবাপত্র
কিন্তু তুমি কারো খাদ্য না, তুমি অন্য কোন প্রানির দাস না ।
তুমি সৃষ্টির সেরা তবে তোমার সৃষ্টি কি তাঁদের মতো ? না
তোমার দেহের মনের সকল শক্তি বাসানা কে
যদি উত্তমেই না করলে এই দুনিয়ায়র তরে ।
পশুর চেয়ে অধম হয়ে মরলে । তবে কি তুমি ছিলে সেই ?
নিজেকে চিনে নাও মরিবার আগেই । মরিলে যেন তোমার জন্য
চিৎকার করে বলে কোন শিশু।
আমি হতে চাই ঐ মানুষের মতো
যার হাত পবিত্র ছিল । দেহ পবিত্র ছিল ।মন পবিত্র ছিল
সে ছিল সকল মানুষের সকল সকল জাতের কাছে শুধুই মানুষ
মহাকালের সমীরণ অজানা জান্ম মৃত্যর এই খেলা ঘরে ।।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:১৫

চাঁদগাজী বলেছেন:


এখন বিশ্বে সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষ বেশী; আপনি অবশ্যই অসাধারণ

২| ১২ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:২১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব খুব খুব সুন্দর। দারুণ লিখেছেন। আপনার লেখা পড়ে আনন্দিত হলাম। আরও লিখুন। শুভকামনা সবসময়।

৩| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.