নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
একটি মৃত শহরের নাম কল্পনার জিবনের গল্প
মৃত নদীর নাম জিবন্ত চিত্র বুড়ি গঙ্গা হতে পারে
যে শহর আর নদী ভালবাসা বোঝেনা গভিরে
বুঝে না জিবনের মুল্য সচ্ছ জলের রঙে কি সুখ ?
এক ঘরবিবাগী প্রেমিকের জন্য এ শহর মঞ্চ
পাখির বাসায় থেকে করে স্বর্গের সুখের সংসার
ইট পাথরের মানুষের হৃদয় ঐ নদীর মতো আজ !
মৃত শহরের কবির দূর্বোধ্য জিবন মুক্ত হতে চায় ।
কবি মুক্ত আকাশে উড়তে চায় বিহঙ্গের মতো করে
কবি মুক্ত মাঠে বৃষ্টিতে কাক ভেজা হতে চায় বর্ষায়
কবি ভালবাসার ছোয়া খুঁজে দিগন্তের শ্যামল ছায়ায়
সে ডানা ঝাপটিয়ে ঘুরতে চায় কিন্ত শহর মৃত আজ ।
অথচ সেও উড়বে বলে সীসা কার্বনে রঙ হারায়
কবি যে এখনো স্বপ্ন দেখে মৃত শহরে নদীর ঢেউ
একা একাই জিবনের রঙ খুঁজে ব্যস্থ নগর জিবনে
কবি যে বুঝে গিয়েছে সে এখন মৃত বুড়ি গঙ্গা ।
কবি সে আর উড়বেনা ! উড়তে পাড়বে না
বিষাক্ত মৃত শহর আর নদীতে মানুষের মুল চরিত্র !
কিন্তু তবুও সে উড়ছে যদিও সে ঘুমন্ত এই শহরে ।
যদি কবি রাস্তায় মাঝে মাঝে সুবোধ কে খুঁজে পায়
শহরের দেয়ালে দেয়ালে মৃত শহরের সুখ বিলায়
যদি কবি তাকে প্রতারক ভাবে তবে কবিই প্রতারক ।
সেতো আর তার প্রেমিক পরিচয়ে বোধ লিখে না
প্রতারকের সিলমোহর লাগাতে রাস্তায় ছবি আঁকে না ।
অথচ এসব ভাবতে ভাবতে সে নিজেই প্রতারিত
কবি জানে মৃত শহরের নাম কল্পনার জিবন ছবি ।
আর মৃত শহরে বেচে আছে মরার মত নদী পাখি
ভেল্কির সাথে সেলফি তুলে সময় কাটিয়ে জিবন পার।
সেই সেলফিতে হাসিমুখ আছে কিন্তু ভালবাসা নেই।
এই শহরে স্বর্ণমুদ্রার ঝংকার আছে কিন্তু সুখ নেই
ভালবাসা সুর নেই,তাল নেই,ল নেই ঐ নদীর মতো
যে নদী শহরে সব মৃত লাশের গলিত নহর বয়ে যায় !
কবি সেই রীতি নীতির বাধ্যতায় বেচে থাকে কল্পনায়
কিন্তু মন খোলার স্বাধীনতা মৃত শহরের মধ্য নাই
সুবোধ আর কবিরা এই শহরে ঐ নদীর মতো মৃত
মৃতরা কোন দিন কারো বোধ জাগাতে পারে না ।
২| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: স্বর্ণমমুদ্রার বানান ঠিক করে নিয়েন।
সে
ল
ফি তে কেমন জানি মন মরা লাগতেছে।
৩| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল।
৪| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৯
অর্ক বলেছেন: বেশ ভালো লাগলো কবিতাটি। বেশ কিছু বানান ভুল হয়েছে এর মাঝে "জীবন" বহুবার আসাতে চোখে পড়ছে! আমার শুভকামনা রাখলাম।
৫| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৩
ভ্রমরের ডানা বলেছেন:
শহর নিয়ে মনের কথাটিই বলেছেন আপু! কবিতায় ভাল লাগা জানিয়ে গেলাম!
৬| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫২
অর্ক বলেছেন: আপু, আপনার এই কবিতার প্রথম চার-পাঁচ লাইন যদি আমি আমার ফেসবুক পেজে শেয়ার করতে চাই, তা'তে কি আপনার কোনও আপত্তি আছে? অবশ্যই আপনার নামসহ পোস্ট করা হবে।
ধন্যবাদ ও শুভকামনা।
২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৬
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: করুন করুন করুন
৭| ২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মোটামুটি লেগেছে। বানানগুলো খেয়াল করলে ভাল হত। ধন্যবাদ।
৮| ২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: বানান ভুল আছে।
মৃত লাশ- এইটা বাহুল্য। শুধু লাশ লিখলেই হতো কিংবা মৃত।
৯| ২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮
মনস্বিনী বলেছেন: মৃত কবির কল্পনা !!!
১০| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩১
শাহরিয়ার কবীর বলেছেন:
ভাল লিখেছেন+
১১| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০১
মেহেদী হাসান তামিম বলেছেন: এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়
©somewhere in net ltd.
১| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০১
তপোবণ বলেছেন: ভালোইত। ভালো লাগল আপনার কবিতা।