নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝে মাঝে মনে হয় জীবনটা অন্যরকম হবার কথা ছিল!

শেরজা তপন

অনেক সুখের গল্প হল-এবার কিছু কষ্টের কথা শুনি...

শেরজা তপন › বিস্তারিত পোস্টঃ

অন্যরকম বিচার- একটি রুশীয় রুপকথা

৩০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৯


তুলার এক প্রত্যন্ত জনপদে বাস করত ওরা দু’ভাই। ভাগ্যের ফেরে তন্মধ্যে একজন ছিল বেশ ধনী আর অন্যজন যথার্থই গরিব। ধনী ভাইয়ের নাম ছিল শাশা আর গরীব ভায়ের নাম মিশা।
কোন এক শীতের সকালে প্রচন্ড শীতে কাঁপতে কাঁপতে মিশা বাইরে বেরুল আগুন জ্বালানোর জন্য কাঠের খোজে। তার ছোট্ট ভাঙ্গা কুটিরে শীতের হাত থেকে বাচতে উনুন বা ফায়ার প্লেস জ্বালানোর জন্য একটুকরো কাঠও অবশিষ্ট ছিল না।
তার নিজের কোন ঘোড়া ছিলনা। ঘরের বাইরে এক হাটু তুষারের মধ্যে দাড়িয়ে বহুদুরের বনের পথের দিকে তাকিয়ে সে ভাবল ,“এতদুর হেটে যেতে যেতেই আমি মারা পড়ব। এর থেকে শাশার কাছে গিয়ে অনুরোধ করিগে ওর ঘোড়াটা ধার দেয়ার জন্য।”
সে তার ভাইয়ে কাছে গিয়ে পৌছুলে, ভাই যেন তাকে দেখেও না দেখার ভান করল।
দায়টা তার সেহেতু, সে বেশ নরম গলায় নিজের কষ্টের কথা বর্ননা করে শাশার কাছে অনুরোধ কর ওর ঘোড়াটা কয়েক ঘন্টার জন্য ধার দিতে।
এমন অনুরোধে শাশা মনে মনে বেশ নাখোশ হলেও তার অনুরোধ প্রত্যাখান করল না,“ ঠিক আছে দাদা তুমি ঘোড়াটা নিতে পার। তবেসুযোগ বুঝে বেশী বেশী মাল চাপিয়ে দিও না,” শাশা বলল।“চাওয়া মাত্রই ঘোড়াটা দিয়ে দিচ্ছি বলে ভেবোনা, যখন চাইবে তখনই আবার তোমাকে একটা কিছু দিয়ে দিব। তোমার মত কাউকে একটা কিছু দিলে সে আবার আরেকটা কিছুর জন্য হাত বাড়ায় ,যতক্ষন পর্যন্ত আমাকে পথে না বসাবে ততক্ষন পর্যন্ত তোমাদের শান্তি নেই । আমি হয়তো বুঝেও উঠতে পারবনা তোমরা কখন আমাকে রাস্তার ভিখিরি বানিয়ে দিয়েছ।”
মাশা প্রতিউত্তরে কিছু না বলে ঘোড়াটা নিয়ে বাড়ির বাইরে আসতেই মনে পড়ল,সে ঘোড়ার লাগাম চাইতে ভুলে গেছে।
“এখন আর তার কাছে ফিরে গিয়ে লাভ নেই। আমি জানি আমার ভাই ওটা আমাকে দিবেনা।”মাশা নিজের মনে মনে বলল।
অগত্যা সে তার স্লেজ এর দড়িখানা ঘোড়ার লেজের সাথে বেশ কষে বেঁধে বনের পথে এগিয়ে চলল।
স্লেজ ভর্তি কাঠ নিয়ে নিয়ে ফেরার পথে মাশা ঘোড়াকে তাড়া দেয়ার জন্য মনের ভুলে চাবুক দিয়ে আঘাত করতেই উত্তেজিত ঘোড়া স্বভাব বশত প্রচন্ড গতিতে সামনে এগুতে গিয়েই ঘটল বিপত্তি! টাস্! করে তার লেজটা ছিড়ে গেল!
লেজ বিহীন ঘোড়া দেখে শাশাতো রেগে আগুন! সে তার ভাইকে উচ্চস্বরে তীব্র ভৎর্সনা করে বলল;
“হতচ্ছাড়া তুই আমার ঘোড়ার লেজ ছিড়েছিস!ভাবিসনা তোকে আমি এমনি এমনি ছেড়ে দিব, আমি এর আদালতে গিয়ে ভাইয়ের বিরুদ্ধে নালিশ করে আসল।
------------------------------------------------------------------------------------------------------------------
য়তো অল্প কিছুদিন কিংবা হতে পার বেশ ক’দিন বাদেই আদালত থেকে সমন আসলে দু’ভাই হাজিরা দিতে শহরের উদ্দে্েযশ রওনা হল।
তাদের গ্রাম থেকে শহর বেশ দুরে । পথে হাটতে হাটতে গরিব মাশা নিজের মনে বলল;
“একজন হতদরিদ্র ব্যক্তি যাচ্ছে একজন ধনীর বিরুদ্ধে আইনী লড়াই লড়তে! ঠিক যেন এক রোগা পটকা ব্যক্তি কুস্তি লড়তে যাচ্ছে বিশাল দেহী এক মানুষরুপী দৈত্যের সাথে:জয় যেখানে অসম্ভব! সন্দেহ নেই যে হাকিম নিশ্চিত আমার বিপক্ষে রায় দিবে।”
একথা সেকথা ভাবতে ভাবতে সে হেটে যাচ্ছিল হাতল ছাড়া একটা নড়বড়ে সেতুর উপর দিয়ে। অন্যমনস্কতার জন্য আচমকা সে পিছল খেয়ে সেতু থেকে নীচে পড়ে গেল! ঠিক সেই মুহুর্তেই সেতুর নীচে বরফভর্তি নদীর উপর দিয়ে এক ব্যাবসায়ী তার বৃদ্ধ অসুস্থ পিতাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল ডাক্তার দেখাতে।ওদিকে মাশা পড়বিতো পড় ঠিক গিয়ে ঠিক গিয়ে পড়ল সেই বুড়ো লোকটার ঘাড়ের উপর। সে সামান্যতম আহত না হলেও বুড়োটা এমন আঘাত সইতে না পেরে তদন্ডেই মারা গেল!
ব্যাবসায়ী তার বাবার এমন করুন মৃত্যুতে প্রথমে হতবিহŸল হয়ে পরলেও পরমুহুর্তেই মাশার জামার আস্তিন চেপে ধরে চিৎকার করে বলল; “ হতভাগা তুই আমার বাবাকে মেরে ফেলেছিস্। এখুনি চল্ আমার সাথে আদালতে। তোকে আমি সারাজীবন জেলের ভাত খাইয়ে ছাড়ব।”
প্রতিউত্তরে মাশার কিছুই বলার ছিলনা। তার শুধু মনে হল, 'এই মুহুর্তে সেই পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ।”
-----------------------------------------------------------------------------------------------------------------------
প্রথমটার চেয়ে দ্বীতিয় অপরাধটা অনেক বেশী গুরুতর। এবার মনে হয় আমার কোন মুক্তি নেই । সারাজীবন হয়তো জেলের ঘানি টানতে হবে। আঃ কেন যে আমি এত দুর্ভাগা!” নিজের মনে কথাগুলো বলতে বলতে মাশা কপাল চাপড়াচ্ছিল।
হঠাৎ পথের মাঝে ছোটখাট একটা ভারী পাথর পড়ে থাকতে দেখে কিভেবে সে সেটাকে তুলে তার পুরোনো ছেড়া রুমাল দিয়ে পেচিয়ে কোটের ভিতর লুকিয়ে রাখল।
“রেখে দেই এটা কাজে লাগলেও লাগতে পারে! হাকিম যদি আমাকে দোষী সাব্যাস্তই করে তবে গরু ছাগলের মত পড়ে পড়ে মরার থেকে এই পাথর ছুড়ে ওদেরকে মারবে না হয় নিজেই আত্মহত্যা করব।” মাশা ভাবল।
তারা হাকিমের এজলাসে আসতেই হাকিম বাদী পক্ষের কাছ থেকে বিস্তারিত শুনতে চাইল।
বাদী পক্ষের কথা শোনার পরে বুদ্ধিমান হাকিম এবার মাশার কাছে তার সপক্ষে কোন বক্তব্য থাকলে পেশ করতে বললেন।
মাশা কাঁদতে কাঁদতে তার করুন জীবনের গল্প ও তার এইসব ঘটানার পেছনে দায় না থাকার বিষয়ে সবিস্তারে বর্ণনা করল...
ব পক্ষের কথা শুনে অবশেষে হাকিম তার রায় পড়ে শোনালেন;
-আজ থেকে শাশার ঘোড়াটা ততদিন পর্যন্ত মাশার কাছে থাকবে যতদিন না এর লেজ ফের গজায়!”
আর ব্যাবসায়ীকে বলল,“ ও যেমন অপরাধ করেছে তার শাস্তি তেমনই হতে হবে।মাশা গিয়ে সেই সেতুর নীচে বরফের ওপর দাড়াবে ঠিক যেখানে তোমার বাবার মৃত্যু হয়েছে । আর তুমি সেতুর উপর থেকে মাশার ঘাড়ের উপর লাফিয়ে পড়ে ওকে খুন করবে: ঠিক যেভাবে তোমার বাবাকে ও মেরেছে!”
-------------------------------------------------------------------------------------------------------------------------------
রায় ঘোষনা হবার কিছুক্ষন বাদেই শাশা মাশার কাছে এসে বলল, যাক ভাই যা হবার হয়েছে ভুল মনে হয় আমারই ছিল। আমার ঘোড়ার লেজ দরকার নেই। লেজ ছাড়াই ওটাকে দেকতে ভাল লাগছে!
“ কি যে বল দাদা!’ মাশা বলল। “শুনলে না হাকিম কি বলল;শাস্তি যেটা পেয়েছি সেটা মাথা পেতে নিচ্ছি। আজ থেকে তোমার ঘোড়াটা আমার কাছেই থাকবে, যদ্দিন না ওাঁর ফের লেজ গাজায়।”
“এর থেকে তোকে আমি কিছু টাকা দিচ্ছি। লক্ষি ভাই আমার ;আমার ঘোড়াটা আমাকে ফিরিয়ে দে।”
“ ঠিক আছে তুমি যখন বলছ। পরে আবার আমাকে দোষ দিও না।”
মাশা তার ভাইকে ঘোড়াটা ফিরিয়ে দিল। বিনিময়ে শাশার বেশ কয়েকটা রুবল গুনতে হল।
ওদিকে ব্যাবসায়ী তার কাছে এসে বেশ মোলায়েম স্বরে বলল;“ভুলে যাও ভাই যা হয়েছে।আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি । মরে যাওয়া বাবাকে তো আর ফিরে পাবনা।
অযথা তোমাকে শাস্তি দিয়ে কি হবে।”
“আরে না না! কি বলছ ভাই ? হাকিমের আদেশ কলে কথা। চল আমাকে নিয়ে সেই সেতুর নীচে,তুমি সেতুর উপর থেকে লাফিয়ে পড়ে আমাকে হত্যা করবে।” মাশা বলল।
“আমি তোমাকে খুন করতে চাইনা। এর থেকে আসো আমারা বন্ধুত্ব পাতাই। চাইলে তোমাকে আমি এখুনি শ’খানেক রুবল দিতে প্রস্তুত।’ ব্যাবসায়ী এবার বেশ করুন স্বরে মিনতি করে বলল।
মাশা খুশী মনেই টাকাটা বুঝে নিয়ে তাকে ছেড়ে দিল।
আদালত থেকে ছাড়া পেয়ে গরিব মাশা জোড় গলায় গান গেতে গেতে বাড়ির পথে রওনা হল।

* মুল লেখা থেকে খানিকটা কাট-ছাট ও রুপান্তর করা হয়েছে।
ভাষান্তর ও রুপান্তরঃ শেরজা তপন

মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ সুন্দর।

৩০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২২

শেরজা তপন বলেছেন: আপনাকে পেয়ে ভাল লাগল ভাই,মোহাম্মদ সাজ্জাদ হোসেন! বরাবরেম মত অনুপ্রাণিত করার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

২| ৩০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৩

চাঁদগাজী বলেছেন:



ঢাকার ওভার-ব্রীজ থেকে লাফ দিয়ে কারো গায়ে পড়ার কথা ভাবছেন নাতো?

৩০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৩

শেরজা তপন বলেছেন: :) এখনো তেমন পরিস্থিতি হয়নি ভ্রাতা। তেমন হলে ভাবব না হয়...

৩| ৩০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৬

ফটিকলাল বলেছেন: দারুন গল্প।

রুশদের মধ্যে লুডমিলা উলিতসকায়া, জাখার প্রিলেপিনের কিছু পড়েছি। কনটেম্পোরারি নভেল লেখার ওদের তুলনা পাওয়া দুস্কর

৩০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৯

শেরজা তপন বলেছেন: দুর্ভাগ্যজনকভাবে তাদের কারো লেখাই আমার পড়া হয়নি!
সময় পেলে পড়ব নিশ্চিত।

আমি আনন্দিত ও অনুপ্রাণিত হলাম! ধন্যবাদ- ভাল থাকুন নিরন্তর

৪| ৩০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫২

ওমেরা বলেছেন: আদালতের বিচারটা ভালো ছিল।

৩০ শে নভেম্বর, ২০২০ রাত ৮:০৯

শেরজা তপন বলেছেন: হ্যা নিশ্চিতভাবেই সেটা ভাল ও ভিন্নধর্মী ছিল। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য

ভাল থাকুন-সুন্দর থাকুন

৫| ৩০ শে নভেম্বর, ২০২০ রাত ৮:১২

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো করে পড়ে সময় নিয়ে আবার আসছি....
প্রায় একযুগ পর আপনাকে দেখে ভীষণ খুশি হয়েছি। হেহেহে

৩০ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৪৯

শেরজা তপন বলেছেন: সামুতে আর মাত্র চৌদ্দদিন পরে এক যুগ হবে! :)
সময় করে আসবেন ভাই- আপনার মন্তব্যের অপেক্ষায় রইলাম...

ধন্যবাদ আপনাকে মনে রাখার জন্য

৬| ৩০ শে নভেম্বর, ২০২০ রাত ৯:৩৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক দিন পর গল্প নিয়ে এলেন মনে হয়। চমৎকার গল্প। ঐ হাকিমের সাথে দেখা হলে আমার তরফ থেকে ধন্যবাদ জানাবেন। বাংলাদেশে এই রকম হাকিমের খুব দরকার।

৩০ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৫১

শেরজা তপন বলেছেন: জ্বী ভ্রাতা এইবার গ্যাপটা বেশি হয়ে গেল!
আপনি আমাকে স্মরণে রেখেছেন সেজন্য কৃতজ্ঞতা- দেখি ফের রাশিয়া গেলে খুজে দেখব। পাইলে অবশ্যই আপনার ধন্যবাদ পৌছে দিব :)
ভাল থাকুন নিরন্তর!

৭| ৩০ শে নভেম্বর, ২০২০ রাত ১০:১৫

রাজীব নুর বলেছেন: মানুষের জীবন যদি এরকম সত্যি সত্যি রুপকথার মতোন হতো তাহলে খুব ভালো হতো।

৩০ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৫৪

শেরজা তপন বলেছেন: আপনাকে পেয়ে ভাল লাগল- ব্লগে ফের ভীষন অনিয়মিত হয়ে গেলাম, সময় করে আপনার/আপনাদের লেখা পড়তে পারছি না।

নাঃ এ জীবনটাই মনে হয় ভাল আছে- হতে পারে ওটাও হয়তো ভাল হত।
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ- ভাল থাকুন।

৮| ০১ লা ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৩৩

অশুভ বলেছেন: অনেকদিন ব্লগে আসা হয় না। আজকে এসে আপনার অনেকগুলো লেখা চোখে পড়ল। রুশীয় রুপকথাগুলো অনেক মজার আর শিক্ষণীয়। সবগুলোই চমৎকার লেগেছে।
"সৌম্য" কে নিয়ে লেখাটা কি শুরু করেছেন? আমরা কবে নাগাদ পেতে পারি? (আবার খুচাখুচি শুরু করে দিলাম। :P )

০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:১৬

শেরজা তপন বলেছেন: আপ্নাকেও মিস করছিলাম ভ্রাতা! কোথায় যে ডুব দেন মাঝে মধ্যে!!

আমিই বা বলি কারে :)

ভাল করেছেন সৌম্যের কথা স্মরণ করিয়ে! ৬ পর্ব লিখে রেখেছিলাম- তারপরে বন্ধ, সব চুপ চাপ, ব্যাস্ততা বেড়েছে আর লেখা লেখির আগ্রহ ফের কমে গেছে!!
১৪ই ডিসেম্বর থেকে যেই কয় পর্ব লিখেছি সেটা পোস্ট করার ইচ্ছে আছে- দেখি কি হয়
ভাল থাকুন- সুন্দর থাকুন।

৯| ০৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫০

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: বিচারকের বুদ্ধিমত্তা ও প্রজ্ঞা তুলনাহীন। আসলে যেসব বিচারে নৈতিকতার সাথে সাথে গভীর অন্তর্দৃষ্টি যুক্ত হয় সেসব বিচার উৎকৃষ্ট হয়ে থাকে।

০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:১৮

শেরজা তপন বলেছেন: আপনাকে পেয়ে ভাল লাগল- মনে করেছিলাম এ পর্বে দেখা আর পাবনা :)

আপনার মন্তব্যে সহমতের সাথে বিমোহিত ও আনন্দিত হলাম০ ভাল থাকুন সর্বক্ষণ

১০| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

অধীতি বলেছেন: রুশ সাহিত্য আমাকে বরাবর মুগ্ধ করে। কত সুন্দর গল্প বলে ওরা।

১১ ই জানুয়ারি, ২০২১ সকাল ৮:০৮

শেরজা তপন বলেছেন: দুঃখিত দেরিতে উত্তর দেবার জন্য- জেনে ভাল লাগল!
বাকি লেখাগুলো পড়ার আমন্ত্রন রইল । ভাল থাকুন নিরন্তর

১১| ২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৫

আকন বিডি বলেছেন: বস কি লেখায় সাময়িক বিরতি নিয়েছেন?

১১ ই জানুয়ারি, ২০২১ সকাল ৮:১১

শেরজা তপন বলেছেন: তা বলতে পারেন- আজ একমাস পরে ব্লগে আসলাম। কাজের চাপটা বেশী হয়ে গেছে!!
ইচ্ছে ছিল নতুন সিরিজটা ব্লগে আমার একযুগ পূর্তি উপলক্ষে শুরু করব, কিন্তু সেই দিনটা কোথা দিয়ে চলে গেল টেরই পেলাম না।
ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা খবর নেবার জন্য। ভাল থাকুন- আসছু ফিরে ক'দিন বাদেই

১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫২

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: কোথায় ডুব দিলেন আপনি ভাই? অনেক দিন হয়ে গেছে আপনাকে দেখছি না ব্লগে।

০৮ ই মার্চ, ২০২১ সকাল ৮:১৪

শেরজা তপন বলেছেন: আমার জন্য আপনার ভালবাসায় আপ্লুত হলাম।
করোনার পরে ব্যাবাসায়িক ব্যাস্ততা আর চোখের একটু সমস্যার জন্য ব্লগিং হচ্ছে না আর তেমন। কম্পিউটারের সামনে খুব প্রয়োজন না হলে বসি না।
অনেকগুলি লেখা আধখানা আধখানা করে জমে আছে- পোস্ট দিতে পারছি না।
সময় সুযোগ পেলে ব্লগে দেখা হবে ফের, ভাল থাকুন নিরন্তর!

১৩| ০৫ ই মার্চ, ২০২১ বিকাল ৫:২৪

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: তপন ভাই কেমন আছেন? কত বছর পরে!

০৮ ই মার্চ, ২০২১ সকাল ৮:১০

শেরজা তপন বলেছেন: আরে ভাই- আপনি!!! হ্যা হ্যা অনেকদিন পরে পেলাম আপনাকে- আমি ভালই আছি, আপনি কেমন আছেন?
কতগুলো বছর এমনি করে চলে গেল!!
ধন্যবাদ আপনাকে ফের দর্শন দেবার জন্য- আপনার বর্তমান অবস্থান জানাবেন। ভাল থাকুন সব সময়।

১৪| ০৮ ই এপ্রিল, ২০২১ ভোর ৪:৪৯

ডঃ এম এ আলী বলেছেন:

বেশ উপভোগ্য বিচার ।
অন্য রকমই বটে ।

শুভেচ্ছা রইল ।

০৯ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:০০

শেরজা তপন বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ও ধন্যবাদ ভাই।

আপনার অনুপ্রেরণা আমার মত অতি সাধারন লেখককে অনেক বেশী উৎসাহিত করে।
ভাল থাকুন নিরন্তর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.