নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
------------------------------
শিক্ষকঃ- কিরে বল্টু লিখা পড়া ছেড়ে দিলি কেন ?
বল্টুঃ- স্যার লেখা ছাড়ি নাই তো ! প্রশ্ন পত্র ফাঁসে আমি পদত্যাগ করেছি ।
প্রশ্ন পত্র ফাঁস নিয়ে পরীক্ষায় পাশ করলে আমার ভবিষ্যৎ নাতি পুতিরা বলবে
আমি ফাঁস করা প্রশ্নের ছাত্র । মন্ত্রীর লজ্জা না থাকতে পাড়ে স্যার কিন্তু ছাত্র হিসাবে আমার লজ্জা আছে । ইতিহাস পড়ে দেখে নিবেন - দেশের ক্রান্তি লগ্নে ছাত্ররা জাতিকে উদ্ধার করেছে ।।
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৩
সাজ্জাদ তালুকদার বলেছেন: এই জাতিকে মুখ বুজে সহ্য করতেই হবে। না হলে পুলিশের বন্দুকের গুলির আঘাতে মরতে হবে। সরকার তার পথে সে হাটছে। জাতির কি হচ্ছে সেই চিন্তা কী তাদের আছে। এই জাতি একদিন ঠিকই বুঝতে পারবে শিক্ষা ব্যবস্থা জাতিকে কত বছর পিছনের দিকে নিয়ে যাচ্ছে। আর আজ সে কত বছর পিছিয়ে পড়ছে, আর কত বছর পিছনে তাকে যেতে হবে। জাতির মেরুদন্ড যখন পুরোপুরি ভেঙ্গে যাবে তখন আর কিছুই করার থাকবে না। এখনো সময় আছে সরকারের ভোটের রাজনীতি না করে শুভবুদ্ধির উদয় যেন হয়।
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৭
নীল আকাশ বলেছেন: মাননীয় প্রধান মন্ত্রী কি বলেছেন কাল শুনতে পান নি ?
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৯
রাজীব নুর বলেছেন: সঠিক সময়ে সঠিক কৌতুক।
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩০
দিশেহারা রাজপুত্র বলেছেন: বোধগতভাবে নির্বোধ করে রাখছে আমাদের।
৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩২
বারিধারা ২ বলেছেন: মন্ত্রী লজ্জাবোধ করবেন কেন? উনি কি প্রশ্ন ফাঁস করতে গেছেন নাকি? যারা প্রশ্ন ফাঁস করে, তাদের ধরিয়ে ওনার হাতে দেন, দেখেন সাইজ করে কিনা!
৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০০
নিরাপদ দেশ চাই বলেছেন: বারিধারা, ঠিকই বলেছেন মন্ত্রী কেন লজ্জিত হবে? লাজ লজ্জা, বিবেকথাকলে কেউ কি আর বাংলাদেশে মন্ত্রী হত এপারে? যাক মন্ত্রীর জামাতার এখনো কিছু লাজ লজ্জা অবশিষ্ট আছে বলে মনে হয়। আজকে ইমরান সরকার নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে জানতে চাইলেন ‘মাত্র ১/২ ঘন্টা আগে প্রশ্নফাঁস হলে এমন মেধাবী কে আছে যে উত্তর খুঁজে বের করে, পড়ে, উত্তর লিখে আসবে?’’
এতো কঠিন প্রশ্নের উত্তর কি রুম ভর্তি আমাদের শ্রদ্ধেয় সাংবাদিকদের পক্ষে দেয়া সম্ভব? অবশ্য কেন সম্ভব নয় সেই বাস্তবতাটাও আমাদের অজানা নয়। কেউই প্রধানমন্ত্রীকে বলতে পারলেন না, উত্তর খুঁজে বের করার মতো এই কষ্টটুকুও এখন আর বাংলাদেশের শিক্ষার্থীদের করতে হয় না! কেননা যারা প্রশ্নফাঁস করেন তারা উত্তরপত্র সহই বিলি করেন। ফলে কাউকে আর কষ্ট করে উত্তর খুঁজে মেধাবী হবার চেষ্টা করতে হয়না।’’
৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার কৌতুক আমার ভালো লেগেছে। সুন্দর।
৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: নির্মম বাস্তবতায়ই প্রতিফলিত কৌতুকে!
মন্ত্রীর লজ্জ্বা দূরে থাকা প্রধানের সাফাইতেতো মেরুদন্ড আরো মজবুত হয়েছে!
বাংলা ছবির নাম ভাসছে মনে- পালাবি কোথায়?????
১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৪
সুমন কর বলেছেন: নির্মম সত্য !!
১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৪
শামচুল হক বলেছেন: দারুণ
১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৬
অপরিচিত মানব শুণ্য বলেছেন: আপু, লোভ সামলাতে পারছি না... কপি করতে পারি...?
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২২
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: ওকে
©somewhere in net ltd.
১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪১
নিরাপদ দেশ চাই বলেছেন: আপনি এটাকে জোক্স বলছেন আর আমি মনে করছি এই ভয়ংকর অপরাধ রুখে দাড়াতে এইটাই এখন করা দরকার। সোজা কথায় এসএসসসি এবং এইচ এস সি পরীক্ষা বয়কটের হুমকি দিয়ে ছাত্রদের মাঠে নামতে হবে। অনলাইন মিডিয়া আগের রাতে ফাশ হওয়া প্রশ্ন ছাপাচ্ছে। বিভিন্ন টিভি চ্যনেলও প্রকাশ করেছে।তারপরেও সরকারের তরফ থেকে কোন ব্যবস্থাই নেয়া হচ্ছে না। মুখ বুজে থাকলে ভয়ঙ্কর খেসারত দিতে হবে ভবিষ্যত প্রজন্মকে।
আগামি মাসে এইচ এস সি পরীক্ষা । একটি সুষ্ঠু পরীক্ষা নির্বাচনের দাবিতে রাস্তায় নামা প্রয়োজন সর্বস্তরের জনগনের।