নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
■ ভার্সিটিতে ভর্তি হবেন, পরে শুনবেন ঐ ভার্সিটির অনুমোদন নেই, সনদ অবৈধ !
■ বাসে উঠবেন, দুর্ঘটনার পরে জানবেন সেই বাসের ফিটনেস নেই, ড্রাইভারের লাইসেন্স নেই !
■ লঞ্চে উঠবেন, ডুবে যাওয়ার পরে জানবেন, সেই লঞ্চের ফিটনেস নেই, নকশা জাল !
■ ভবনে থাকবেন, অফিস করবেন, আগুন লাগার পরে শুনবেন ভবনের অনুমোদন নেই !
■ হাসপাতালে ভর্তি হবেন, পরে শুনবেন ঐ হাসপাতালের লাইসেন্স নেই !
■ বিশ্বাস করে টাকা জমা রাখবেন, পরে শুনবেন ঐ প্রতিষ্ঠানের লাইসেন্স নেই !
তাহলে যাদের দেখার দায়িত্ব, তাদের দায়িত্ব কি শুধুই ঘুষ নেওয়া ! ঐ যে এত এত মন্ত্রী, এতো এতো কর্মকর্তা সব কি ঘুষ খেয়ে চুপ হয়ে যায় ?
২| ৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ২:১৪
রাজীব নুর বলেছেন: এই হইল আমাদের দেশ।
৩| ৩১ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৫০
ব্লগার_প্রান্ত বলেছেন: মন্ত্রীদের মন্ত্রী হওয়ার লাইসেন্স আছে?
৪| ৩১ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৪৪
হাবিব বলেছেন: বিষ খেয়ে যে মরবেন তারও উপায় নেই। বিষেও ভেজাল!
৫| ৩১ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:১৩
ঢাবিয়ান বলেছেন: ভোট দিতে যাবেন, গিয়ে শুনবেন রাতেই ভোট দেয়া হয়ে গেছে।
৬| ৩১ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০৫
মা.হাসান বলেছেন: ব্লগ ভেবে রেজিস্ট্রেশন করবেন, পড়তে যেয়ে দখবেন ওমা, ব্লগ কোথায়, ওটাতো পর্নগ্রাফিক সাইট।
©somewhere in net ltd.
১| ৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ১:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার সবগুলো প্রশ্নের উত্তর আপনার লাস্ট প্রশ্নের মধ্যেই আছে এটা একটা সাম্প্রতিক ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে- কোনো দুর্ঘটনা ঘটলে শুরুতেই দেখা হয় এটা কোন আমলে অনুমোদন দেয়া হয়েছিল। ব্যাপারটা এরকম যে, অনুমোদন দেয়ার পর ওখানে কোনো অবৈধ কাজ সংঘটিত হলে তা দেখার দায়িত্বও অনুমোদন দানকারী আমলেরই উপরই রয়ে গেছে। এর উত্তর কে দিবে?