নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোর গঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

"Husband ফর Sale!

০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭


লেখাটা না পড়তে পারলে অহেতুক লাইক কমেন্ট করা থেকে দূরে থাকুন।

নিউইয়র্ক-এ সম্প্রতি একটা শো-রুম চালু হয়েছে। যেটার নাম হলো "Husband ফর Sale!
এখানে বিভিন্ন ধরনের পুরুষরা রয়েছেন, মেয়েরা এখান থেকে নিজের পছন্দ অনুযায়ী পতি পছন্দ করে বাসায় নিয়ে যেতে পারবে..
সেখানের নিয়ম হলো--

১) যে কোন মহিলা সেখানে একবারই মাত্র প্রবেশাধিকার পাবেন।

২) এখানে ৬ টি ফ্লোর আছে এবং মহিলারা যে কোন ফ্লোর থেকে নিজের পতি নির্বাচন করতে পারেন।
তবে ২য় ফ্লোর অতিক্রম করে ৩য় ফ্লোরে গিয়ে যদি পতি পছন্দ না হয়, তাহলে ঐ মহিলা তার উপরের ফ্লোরে যেতে পারেন, কিন্তু যে ফ্লোর তিনি ইতিমধ্যে অতিক্রম করে চলে গেছেন সেখান থেকে আর পতি নির্বাচন করতে পারবেন না। তার মানে হলো, উপরের ফ্লোরের পতি পছন্দ না হলে পুনরায় নিচের ফ্লোরে এসে পতি পছন্দ করা যাবে না।
এক মহিলা গেছেন নিজের জন্য পতি পছন্দ করতে গিয়ে দেখলেন....

১ম ফ্লোরে লেখা আছে-- এখানের পুরুষরা চাকুরীজীবী ও তারা ঈশ্বরে বিশ্বাসী।
মহিলাটি তারপর দ্বিতীয় ফ্লোরে গেলেন...

২য় ফ্লোরে লেখা আছে-- এখানের পুরুষরা চাকুরিজীবি, ঈশ্বর বিশ্বাসী ও শিশু প্রেমিক।
মহিলাটি ধীরে ধীরে ৩য় ফ্লোরের দিকে অগ্রসর হলেন...

৩য় ফ্লোরে লেখা আছে- এখানের পুরুষরা চাকুরিজীবি, ঈশ্বর বিশ্বাসী, শিশু প্রেমিক ও খুব রুপবান। মহিলাটি আরেকটু ভালো পতি নির্বাচনের আশায় ৪র্থ ফ্লোরে গেলেন...

৪র্থ ফ্লোরে লেখা রয়েছে-- এখানের পুরুষরা চাকুরিজীবি, ঈশ্বর বিশ্বাসী, শিশু প্রেমিক, রুপবান এবং তারা স্ত্রীকে গৃহ কর্মে সাহায্য করতেও আগ্রহী। যতই উপরের দিকে যাচ্ছেন গুণধর পতিদের সন্ধান মিলছে দেখে উচ্ছ্বসিত হয়ে মহিলা ৫ম ফ্লোরের দিকে পা বাড়ালেন ...

৫ম ফ্লোরে লেখা রয়েছে --
এখানের পুরুষরা চাকুরিজীবি, ঈশ্বর বিশ্বাসী, শিশু প্রেমিক, রুপবান, তারা স্ত্রীকে গৃহ কর্মে সাহায্য করতেও আগ্রহী আর তারা খুব রোমান্টিক ভাবনার পুরুষ। এখানেই মহিলাটির শেষ গন্তব্য হওয়া উচিত ছিল,
কিন্তু তবু তিনি ৬ নং ফ্লোরে গেলেন আরো গুণধর পতির সন্ধানের আশায়।

৬ নং ফ্লোরে লেখা রয়েছে-- "দু:খিত আপনি এখানের ৪৩৬৩০১২৩ নম্বর visitor. আপনার মতো যারা নিজের জন্য পতি নির্বাচনের বাসনা নিয়ে এখানে এসেছিলেন, কিন্তু দু:খিত এখানে নির্বাচন করার মত কোন পুরুষ নেই। এই ফ্লোরটা আমাদের শো-রুমের কোন অঙ্গ নয়। এই ফ্লোরটা রাখা হয়েছে শুধু এটা প্রমান করার জন্য যে মেয়েদের সন্তুষ্ট করাটা কতবড় একটা অসম্ভব বিষয় সেটা প্রকাশ করার জন্য!

এটা একটা সংগ্রহ করা কৌতুক ভাবুন, অন্য কোন কিছু ভেবে বসবেন না। আর হ্যাঁ আমি নিজেও একজন নারী তবুও বুঝতে পারিনা অন্য নারীদের ভাবনা গুলো

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৭

ডার্ক ম্যান বলেছেন: আমি তো ভাবলাম সিরিয়াস কিছু। বাংলাদেশেও এইরকম কিছু চালু করা যেতে পারে। ব্লগারদের জন্য স্পেশাল গিফট থাকবে

০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩২

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: তা আপনার জন্য কি দেখা শুরু করব

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৬

নাহিদ০৯ বলেছেন: হা হা হা । আসলেই কি তাই?

০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৩

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: না এটা একটা জোকস ।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৭

নাহিদ০৯ বলেছেন: যাক বাঁচা গেলো। নারীদের ভাবনা গুলো তাহলে এমন না।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩২

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: জী বেঁচে গেলেন যে দামে উঠা লাগলো না- হাঁ হাঁ হাঁ

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৫

ডার্ক ম্যান বলেছেন: আমার জন্য কি দেখবেন ????

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৯

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: চানক্য সেল সেন্টার নামে একটা সো রুম খুলব কিনা ভাবছি ।। হাঁ হাঁ হাঁ

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৯

আরোহী আশা বলেছেন: এই গল্পটা কয়েক দিন আগেই সামুতেই পড়েছি............

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৫

প্রশ্নবোধক (?) বলেছেন: আপনি তো খুব রসিয়ে লিখতে পারেন! :-P যা হোক নানাবাড়ী, বাবার বাড়ী, স্বামীর বাড়ী লিখেছেন। আপনার বাড়ি কোথায়? মজাদার উত্তর চাই।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৮

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: এখন পর্যন্ত ফ্রি খাই , ফ্রি থাকি , ফ্রি পড়ি , বাড়ি করে আবার ফ্রি লাইফ টেক্সে এনে মরতে চাই না- মাল যদি ক্ষমতায় আবার আসে তাইলে ফ্রি কেন নারী রা তার উপর না কি টেক্স বসায় ।।

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৯

বিজন অধিকারী বলেছেন: গল্পটির শেষটা যে একটা দারুন মজার হবে তা গল্পের মাঝেই বুঝে গিয়েছিলাম, ধন্যবাদ এতো সুন্দর একটি পোষ্ট উপহার দেওয়ার জন্য ।

৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

রাজীব নুর বলেছেন: নিজের মা আর বোন ছাড়া শান্তির জন্য নারীদের কাছ থেকে দূরে থাকাই ভালো।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৭

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: ভাল ভাল খুবএই ভাল থাক

১০| ১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫০

এম.এ.জি তালুকদার বলেছেন: উত্তরটা নিজেই দিয়েছেন। তবে, বেশিরভাগ মেয়েরাই তার স্বামীকে বলে “আমি ছাড়া অন্য কেউ হলে আর তোমার সাথে সংসার করতো না।আমার মতো একজন নিরীহ,ভালো মেয়ে দেখেই------------।” আমার স্ত্রীও এর খুব ব্যতিক্রম নয়।যদিও আমি আমার স্ত্রীকে আই,এ পাশ করার পর বিয়ে করে; বিএ, এম এ পাশ করিয়ে একটা কলেজে চাকুরী নিয়ে দিয়েছি এবং বর্তমানে কলেজটি সরকারী গেজেটভুক্ত হয়েছে। আমি আমার স্ত্রীর এ সমস্ত কথায় শুধু হাসতাম,আজ আপনার লেখায় আমাদের জাতীয় কবির সেই কবিতাংশ পরিপূর্ন সত্য বলে বিশ্বাস হচ্ছে।-“----------- যাচে বহুজন”।
অথচ- আপনার মতো এমনভাবে সত্য প্রকাশ করতে পারে না বলেই,তাদের প্রতি যতো সমবেদনা।আবার শুনি- আজকাল নাকি স্বামীর দ্বারাই নারী বেশী ধর্ষিতা হচ্ছেন(! ?)

১১| ১৩ ই মে, ২০১৯ সকাল ৭:২৬

বলেছেন: Copied!! Lol

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.