![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
তোমাদের কবিতা যখন সদ্য প্রেম যুগলের
শরীররে শিহরন তুলছে গোপনে আর
লোম কুমে গরম তাপ ছড়াচ্ছে ! ঠিক
তখন আমার কবিতা
রেল লাইনে কোন ঝুপড়িতে সদ্য জন্ম নেয়া
এক শিশুর আগমনী চিৎকার শুনছে-
যে নারী টাকার অভাবে ক্লিনিক পায় নেই
যে শিশু জন্মের সময় কোন ডাক্তার পায় নেই
যে নারী ব্যথার জন্য কোন দাওয়াই পায় নেই -
আমার কবিতা ঠিক তাদের জন্য ।।
তোমাদের কবিতা যখন তুমি তুমি বলে
প্রেমের জন্য শরীরের কাপড় খুলে ধরেছ -
আমার কবিতা তখন রেলস্টেশনের প্লাটফর্মে
সেই টোকাই ছেলে -
সারাদিন কাগজ কুড়িয়ে ক্লান্ত শরীর খুলে ধরেছে
ময়লা হাত পা জামা কাপড়ের ভিতরে -
ভাবনাহীন আগামীর ঘুম দিচ্ছে কিশোর
সকালের জন্য আবার খাবারের যুদ্ধ !
তোমাদের প্রেম যখন বিলাসী কফি হাউসে
চোখে চোখ রেখে অনন্ত সময় পার করছে-
আমার কবিতা তখন
রিক্সার চালকের ঘামে তার পরিবারের
মানুষ গুলো অপেক্ষা দেখছে -
টং দোকানে চায়ের আড্ডায় দেশ প্রেম দেখছে ।।
আমি তোমাদের মতো শরীর বেচা কবি না
তোমাদের কবিতায় এত নারী রূপ চর্চা
আমার কবিতায় ইট ভাঙ্গা নারীর কুলে
দুগ্ধপান শিশুর ঘুম থেকে জেগে উঠা হাঁসি ।
তোমাদের কবিতা প্রেমের কাব্য
আমার কবিতা তখন কৃষকের জন্য
ন্যয্য মুল্যে সারের জন্য চিৎকার ।।
২| ০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫০
সাদা মনের মানুষ বলেছেন: সত্যি ওদের জন্য এমন মন কাঁদা কবি ক'জন আছে.......মানবতার কবিকে স্যালুট।
৩| ০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে আপি
পায় নি হবে কথাটা
৪| ০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৭
সাদা মনের মানুষ বলেছেন:
৫| ০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪০
সোনালী ডানার চিল বলেছেন: কবিতা হোক আত্মবোধের হাতিয়ার-
শুভেচ্ছা রইল
৬| ০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৯
জগতারন বলেছেন:
আজ সকালের এই কবিতা ও ছবিটির স্মরন আমার মনে অনেক দিন থাকিবে।
সেলিনা জাহান প্রিয়া-এর কবিতা এর আগে পড়িয়াছি !
মনে পড়ে না।
আপনাকে কবি বলে সম্বোধন করলে কি রাগ করিবেন ?
যাইহোক, আপনার প্রতি আমার অভিন্দন রহিল।
আরও লিখুন পড়িবো।
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১০
রাজীব নুর বলেছেন: আমাদের দেশের মানুষ গুলো খুব বেশি দরিদ্র।