নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
আমারা সম্পর্কে বাঁচি সম্পর্কে জড়িয়ে জীবন কে সুখ বা দুঃখে বিলীন করি । সম্পর্ক আছে বলে জীবনে এত গল্প সৃষ্টি হয় । কিন্তু
কিছু সম্পর্কে আপনি থাকতে চাইলেও থাকতে পারবেন না !!
যদি না যার সাথে থাকতে চাচ্ছেন সে রাখতে চায়। আপনি হয়তো আপনার আস্ত এক জীবন এক জনের সাথে সুখে দুঃখে কাটাতে চান, কিন্তু সেই মানুষটার দ্বারা হয়তো তা সম্ভব না।
সব দরজা সবার জন্য খুলে না। কিছু দরজার সামনে আজীবন ঠায় দাঁড়িয়ে থাকলেও সে দরজা আপনার জন্য উন্মুক্ত হবে না। তার মানে আপনি সে বাড়ির অনাকাঙ্ক্ষিত অতিথি। যদি ভুল করে অন্দর মহলের কেউ দরজা খুলেও ফেলে, অনাকাঙ্ক্ষিত আপনাকে দেখেই আপনার মুখের উপর দরজা বন্ধ করে দেবে।
আপনি বড় জোর এটুকুই পারবেন, সে কাঙ্ক্ষিত দরজার সামনে কোন কোন বিষন্ন দুপুরে দাঁড়িয়ে বা বসে একটু জিরিয়ে নিতে। এটুকুতেই আপনার সন্তুষ্ট থাকতে হবে। সে দরজার ভেতরে বসে শান্তির বিশ্রাম আপনার জন্য নয়।
২| ০১ লা মে, ২০২৪ দুপুর ১২:৫১
সেলিম আনোয়ার বলেছেন: লেখা ছবি দুটোই ভালো হয়েছে। তবে বিষন্নতার লেখা।
০১ লা মে, ২০২৪ দুপুর ১:০৪
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: যখন সেলিন ভাই বলেছে তখন মেনে নিতে হয় ।।
৩| ০১ লা মে, ২০২৪ সন্ধ্যা ৬:৪২
কামাল১৮ বলেছেন: এক জীবন তো কাটিয়ে দিলাম এক জনের সাথেই।সুখে দুঃখে প্রায় পঞ্চাশ বছর এক সাথে আছি।
৪| ০১ লা মে, ২০২৪ সন্ধ্যা ৭:০০
ঢাকার লোক বলেছেন: দরজায় নক করা বন্ধ না করলে একদিন খুলবে, অভিমানে নক করা বন্ধ করা ঠিক না, বন্ধ করলে খোলার চান্স আর থাকবে না !
৫| ০২ রা মে, ২০২৪ দুপুর ২:৫৮
প্রামানিক বলেছেন: লেখা অনেক ভালো লাগল
০৩ রা মে, ২০২৪ রাত ৩:১৬
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: ভাইজান যখন কমেন্ট করেন তখন আমি আশা পাই ।। কই ছিলেন এত দিন প্রিয় ভাই আমার
৬| ০৩ রা জুন, ২০২৪ বিকাল ৩:৪৬
অক্পটে বলেছেন: "সব দরজা সবার জন্য খুলে না।"
লেখাটা খুবই সত্য এবং জীবন থেকে নেয়া অনুভবে ভরা। আমার জীবনটা এই লেখার প্রত্যেকটা পরতে পরতে সত্য। এটাই আমার জীবন।
©somewhere in net ltd.
১| ০১ লা মে, ২০২৪ দুপুর ১২:৪৮
শায়মা বলেছেন: খুবই সুন্দর ছবি আর লেখাটাও।
ছবিটা দেখে মনে হচ্ছে দিঠি আপুর বাসা।
মানে গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে দিঠি তার বাসার বারান্দা।