নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোর গঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

অণু গল্পঃ- পাত্রী বলে কথা

০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৪




পাত্র পক্ষের লোক জন মেয়ে দেখার জন্য অপেক্ষা করছে । ইতি মধ্য সরবত , ফল, মিষ্টি দেয়া হয়েছে । পাত্র পক্ষ ইতি মধ্য জেনে নিয়েছে মেয়ের বাবা কি করে ভাই কি করে । অন্য বোনের স্বামীরা কে কি করে । পাত্রী তার প্রিয় ভাবির সাথে এসে পাত্র পক্ষ কে সালাম দিয়ে মাথার কাপড় একটু টেনে দাঁড়ালো । পাত্র পক্ষের একজন বলল মা তুমি বস । পাত্রী একটা চেয়ারে বসলো ।
পাত্র পক্ষ বলল মা একটু হেঁটে দেখাও ।
---- মেয়ে একটু শান্ত ভাবে বলল জি আমি তো হেটেই এসে আপনাদের সামনে বসলাম । আর একজন বলল থাক হাঁটতে হবে না। তা মা কোন পর্যন্ত লেখা পড়া করেছ । পাত্রী বলল আপনাদের কাছে আমার সি ভি দেয়া হয়েছে ।
আরেক জন্য মা তোমার মুখে বললে কি সমস্যা ? পাত্রী বলল জি আমি তো আমার মুখেই বলছি সি ভি দেখে নিবেন আর একবার ।
একজন মনে মনে বলল মেয়ে তো খুব পাজি একটু জব্দ করা উচিৎ । তাই সে একটু অন্য দিকে বিষয়টা মোর ঘুরিয়ে বলল । মা জননী নামজ রোজা ঠিক মতো করা হয় তো ? মেয়েটা বলল জি আমার মা সেই ছোট বেলা থেকেই নামজ আর রোজা শিখিয়েছে আল্লাহ্‌র ইচ্ছায় আমি তা পালন করি । ভদ্রলোক বলল মার হাবা জেনে খুসি হলাম । পাত্র মেয়েটা একটু ভাল করে দেখছে ।
এবার অন্য একজন বলল মা তুমি পাঁচটা সূরা আল কুরান থেকে পাঠ কর । আমরা তোমার আল কুরান পাঠ শুনতে চাই । মেয়েটা বলল জি আচ্ছা পাঠ করছি বলে খুব সুন্দর করে পাঁচটি সূরা সহি ভাবে পাঠ করে সবাইকে সুনিয়ে দিল । সবাই খুসি মেয়ের উপস্থিত বুদ্ধি মেধা দেখে সবাই মুগ্ধ । একজন বলল মা কি কি রান্না করতে পার । মেয়ে বলল আজ সবেই আমি রান্না করেছি আশা করি আল্লাহ রিজিকে রাখলে আপনারা আজ আমার রান্না খেতে পারবেন । তবে আমি আশা করি আপনরা আজ আমার রান্না খেয়ে আমার জন্য দোয়া করে যাবেন । মেয়ের কথা শুনে সবাই অবাক হয়ে বলল জি মা আজ যেন তোমার রান্না খেয়ে যেতে পারি । এবার ছেলের দুলা ভাই বলল ছোট বোন টিভি দেখে তো । তা তোমার প্রিয় চ্যানেল কোনটা আর কোন কোন প্রগ্রামার দেখ একটু বল দেখি । মেয়েটা বলল জি আমি ইউটিউব দেখি । যা ভাল লাগে খুঁজে নেই ।
রান্না ধর্ম নাটক সিনেমা এটা মনের আর পরিবেশের উপর নির্ভরশীল । বাহ চমৎকার ছোট বোন ! ফেইস বুক নিশ্চয় চালাও । মেয়েটা একটু হাসি দিয়ে বলল জি চালাই আপনি আমার বন্ধু লিস্টে আছেন কিন্তু আপনার লাইক দেয়া পেইজ গুলো আপনার আজকের চেহারার সাথে মিলছে না। ভদ্রলোক চুপ হয়ে গেল আর কোন কোথাই বলে না। সবার মেয়ে পছন্দ হল । ঠিক তখন মেয়ে বলল সবাই কিছু মনে করবেন না। আমি পাত্র কে কিছু প্রশ্ন করতে চাই ?
পাত্র একটা হাসি দিয়ে বলল জি করুন । মেয়েটা শান্ত ভাবে বলল আপনি পাঁচটা সূরা সুন্দর করে বলেন আপনার পছন্দ মতো ।
ছেলে একেবারে চুপ । একটা মাত্র বলে আর বাকি গুলো বলতেই পাড়ছে না।
পাত্রী সবাই কে বলল ছেলে কে নামজ রোজা আর সূরা শিখিয়ে নিয়ে পাত্রী দেখেন । পাত্রী যদি নামজি চান তাহলে পুত্র কে আহে নামজি বানান ।
সবাই খুব লজ্জা পেল । পাত্রী বলল পিলিস রাতে কিন্তু না খেয়ে যাবেন না। আমি রান্না ভাল করি ।

মন্তব্য ১৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১০

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: এর পরে কি আর খাবার তাদের গলা দিয়ে নেমেছিলো?

০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০২

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: তাই তো !!!

২| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অবশ্যই পাত্রী বা পাত্রীর পরিবারের ধার্মিক ছেলে খোঁজা উচিত। খালি বড় চাকুরি আর ব্যবসা নয়...

৩| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৬

ওমেরা বলেছেন: সাহসী মেয়ে।

৪| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৪

নূর-ই-হাফসা বলেছেন: একদম উচিত শিক্ষা । আপু ছবিটা কি আপনার ? আজকাল অ্যারেন্জ ম‍্যারেজ করতেই তাই ভয় লাগে । মানুষ শিক্ষিত হলেও মেন্টালিটি পাল্টাচ্ছে না ।আমার এক ফ্রেন্ড ও বলল পাত্রের মা দেখতে এসে চুল ও দেখতে চেয়েছে । অথচ ওনার ছেলে নাকি বুয়েটে পড়ে ।এই টাইপ মেন্টালিটি দের বিয়ে না হওয়াই ভালো ।

০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৯

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: আমাদের কোন উন্নতি হয় নাই মনে হয় । ছবিটা আমার পরিচিত এটা রহস্য হয়েই থাক

৫| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৯

নূর-ই-হাফসা বলেছেন: আমরা মেয়েরাই মেয়েদের বেশি ভুল ধরি । উন্নতি হবে হয়তো ।সময় লাগবে ।

৬| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৩

নূর-ই-হাফসা বলেছেন: ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না । এই লাইন টা ভালো লাগছে খুব

৭| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০৭

প্রামানিক বলেছেন: এইরকম পাত্রী যে কার কপালে আছে - -- - -?

৮| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৮

যুক্তিযুদ্ধা বলেছেন: পেট ভরেগেছে আর খেতে হবে না.।!

০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩০

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: এত মজার রান্না ডাল চড়চড়ি , না খেয়ে যাবেন , তা কিন্তু হবে না,

৯| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৬

সচেতনহ্যাপী বলেছেন: সেই কবে ছোটবোনটাকে হাটতে বলায় "এক চন্ডাল"কে পুরো অনুষ্ঠান থেকেই বাহিরে রাখা হয়েছিল।। আজও কি একজন পিতাকে তেমনই বাহিরে থাকতে হবে??!!
গল্পে বাস্তবতা আছে বলেই একটা অকারন জেদের সাথে ভাল লাগাা।।

০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৯

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: আমি সার্থক আপনার জন্য ।।

১০| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৫০

জগতারন বলেছেন:
আমি পাত্র কে কিছু প্রশ্ন করতে চাই ?
পাত্র একটা হাসি দিয়ে বলল জি করুন । মেয়েটা শান্ত ভাবে বলল আপনি পাঁচটা সূরা সুন্দর করে বলেন আপনার পছন্দ মতো ।
ছেলে একেবারে চুপ । একটা মাত্র বলে আর বাকি গুলো বলতেই পাড়ছে না।
পাত্রী সবাই কে বলল ছেলে কে নামজ রোজা আর সূরা শিখিয়ে নিয়ে পাত্রী দেখেন । পাত্রী যদি নামজি চান তাহলে পুত্র কে আগে নামজি বানান ।


উত্তম অভিমত !!!

০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৪৯

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: ধন্যবাদ

১১| ০৮ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:২২

মলাসইলমুইনা বলেছেন: এই লেখায় বড়সড়ো কোনোই মন্তব্য করা যাবেনা কারণ ভয় হচ্ছে তাহলে আমার প্রিয় গল্পকার কঙ্কাবতী রাজকন্যা, আমার প্রিয় ছোট আপু ওমেরা, আমার প্রিয় ব্লগবুড়ি নূর-ই-হাফসা এরা তিন জনই না আবার অপছন্দ করে সেটা | এরা আমার খুবই প্রিয় মানুষ ব্লগে | শুধু বলি আপনার লেখাটা সুন্দর একটা মেসেজ দিতে পেরেছে বলে খুব ভালো লাগলো |

১২| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩২

ডঃ এম এ আলী বলেছেন: বেশ এই তো চাই , সমাজের এই দিকটা
শুদ্ধমতে চলতে আর বেশি দেরী হবেনা ।

শুভেচ্ছা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.