নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
ঘুমিয়ে যেও না !
দরজা বন্ধ করো না -
বিশ্বাস রাখো বিপ্লবীরা ফিরে আসবেই
বন্যা ঝড় তুফান , বজ্র কণ্ঠে কোরাস করে
একদিন তারা ঠিক ফিরবে তোমার শহরে।
-
হয়তো শহর জুড়ে সেদিন কারফিউ জারি হবে,
সাদা কালো পোশাকে বন্দুক তাক করে রাখবে
বিদ্রোহে ছেয়ে যাবে চারপাশ এক ভিন্ন চিৎকারে
ভুমিকম্পনের মতো কাঁপন ধরাবে পাষাণের বুকে ।
-
বাতাসে বারুদের গন্ধ , ধোয়ার মেঘে অশ্রু বৃষ্টি
মুখোমুখি দাঁড়াবে রাবণ সৈনিকের সামনে
হাতে হাত মুষ্ঠি বেধে গাইবে তারা বিদ্রোহী গান
তারা ফিরে আসবেই যারা দেশের জন্য দিয়েছে প্রান
-
তারা কোরাস গানে আগুন জ্বালাবে চিত্তের বুকে
তারা যুগে যুগে জন্ম নেয় এই মাটি গর্ভে থেকে
মা মাটির মায়ায় কত শত পাহাড় দিয়েছে পদতলে
তারা অতন্ত্র প্রহরী ন্যায়ের যুদ্ধের একরাশ আবাবিল ।
-
ঘুমিয়ে যেও না ! দরজা বন্ধ কর না -
তারা ইতিহাস বদলতে হাতের মুষ্ঠে রাখে জীবন প্রদীপ
মৃত্যু যেখানে তাদের ভয়ে থর থর কাপে ! মৃত্যু কি!
তাদের বুকে কত শত নক্ষত্র বিস্ফোরিত হয় হাসিমুখে !
-
তারা সময় কাল পাত্রে ভিন্ন নামে ভিন্ন রুপে ফিরে আসে ।।
তারা আসে সেপাহী বিপ্লবে ,তারা আসে স্বাধিকার যুদ্ধে
তারা সকল অন্যায় অত্যাচারের বুকে মারে লাথি
তারা আসবেই আসবেই পদ্মা মেঘনা যমুনার জল সেঁচে ।
-
শহর থেকে অনেক দূরে কোনো একপ্রান্তে মশাল হাতে
আজও কেউ অপেক্ষায় আছে তাদের পথ চেয়ে
যারা দেশটাকে ভালবেসে দিয়ে গেছে প্রান কত হাসি মুখে
তারা ফিরবেই , নতুন প্রজন্মের বুকে লতুন কোন স্লোগানে ।
০৯ ই মে, ২০২৪ রাত ১২:০৮
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: তারা আসবেই যুগে যুগে
২| ০৮ ই মে, ২০২৪ সকাল ১০:৪৩
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ রোমান্টিক অনুভব প্রকাশ
অনেক শুভ কামনা জানাই-----------------------
৩| ০৮ ই মে, ২০২৪ সকাল ১১:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওরে আল্লাহ, কবিতায় দেখি আপনি অনেক তুখোড়। অনেক অনেক শুভ কামনা।
৪| ০৮ ই মে, ২০২৪ দুপুর ১২:২৭
আহমেদ রুহুল আমিন বলেছেন: বেশ ভালো লাগলো ..।
৫| ০৮ ই মে, ২০২৪ বিকাল ৩:৪৫
নয়ন বিন বাহার বলেছেন: কবিরা খুব সাহসী হয়। দরজা খোলা রেখে ঘুমাতে পারে।
৬| ০৮ ই মে, ২০২৪ সন্ধ্যা ৬:৩০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১| ০৮ ই মে, ২০২৪ সকাল ১০:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: কিন্তু সেটা কবে আর
সুন্দর হয়েছে কবিতা