নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
আপনারা কতজন Umma Kulsum Popi চেনেন, আমি ঠিক জানি না। আমার পর্যবেক্ষণ মতে, বাংলাদেশে সবচেয়ে ক্রিয়েটিভ এবং পরিমার্জিত কনটেন্ট ক্রিয়েটরদের একজন হলেন উনি। যদি বলি দেশের সেরা পাঁচজন কনটেন্ট ক্রিয়েটর এর একজন উনি, তাহলে ভুল হবে না। যারা উনাকে চেনেন, এবং দেখেন উনার ভিডিয়ো, তারা এটা স্বীকার করে নেবেন।
উনি পড়ালেখা করেছেন কৃষি বিষয়ক। উনার কনটেন্ট এর মূল বিষয়বস্তু হলো, কৃষি। উনি গ্রামীণ অঞ্চলের বিভিন্ন প্রান্তিক কৃষকের গল্প তুলে ধরেন। অনেকটা সায়খ সিরাজের মতো। যদিও সায়েখ সিরাজ শুধুই কৃষকদের গল্প প্রতিবেদন আকারে টিভির ক্যামরায় তুলেন ধরেন। আর উনি শুধু কৃষকদের গল্প তুলে ধরেন না, একইসাথে প্রতিটি কৃষি পণ্যের চাষাবাদ, ভালোমন্দ সম্পর্কে বিস্তারিত তথ্য উপাত্ত তুলে ধরেন অডিয়েন্সের সামনে। একইসাথে ঐই পণ্যের পুষ্টিগুণও জানান। যেমন ধরুন, কোনো কৃষকের করলা চাষাবাদ খেতে গেলেন, সেখানে গিয়ে চাষাবাদ সম্পর্কে বিস্তারিত জানান, একইসাথে করলা আমাদের শরীরের জন্য কেন উপকারী, কী কী পুষ্টিগুণ রয়েছে এর ভেতর, সব কিছুই খুবই চমৎকারভাবে তুলে ধরেন। এবং কখন এর চাষাবাদের উপযুক্ত মৌসুম, তারও বিস্তারিত জানান।
শুদ্ধ উচ্চারণ এবং বাচনভঙ্গি পরিষ্কার ও শ্রুতিমধুর হওয়ায় উনার ভিডিয়ো দেখার পাশাপাশি শুনতেও খুব ভালো লাগে। এমনকি প্রতিটি কনটেন্টে তার পোশাক আশাকেও নম্র এবং ভদ্রতার ছাপ পরিলক্ষিত।
বাংলাদেশে সাধারণত কনটেন্ট ক্রিয়েটররা কিছু ফলোয়ার গেইন করলেই শুরু করে দেয় ভক্তদের নিয়ে বিজনেস। কনটেন্টে মনোযোগ বাদ দিয়ে বিভিন্ন কমার্শিয়াল পণ্যের বিজ্ঞাপনে ব্যস্ত হয়ে যান। এক্ষেত্রে উনি ব্যতিক্রম। উনাকে শুরু থেকেই দেখে আসছি উনি কৃষি বিষয়ক তার কাজের বাইরে কোনো কমার্শিয়াল পণ্যের বিজ্ঞাপন কিংবা কোনো ব্র্যান্ড প্রমোটে কাজ করছেন না।
যারা ভালো কাজ করেন, এবং তার কাজ মানুষের জন্য সত্যিকার অর্থেই উপকারী তাদের সহযোগিতা করাও আমাদের দরকার। তাদের সাথে যুক্ত থাকা মঙ্গল।
ছবির এই কনটেন্ট ক্রিয়েটর ভদ্র মহিলার নাম উম্মা কুলসুম পপি। এই নামে তার ফেসবুক-ইউটিউব।
২| ১৩ ই মে, ২০২৪ দুপুর ১২:৪৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক আছে
৩| ১৩ ই মে, ২০২৪ দুপুর ২:৩০
নয়ন বিন বাহার বলেছেন: উনার ভিডিও প্রায়ই ওয়ালে আসে। তবে মনযোগ দিয়ে কখনো দেখিনি। এবার দেখব।
৪| ১৩ ই মে, ২০২৪ রাত ৯:২৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: ওনার ইউটিউব চ্যানেল দেখতে হবে।
শাইখ সিরাজের মধ্যে ভেজাল আছে।
৫| ১৪ ই মে, ২০২৪ রাত ১:০৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কৃষি বিষয়ক আলোচনা অবশ্যই আশাব্যন্জক
...................................................................
আমি উনার সাফল্য কামনা করি ।
৬| ০৩ রা জুন, ২০২৪ বিকাল ৩:১১
অক্পটে বলেছেন: সত্যি বলেছেন আপনি। এই কনটেন্ট ক্রিয়েটরকে আমারও খুব ভালো লাগে। তার উপস্থাপনা খুবই সাবলীল। উপকারিও বটে।
©somewhere in net ltd.
১| ১৩ ই মে, ২০২৪ সকাল ১১:৫৩
আরাফআহনাফ বলেছেন: আমি প্রায়ই তার ভিডিও দেখি - অনেক ইনফরমেটিভ আর উপস্থাপনাও সাবলীল ।
এমন ভিডিও কনটেন্ট ক্রিয়েটরদের পাশে থাকা উচিৎ।