নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
আমি আড়াল করে বাঁচতে চাই আমার ঠোটের সাক্ষর !
আমার বিবেক , আমার ধর্ম , আমার শিক্ষা এই সমাজের ।
তোমাকে ভালবাসা একটি সময়ের পথ যাত্রার পথ মাত্র ,
যেই সময় প্রেম বিক্রি হয় উচ্চ বিলাসী জল পাত্রে ।
তোমার ঐ মায়াবী কথায় থাকে নীল নক্সার সুত্র গাঁথা ,
অতি গোপনে চোখ দুটোকে তুমি মন্ত্রের মতো জ্বালাও !
মনের হিংস্রতায় চোখের ভাষায় কোন সাক্ষ্য থাকে না
যেন ভরা বর্ষায় মাঝি পাল তুলেছে হাওরের শান্ত জলে ।
অন্ধ সমাজ বধির সেজে প্রশান্তির সাঁতার কাটে তাঁতে -
সমাজ দেখে না, শুধু তারা ভাবে মঞ্চায়িত কোন চরিত্র !
আমি তুমি সে কেউ ব্যথিত নই এই আমাদের মাঝে ,
আমরা আজ নিজেকে আড়াল করি নিজ দর্পণে সঙ সেজে ।
আমি লুকিয়ে রাখি আমার লজ্জা , চোখ আর সত্য সাক্ষ্য
আমি কিছুই রাখতে চাই মনে ভুলে যাওয়ার ছলনায় !
তোমাকে, তোমার ঐ আবেগী হৃদয়টাকে জ্বালিয়ে দাও;
আর্তমানবতার চিৎকার শুনে কুকুর আসবে কিন্তু মানব না !
এখন পশুরা প্রেমে লজ্জা পায় আমাদের প্রেমের ব্যাকরণ দেখে ,
ফটোগ্রাফার আড়ালে চুমুর মজা নেয় তাঁর ফ্ল্যাশ ফ্রেমের ক্লিকে ।
এই জগতে গোপনে কর পাপ তবে আলোতে থাকো অন্ধ সেজে
কেউ বলবে না জাত , ধর্ম, বিবেক কোন লেবাসে ঘুণে ধরে ।
আমি সাবধান হতে চাই না, তোমার পাগলামিতে কোন দিন !
নষ্ট প্রেমের প্রকাশ্য কি মজা লুটে দারুন কাটতি হয় নিউজে ।
তোমার যৌবনে পা দেওয়া দেহটাকে প্রেম বলে সময়ের ফ্রেমে
চোখর আলোর এক চিলতে হাসির মাঝে শীতল বরফ জ্বলে !
নিজেকে অপরাধী ভাবনার সময় কোথায় বলো , ধর্ম , বিকেক
সব প্রেমে মাতাল হয়ে নেশায় কাতরে আবীর চাষে মগ্ন যে ।
আমি আড়াল করে রাখতে চাই নিজেকে নিজ থেকে নিজ ঘৃহে
আমাকে, আমার ভালোবাসাকে আজ লজ্জা দেই চুমুর ফ্রেমে ।
কখনো ভালোবাসার অভাব হলে বুঝতে হবে তুমি ফটোগ্রাফার
গোপনে তুমি কল্পচিত্রের কালিতে করেছ সাদা কালো কে হলুদ ।
উচ্চবিলাসী জলপাত্রে দেহের রঙে তুমি ফ্রেম বন্দী করেছিলে ,
খুব নীরবে যে, চুমু সাক্ষী রেখেছিল ক্যাম্পাস কোন এক বর্ষায় ।
২| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ১:৫৩
ইব্রাহীম আই কে বলেছেন: অনেক ভালো লাগলো দিদি, কবিতাটা।
৩| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ১:৫৫
যবড়জং বলেছেন: পড়ে ফেল্লাম !
৪| ২৪ শে জুলাই, ২০১৮ সকাল ৮:১০
চাঁদগাজী বলেছেন:
জমে থাকা অনেক কথা, অনেক ভাবনা বেরিয়ে এসেছে স্রোতের মতো; মনে হয়, একটা কিছু ঘটার অপেক্ষায় ছিলো! যাক, মানুষের হৃদয়ে যা থাকে, সেটা কোন একদিন ভাষা পায়, নিজকে প্রকাশ করে। মনে হচ্ছে, সবকিছু ব্যালেন্স করা হচ্ছে, সবকিছু কন্ট্রোলে আছে; ভালো। কবিতা অনেক কিছু বলছে।
২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫২
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: এত প্রশংসা করলে কিন্তু সন্দেহ হয় ।। কোন কালে তো কৃষ্ণ ছিলে না
৫| ২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১০
রাজীব নুর বলেছেন: ছবিটা সম্ভবত এডিট করা না।
হয়তো ছেলেটি মেয়েটির কানে কানে কিছু একটা বলে গিয়ে মুখ এগিয়ে ... আর মেয়েটি জবাব দিতে গিয়ে মুখটা ডানে ঘুরালো। ঠিক তখনই ছবিটি ক্যাপচার করা হয়। দুই মুখ ছুয়ে সমান হলেও বাস্তবে ছেলেটির মাথা ও মুখ বেশ পিছে। আর যেহেতু আমি ছবি তুলি সেহেতু আমি জানি- ছবি মানুষের সাথে সবচেয়ে বেশি প্রতারনা করে।
৬| ২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫০
ক্স বলেছেন: ছেলে মেয়ে দুটো যথেষ্ট শালীন।
প্রথমতঃ উগ্র কোন পোশাক পরেনি।
দ্বিতীয়তঃ কেবল ঠোঁট ছাড়া এদের অন্য কোন অঙ্গ স্পর্শ করেনি।
©somewhere in net ltd.
১| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ১:৪৮
সূচরিতা সেন বলেছেন: বাস্তবতার ছোঁয়া আছে আপু আপনার কবিতায়।