নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
-----------------------------------
গরু জবাই হয়েছে। তিন চার'শ লোক উৎসবের মতো খাচ্ছে।তাদের মনে এক ধরণের বন্য উন্মাদনা।খাওয়া-দাওয়া করে সবাই টেঁটা বল্লম নিয়ে শিকারে বের হবে।তবে কোন বাঘ হরিণ শিকার নয়, মানুষ শিকার।টেঁটা বল্লম নিয়ে আদিম কায়দায় প্রতিপক্ষ উপর ঝাপিয়ে পড়বে তারা। শিকারে বের হওয়ার আগে,দোয়া করা হয়,মুরুব্বিদের কাছ থেকে শেষ বিদায় নেওয়া হয়,শিকারের পরামর্শ নেওয়া হয়।মুরুব্বিরা তরুণ যুবকদেরকে মানুষ শিকারের বিচিত্র অভিজ্ঞতা আলোচনা করেন,নানা কায়দা কানুন বাতলে দেন।
#
আজ(১৬/১১/২০১৮) ও এমনই সেজেগুজে, পূর্ণ প্রস্তুতি নিয়ে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বাঁশগাড়িতে চরম মধ্যযুগীয় কায়দায় দু দল লোক মানুষ শিকারে লিপ্ত হয়েছিল।সর্বশেষ তারা চার জন মানুষকে অতি সফল ভাবে শিকার করেছে।কুঁচ বর্শা দিয়ে যেভাবে মাছ শিকার করা হয় ঠিক তেমন ভাবেই
টেঁটা বিদ্ধ করা হয় সৃষ্টির সেরা জীব চার জন মানুষ কে।
#
বামতাত্ত্বিক লেখক মানিক বন্দোপধ্যায়ের "প্রাগৈতিহাসিক" গল্পের কেন্দ্রীয় চরিত্র ভিখু যেভাবে
তার আশ্রয়দাতা ও অন্নদাতাকে বর্শা দিয়ে পৈশাচিক ভাবে হত্যা করেছিল,যে বন্যতা ফুটিয়ে তুলেছিল লেখক এখানেও ঠিক একই বন্যতা ও দস্যুতা নগ্নভাবে
প্রকাশিত হচ্ছে
#
এসব নৃশংসতা, বন্যতার প্রধান কারণ:
**নষ্ট রাজনীতি
**স্হানীয় নেতাদের ইন্ধন
**গোষ্ঠীর আধিপত্য বিস্তার
**সামন্তযুগীয় মনোভাব
**দীর্ঘ দিনের শত্রুতা
**উচ্ছেদ উচ্ছেদ খেলা/লুটপাটের মন মানসিকতা
**রক্তের উগ্রতা
**প্রতিশোধ স্পৃহা
প্রতি বছর টেঁটা যুদ্ধে লাশ হচ্ছে নিরিহ মানুষ।রক্তের এই হুলিখেলা থামছেনা।শুধু মাত্র এই নিষ্ঠুর নোংরামির জন্যে সারা দেশে আমরা লজ্জিত,অপমানিত।
#
অথচ সারা বাংলাদেশে যা নেই আমাদের রায়পুরায় তা আছে।আধুনিক বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি শামসুর রাহমানের বাড়ি এই রায়পুরায়,বীর শ্রেষ্ঠ মতিউর রহমান,বিশ্ববিখ্যাত চিত্র শিল্পী শাহাবুদ্দিন আহমেদ,সাবেক মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু,সাবেক ঢা:বি:ভিসি আ.আ.ম.স. আরেফিন সিদ্দিক,ইউনেস্কো পুরস্কার প্রাপ্ত লেখক ড.আলাউদ্দিন আল আজাদ,বরেণ্য কৃষকনেতা ফজলুল হক খোন্দকারের বাড়ি এই গর্বিত রায়পুরায়।
#
তবে কেনো আমরা এতোকাল এই লজ্জা বয়ে বেড়াচ্ছি?তবে কেনো এই গর্বিত জনপদ আজ সমগ্র জাতির কাছে নতজানু?আমরা আর কতকাল অমানুষ হয়ে থাকবো?
----- অ-মানবের পোস্ট থেকে ।।
২| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৯
আপেক্ষিক মানুষ বলেছেন: মানুষ হয়ে মানুষকে এইভাবে মেরে ফেলতে একটু কি বুক কাপে না? একটুও কি বিবেকে বাধে না?
হায়রে মানুষ!!
অন্য কোন প্রাণিই স্বজাতিকে কখনো হত্যা করে না, কিন্তু মানুষ করে!
৩| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১:০৯
ঢাকার লোক বলেছেন: আমার বন্ধু বাঁশগাড়ির ইঞ্জিনিয়ার গোলাম মাওলা, কবে আমরা মানুষ হবো ?
৪| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১:১২
কাওসার চৌধুরী বলেছেন:
বিষয়টি খুবই দুঃখজনক।
৫| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৪৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কি বলব কোন ভাষা খোঁজে পাচ্ছিনা!!
৬| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৩৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এই নিষ্ঠুর নোংরামির জন্যে সারা দেশে আমরা লজ্জিত,অপমানিত।
........................................... আমাদের প্রতিবাদের শক্ত ভাষা খুঁজে বের করতে হবে ।
৭| ১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০
রাজীব নুর বলেছেন: নিচের ছবিটা ভয়াবহ!!!
এক কথায় আপনার পোষ্টের মন্তব্য করি- ''সব কিছু নষ্টদের দখলে চলে গেছে।''
©somewhere in net ltd.
১| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৮
নতুন বলেছেন: শিক্ষার অভাবেই এই সব ঘটনা ঘটছে....
যারা মারা গেছেন তারাও হয়তো গিয়েছিলো অন্যদের মারতে...
সাধারন মানুষ এই রকমের খুনের উতসবে মেতে ছিলো তারা জানেনা যে নেতারা তাদের খেলার গুটি হিসেবে ব্যবহার করছে...
শিক্ষা থাকলে কাজ থাকলে এই সব মানুষ এই রকমের কাজ করতে যেতো না।
এই কারনেই কিন্তু রাজনিতিকরা মানুষের শিক্ষার পেছনে সত্যিকারের কাজ করেনা।