নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

অনু গল্পঃ- এই নগর ।।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫১




যাত্রা বাড়ি আড়ত থেকে এক মাছ বিক্রেতা কিছু মাছ নিয়ে তাড়াহুড়া করে রিক্সায় উঠে বলল এই ড্রাইভার তারাতারি সুত্রাপুর বাজারে চল । রিক্সা ওয়ালা রিক্সা নিয়ে সুত্রাপুর বাজারে আসে । মাছ ওয়ালা মাছ নামিয়ে রিক্সা ওয়ালা কে ৫০ টাকা ভাড়া দেয় । রিক্সা ওয়ালা বলল ভাই ১৫০ টাকা ভাড়া দেন ।
------ একশত পঞ্চাশ টাকা কেন ?
------- আপনার আর মাছের ভাড়া
------- ঐ বেটা এত টাকা ভাড়া নি ?
------- আপনে ভাড়া ফুরাইয়া উঠলেন না কেন ?
------- ভাড়া ফুরাই নাই বলে ৫০ টাকার ভাড়া দেড়শ টাকা ?
রিক্সা ওয়ালা মাছ ওলার খাছি থেকে দুইটা ইলিশ মাছ নিয়ে মাছ ওয়ালাকে ৫০ টাকা দিয়ে বলল নেন মাছের দাম ।
------- ঐ বেটা মাছ কি তোর সাথে দাম করছি ?
------- আপনি কি রিক্সার উঠার আগে আমার সাথে দাম করেছেন ?
মাছ ওয়ালা এই নে দেড়শ টাকা । মাছ ফেরত দে খাছিতে । ছোট লোক ড্রাইভার কোথা কার বলে মাছ ওয়ালা রিক্সা ওয়ালা কে বকা দেয় ।
রিক্সা ওয়ালা বলে আমি ছোট লোক তুমি খুব ভদ্র লোক , রিক্সায় ভদ্রলোক দাম করে উঠে । ছোট লোক তোমার মতো মাছ ওয়ালাই হয় ।।
----------------------- রিক্সা দাম করে উঠুন , ভাংতি টাকা নিয়ে উঠুন ।।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৫

প্রামানিক বলেছেন: চমৎকার রম্য কাহিনী।

২| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০১

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: রিক্সা দাম করে উঠুন , ভাংতি টাকা নিয়ে উঠুন


ভাল বলেছেন।ভাল থাকবেন।

৩| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৪২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ঘটনা সত্য।

৪| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব যানবাহনে দাম ঠিক করে উঠা উচিত। ইদানিং মিষ্টি কথা বলে অনেকে বলে, খুশী হয়ে যা দেন। আসলে এটাও একটা ফাঁদ। খামাখা ঝামেলা এড়াতে সবার এসব পরিহার করা উচিত...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.