নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোর গঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

ভাবনার উত্তর ।।

০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৩




হারিয়ে যাওয়ার ইচ্ছা ছিল তোমার সাথে !
তুমি বললে একটাই পৃথিবী কোথায় হারাব ?
আমি বলেছিলাম বাঁচা যে বড় কষ্ট এ জীবনে
তুমি বলেছিলে মৃত্যর দরজা সব সময় খোলা
মৃত্যকে জয় করে বেঁচে থাকার নাম জীবন ।
তোমার সাথে দেখা হওয়ার সব দরজা যখন বন্ধ
তুমি তখন আলো দেখতে বললে আর বললে
আমি আলোকে ভালবাসি সে আসবেই দেখ !
বিশ্বাস হল তুমি আলোকিত হলে উল্কার মতো ,
আমি বললাম চল এখন পালাই দরজা খোলা
তুমি বললে আপন থেকে পালানো যায় না হে
পড় থেকে পালানো যায় ! এরা তো সবাই আপন ।
আমি বলেছিলাম এখন কি হবে বলত শুনি ?
তুমি আকাশের কালো মেঘ দেখালে সারাদিন ,
তার পড় বৃষ্টি দেখালে সারা দিন নয়ন মেলে !
তার পড় দেখালে আমাকে সেই সূর্যের আলো !
আমি অবাক হলাম আলোকিত আকাশ দেখে
তুমি চিবুক ছুঁয়ে বললে হাতের মুষ্টি খুলে দেখতে ,
আমি মুষ্টি খুলে দেখি একটা ছোট বীজ মাত্র ,
তুমি বললে ঐ দূরে দেখ চেয়ে একটা বট গাছ !
আমি হেসে বললাম হা অনেক বড় বট গাছ
তুমি বললে এটাই সেই বীজ শুধু পরিবেশে পেয়েছে!
আমি বুঝে গেলাম শক্ত করে অপেক্ষা করতে হবে ,
কত ঝড় কত বাতাস, কত মেঘ বৃষ্টি চলে গেল
আমাদের বিশ্বাস আর বিশ্বাসের লালন দেখলাম
দেখলাম সব একটু একটু করে হেরে গেল তাতে ।
তুমি বললে পালাবে কি বল ? আমি বললাম না !
কোথায় পালাব একটাই তো পৃথিবী মাত্র
একটাই তো জীবন মাত্র, সবাই তো আপন হায় ।
এক সাথে আজো হাসি দুই জন চায়ের কাপে
কতটা ছেলে মানুষ ছিলাম দুই জন মিলে ...

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮

আহমেদ জী এস বলেছেন: সেলিনা জাহান প্রিয়া ,




ভাবনার উত্তরে বলতেই হয় , পৃথিবী থেকে পালিয়ে যাওয়ার আর কোনও জায়গা নেই । এই একটা জীবনেই কত যে বিচিত্র লীলা খেলা চলে তার হিসেব মেলাতে মেলাতেই সময় বয়ে যাবে । পালাবার সময় কই ?

মোটামুটি হয়েছে । কিছু টাইপো আছে ---- হাড়িয়ে < হারিয়ে / তার পড় < তারপর

২| ০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার হয়েছে।





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

৩| ০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৩

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কবিতা।

৪| ০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৮

নূর-ই-হাফসা বলেছেন: আমি জানি আপু। সুন্দর পা দুখানি আপনার ।:D এক সাথে আজো হাসি দুই জন চায়ের কাপে
কতটা ছেলে মানুষ ছিলাম দুই জন মিলে ...
ভালো লাগলো ।ছেলেমানুষি না থাকলে সেটা প্রেম হয় না । রোবটের সাথে কি আর ভালোবাসা জমে ?

৫| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১১

ময়না বঙ্গাল বলেছেন: সুপ্তিজড়িত তিমিরজাল
সহে না গো ।
এসো নিরুদ্ধ দ্বারে,
বিমুক্ত করো তারে,
তনুমনপ্রাণ ধনজনমান -একটি রবঅন্দ্র পঙতি

৬| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: ছবিতে দশে আট।
কবিতায় দশে তিন।

০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ২:২৬

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: সরব মোট ১১

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.