নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
সুবোধ এত বিড়ি খাও কেন ?
চালের দাম যা, তা করি কি তাই ?
বিড়ি খেয়ে চালের উপর চাপ কমাই ।
সুবোধ এত ভাবো কি ?
স্বাধীন দেশে একটাই কিন্তু ফ্রি
কি সুবোধ ? কি ফ্রি ?
আরে ভাবনা ছারা আর আছে কি ?
ভাবতে কি আর টাকা লাগে !
প্রজারা তো ভাববেই শুধু ! রাজার তাতে কি?
সুবোধের ভাবনা সুবোধেই জানে
রাজ পথের দেয়ালে রাইত অন্ধারে
সুবোধ শুধু বোধের যন্ত্রণায় ছবিতে লেখে ।
আচ্ছা সুবোধ এই জাতির কি বোধ আছে ?
একটা বিড়ি হবে ?
কি বিড়ি দিব তোমাকে ?
সুবোধ বিড়ি ?
কি বিড়ি ?
সুবোধ বিড়ি ! আরে ভাটি দেশে খুব চলে
ছয় মাস জলের উপরে বিড়ি খেয়ে চলে ।
সুবোধ সেফ করা কেন রে
মুখে দাড়ি , দাত মাজ না মনে হয় ,
জামা কাপড় এ কি হাল সুবোধ ।
সুবোধ হাসি দিয়ে বলে
গরীব আরও গরীব হয় , ধনী শুধু ধনি হয়
রাজার ছেলে রাজা হয় , মুচির চিন্তায় কি হয় ?
আরে সুবোধ যাও কই ?
বিড়ি খেয়ে ভাতের উপর চাপ কমাতে যাই
সুবোধ বিড়ি খেলে হবে ক্যান্সার ?
সুবোধ হেসে বলে জন্ম থেকে যার নিউমোনিয়া !
তাঁর ক্যান্সার জন্মের আগে থেকেই ?
সুবোধ তোমার চিকিৎসা দরকার
সুবোধ হেসে বলে তাই তো আমায় সবাই খুঁজে
এত ক্যান্সার সারব কেমনে !
আরে সুবোধ দেখা হবে কবে ?
বোধ জেগে উঠলে সুবোধ কি লাগে ?
২| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৬
ফয়সাল রকি বলেছেন: বিড়ি খেয়ে চালের উপর চাপ কমাই ।
৩| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১২
তারেক ফাহিম বলেছেন: বিড়ি খেয়ে চাউলের উপর চাপ কমায়!!!
সুবোধ নিজের ক্ষতি করলেও চাউলের উপর চাপ কমায়
৪| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০০
অনিক_আহমেদ বলেছেন: বাহ চালের দাম কমাতে ক্যান্সার বাধাচ্ছে! একেই বলে দেশ প্রেম!
৫| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৪
আমি চির-দুরন্ত বলেছেন:
বিড়ি ছাড় সুবোধ
সুবোধ তুমি বিড়ি না খাইয়া
মুড়ি খাইতেও তো পার।
ঝাল মুড়ি না পারো ,
শুধু মুড়িও তো খেতে পারো!
বিড়ি যেটাই হোক, আবুল অথবা কারিকর,
পয়সা তো নিশ্চয়ই দরকার!
সুতরাং সেই পয়সা দিয়া
মুড়ি খাওয়াটাই হয়ত বেটার।।
৬| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৮
প্রামানিক বলেছেন: গরীব আরও গরীব হয় , ধনী শুধু ধনি হয়
রাজার ছেলে রাজা হয় , মুচির চিন্তায় কি হয় ?
মুচির চিন্তায় নতুন নতুন জুতা হয়- -- -
©somewhere in net ltd.
১| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৩
অরন্য সামির বলেছেন: ভালো লাগল
সুবোধ এর ফিউচার কি হবে কে জানে?