নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোর গঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

জীবনের পথ ।

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:২৯




ধাপে ধাপে জীবনের গল্প এগিয়ে যায়
দিনলিপির খাতায় রচিত হয় খন্ডিত ইতিহাস,
চন্দ্রগ্রহণ মতো খেয়ে ফেলেছি কতগুলো বছর
সূর্য গ্রহণের মতো আজো ঋণের হিসাব মিলাই ।
জীবন শুন্যতার খাতায় কিছু লেখা হলনা আজও
বেহিসাবী জীবন পথিকের পথ হারার মতো
শুধু পথ খুঁজে যায় জীবনের পথে পথে ধাপে ধাপে ।
আজ মনে হয় কিছু চেনা হল না সবেই অচেনা
বেওয়ারিশ এই জীবনের পথ,প্রেমহীন অরন্য
শুকনো পাতা হয়ে পড়ে থাকে জীবনের সেই গল্প ।
নিঃশব্দ কথা মালা বলে যায় ঝরা পাতা গুলো
তারাও চিৎকার করে আমি একদিন সবুজ ছিলাম ।
জীবনের বাঁকে ফেলে আসা পথ গুলো কথা জানে
আজও সেই পথ গুলো এতিম শিশু হয়ে কাঁদে।
বিষন্ন প্রহরে জীবনের ফেলে আসা কথা বেশ মনে পড়ে।
কতকিছুইতো করা যেতো কবিতার মতো করে
কত কিছুইতো হওয়া যেতো গল্পের মতো করে ।
একটি প্রশ্নবোধক চিহ্ন উপন্যাসের শেষ লাইনে
সাদা চুলে ছেয়ে গেছে মাথা শূন্য পাতায় মস্ত খাতা।

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:৩৪

চাঁদগাজী বলেছেন:



সময়, সময়কে ধরে রাখা যায় না, চেষ্টা করেন হিসেবগুলো সময় মতো শেষ করতে।

২| ০৬ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:১৫

ব্লগ মাস্টার বলেছেন: অসাধারণ ভালো হয়েছে লেখা।

৩| ০৬ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:৩৩

মিরোরডডল বলেছেন: চমৎকার লেখা
অনেক ভালো লেগেছে

৪| ০৬ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:৩৬

মিরোরডডল বলেছেন: ছবিটিও খুব সুন্দর

৫| ০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৮

খায়রুল আহসান বলেছেন: সুন্দর শিরোনাম, সুন্দর ছবি, সুন্দর কবিতা। + +

"নিঃশব্দ কথামালা বলে যায় ঝরা পাতাগুলো" - ঝরাপাতার কান্না কেবল কবিরাই শুনতে পায়!

“ঝরা পাতা গো, আমি তোমারি দলে।
অনেক হাসি অনেক অশ্রুজলে
ফাগুন দিল বিদায়মন্ত্র
আমার হিয়াতলে॥”

চাঁদগাজী এর প্রথম মন্তব্যটা বেশ ভাল লাগলো।

৬| ০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৭

প্রামানিক বলেছেন: ভালো লাগল।

৭| ০৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৬

রাজীব নুর বলেছেন: বেশ ভালো লিখেছেন।

৮| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৪

ঢাকার লোক বলেছেন: যেমন সুন্দর ছবি, তেমনি সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.