নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোর গঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

একজন মনোবিজ্ঞানীর কথা

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৪৫

একজন মনোবিজ্ঞানীর কাছে এসে এক ব্যক্তি বলেছিলোঃ-
- আমি তো খুব ক্ষুদ্র মানুষ , গরীব মানুষ , আমি যতই আন্তরিক ভাবে চেষ্টা করি না কেন? আমি কি আদৌ কোনো পরিবর্তন করতে পারবো কিছু জীবনের জন্য?
মনোবিজ্ঞানী মানুষটি বলেছিলেনঃ-
- ক্ষুদ্র কিছুর শক্তি নেই তোমাকে কে বলেছে ? তাহলে অন্ধকার রাতে মশার সাথে এক রাত কাঁটাও ! বুঝবে ক্ষুদ্র হলেও ডেডিকেটেড থাকলে কে কতটা শক্তিশালী! মশা রক্ত নিতে না পারলেও গান শুনিয়ে দিবে ।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:২৮

তারেক_মাহমুদ বলেছেন: কথা সত্য

২| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:২০

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: বেশ ভালো লাগলো লিখতে থাকুন।

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৫

শকুন দৃিষ্ট বলেছেন: যেমন এই লেখাটি ক্ষুদ্র হলেও ডেডিকেটেড, শক্তিশালী।

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৯

রাজীব নুর বলেছেন: পোষ্টি ছোট হলেও দুর্বল নয়।

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: একদম।

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৪

প্রামানিক বলেছেন: সত্য কথা

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২৩

নতুন বলেছেন: প্রতিটি মানুষ তার নিজের জীবনের সব কিছুরই উপরে ক্ষমতা রাখে... সেই পারে তার জীবনে পরিবত`ন আনতে...

অনেকে হতাশায় থাকতে থাকতে সেটা ভুলে যায় এবং নিজেকে ক্ষমতাহীন মনে করে।

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৩

শামচুল হক বলেছেন: ভালো লাগল।

৯| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ক্ষুদ্রের শক্তি একতায়। ভালো লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.