নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
সবার জন্য না ।
-----------------
জগৎ সংসারে প্রেম ভালোবাসা সবার জন্য না,
সবাই ভালোবাসতে জানে না,
কেউ কেউ জানলেও ভালবাসে না
স্বার্থের সংজ্ঞায় প্রেম ভালবাসা সৃষ্টি
এটাই শত ভাগ সত্য বাকী সব ফাঁকি
জগৎ সংসার একটি খেলা ঘর প্রেম এখানে জাল
সবাই আগলে রাখতে জানে না....
স্বার্থ ছাড়া কেউ কারো খবর রাখে না
এখানে অভিন্ন স্বার্থ জল পত্রের মতো
নিজের রঙের ঢেকে অন্য রঙে মাতুয়ারা ।
জগৎ সংসারে ভালোবাসি শব্দটা বড্ড রকমের আক্ষেপের
সবাই সবাইকে জানতে চায় বুঝতে চায়
তার পর ভালবাসার ভোগ উপযোগ সৃষ্টি হয়
কেউ সেই ভোগে স্বর্গ লাভ করে কেউ নরকে
তবে কেউ ফিরে না প্রেমের সংসারে খালি হাতে ।
জগৎ সংসারে কেউবা আবার হাজার অনুভূতি নিয়ে বাচে
কেউ আবার নতুন পেলে পুরাতন কে ভুলে
আর ভুলে যায় খুব সহজেই সব সর্ত দেয়া নেয়া
কেউ আক্ষেপ করে বাচে ফিরবে না জেনেও,
আর কেউ শুধু জল পাত্রের মতো বদল করে রঙ ।
জগৎ সংসারে আবার কেউ কাছে থাকতেও গুরুত্ব দেয়না
সে ভালোবাসে বলে কত অভিমান চাপাদেয় নীরবে
কারো কাছে ভালোবাসা মানে শরীর স্পর্শ রোমান্স ,
আবার কারো কাছে মনের স্পর্শ এক সমুদ্র সমান
প্রেম ভালোবাসা সবার জন্য না জগৎ সংসারে ।।
২৯ শে এপ্রিল, ২০২৪ রাত ১:৩৯
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: বেলা শেষে যা তাই
©somewhere in net ltd.
১| ২৯ শে এপ্রিল, ২০২৪ রাত ১২:২৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: ভালোবাসতে জানলে এটা এক দারুণ উপলব্ধি।