নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোর গঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

দুঃশাসনে দেশে শিয়াল ভেড়া ।

১৪ ই জুলাই, ২০১৮ রাত ৩:৩২


এক দেশে ছিলো এক রাজা । রাজার ছিল বিশাল ক্ষমতা । রাজা হঠাত একদিন বললো কিছু ভেড়া ধরে নিয়ে আসো । সভসদ সবাই তাই করলো। রাজা কয়েকদিন পর বললো আরো ভেড়া নিয়ে আসো। তাই করা হলো। এরপর রাজা আরো ভেড়া চাইলেন। রাজ্য জুড়ে অনেক খোঁজাখুঁজি করে আরো ভেড়া এনে দেয়া হলো। কারন তখন আর প্রায় কোন ভেড়া অবশিষ্ট নাই। রাজা আবার ভেড়া আনার হুকুম দিলেন। সবাই বিপদে পড়ে গেলো। ভেড়া কোথায় পাবে। সব ভেড়া শেষ। উজির নাজির মন্ত্রী সবাই অস্থির হলো। অবশেষে সিপাহ সালার কিছু শেয়াল নিয়ে এসে রাজাকে দিলো। রাজা তো হতবাক। রেগে গিয়ে বললো ,এসব কি। ভেড়া না এনে শেয়াল কেন । মন্ত্রী বললো মহারাজ এগুলো শেয়াল নয় এগুলো ভেড়া। রাজা ক্ষেপে বললেন আমার সাথে ফাজলামি। মন্ত্রী বললেন রাজা মশাই আপনার বিশ্বাস না হলে এদেরকেই জিজ্ঞাসা করুন। রাজা শেয়াল গুলোকে জিজ্ঞাসা করলেন ,এই তোরা কি ? শেয়াল গুলো বললো বললো জ্বি মহারাজ আমরা ভেড়া। রাজা চমকে গেলেন। আবার জিজ্ঞাসা করলেন সত্যি করে বল তোরা কি? শেয়াল গুলো আবার বললো আমরা ভেড়াই মহারাজ। রাজা বিস্মিত হয়ে মন্ত্রী কে বললেন এটা কি করে সম্ভব । শেয়াল নিজেকে ভেড়া বলে দাবি করছে। তখন সিপাহসালার রাজার কানে কানে বললেন এটা আর এমন কি কঠিন কাজ জাহাপনা। রিমান্ডে নিয়ে আমরা শেয়ালকে ভেড়া বানাতে পারি। আপনি চাইলে বাঘ ভালুক হাতি ঘোড়া এমনকি কুমিরকেও ভেড়া বানিয়ে নিয়ে আসবো। রাজা বললেন তাই নাকি। সাব্বাস । আমার আর তাহলে ভেড়ার অভাব রইলোনা ।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ৩:৪৯

শামচুল হক বলেছেন: সর্বনাশ! রিমেন্ডে গেলে শিয়ালও ভেড়া হযে যায়।

১৪ ই জুলাই, ২০১৮ রাত ৩:৫৩

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: াঁ আজ কাল টাই হচ্ছে

২| ১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৪:৪৫

ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর কথা বলছেন আপা।

৩| ১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৫:০০

চাঁদগাজী বলেছেন:


রূপকথা থেকে অনেক কিছু শেখা সম্ভব।

৪| ১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৬:০৩

সনেট কবি বলেছেন: দারুণ বলেছেন।

৫| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: কিন্তু স্বৈরাচার ভুলে যায়! শেয়াল ভেড়া করতে করতে সে নিজেই কখন স্বৈরাচার হয়ে যায়!!!

মুক্তিযুদ্ধের চেতনার সাথৈ স্বৈরাচার কেমন সাংর্ঘষীক! নয়???

পোষ্টে ++++

৬| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১০

লাবণ্য ২ বলেছেন: চমৎকার লিখেছেন।

৭| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১৮

ঋতো আহমেদ বলেছেন: চমৎকার মজার সময়োপযুগী গল্প। এটা পড়ে অন্তত কারো করো চোখ খুলুক। ++

৮| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৪

রাজীব নুর বলেছেন: ঈশ্বর থাকেন ঐ ভদ্রপল্লীতে। মানিক বাবুর এই ভোগাস কথাটি শুনে আমি ভদ্রপল্লীতে ঈশ্বরের সাক্ষাতের জন্য গিয়েছিলাম।
তার সাথে আমার একটা গোপন পরামর্শ ছিলো। কিন্তু সেখানে গিয়ে শুনি ঠিকানা ভুল। ঈশ্বর কোথায় থাকেন, তা তারা জানেন না।
তবে তারা বলেছেন, শয়তান থাকেন ঐ ভদ্রপল্লীতে।

৯| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২১

টারজান০০০০৭ বলেছেন: একবার সরকার প্রধান ঘোষনা দিলেন তিনি সেনাবাহিনী , RAB এবং পুলিসের মধ্যে কে সবচেয়ে দক্ষ তা পরীক্ষা করবেন।

এজন্য তিনি একটি খরগোস বনে ছেড়ে দিয়ে বললেন যে এই খরগোসটি ধরে আনতে পারবে বুঝব সে বাহিনীটিই সবচেয়ে দক্ষ।

তারপর সেনাবাহিনী সারদেশের বন উজাড় করে দুই সপ্তাহ পর বলল কোথায়ও খরগোস নেই।

RAB দুই মাস গভীর তদন্ত করে বলল খরগোসটি ভারতে চলে গেছে

পুলিস দুই ঘন্টা পর একটি ভাল্লুক ধরে আনল যেটাকে দেখে মনে হচ্ছে খুব মার খেয়েছে এবং সেটা চিৎকার করে বলছে ঠিকাছে আমি খরগোস!ঠিকা ছে আমি খরগোস!…. …..

(সংগৃহীত)

১০| ১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৭

সুমন কর বলেছেন: চমৎকার সময়োপযোগী গল্প কিংবা মেসেজ। দারুণ লাগল। +।

১১| ১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০৬

শৈবাল আহম্মেদ বলেছেন: ধন্যবাদ, যারা ছাগলের ব্যবসা করে তারা দেখেছি কিছুদিন পর ছাগলের মত স্বভাবের হয়ে যায়। যারা গরুর ব্যবসা করে তাদের দেখেছি গরুর মত স্বভাবের হয়ে যেতে। পোল্ট্রি মুরগীর ব্যবসায়ীদেরও কিছুদিন পর পল্ট্রির মত ধারণ দেখেছি। তাহলে রাজাও একদিন নিশ্চই ভেড়া হয়ে যাবে। তাহলে সাবধান যেটা ধারন ও পালন করবেন সেটা দেখেশুনে করবেন নইলে বাদ দিয়ে দিবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.