নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিয়াম রক্সয

অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন,সত্যের পথে একধাপ । ফেসবুক ফ্যান পেইজ ঃ- https://www.facebook.com/shiam07

সিয়াম রক্সয › বিস্তারিত পোস্টঃ

বিপিএল ও স্বার্থপর মোস্তফা কামাল

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২

একজন মানুষের ক্ষমতার লোভ যে একটা দেশেকে বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পার তাঁর সর্বশেষ নিদর্শন জন্য আইসিসির ভাইস প্রেসিডেন্ট ও সাবেক বিসিবির প্রেসিডেন্ট মোস্তফা কামাল ।

পাকিস্তান গত কয়েক বছর ধরে জঙ্গিবাদমূলক কারনে দেশে বিদেশি প্লেয়াররা নিরাপত্তাজনিত কারনে সেই দেশ সফরে অনিচ্ছা দেখাচ্ছে,এটা নতুন কিছু না।

কিন্তু কথা হল ব্যাক্তি স্বার্থে ফায়দা হাসিল করার জন্য বিসিবি প্রধান মুস্তফা কামাল নিজে আইসিসি পদ পাওয়ার জন্য পাকিস্তানকে যে প্রতিজ্ঞা করেছে তারই ফল আজ বাংলাদেশকে ভোগ করতে হচ্ছে,এমনিকি আগামীতেও ভোগ করতে হতে পারে,আজ হয়ত বিপিএলে পাকিস্থানি প্লেয়াররা না আসলেও আমরা ঠিকই সম্পন্ন করতে পারব,কিন্তু পাকিস্থানের সাথে ক্রিকেট সম্পর্কের অবনতি হয়েছে তাঁর কারন কি ???

কেনই বা আজ তারা বাংলাদেশের সাথে এই ধরনের আচরণ করছে ?

৭১ সালের বর্বর কর্মকাণ্ড করার পরও পাকিস্তান বাংলাদেশ দলের টেস্ট স্ট্যাটাস ব্যাপারে সবচেয়ে বেশি সাহায্য করছে,তারাই প্রথম বাংলাদেশ দলের টেস্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য বলে আইসিসিতে ঘোষণা করে,পরবর্তীতে ভারত-শ্রীলংকা সহ বাকিরা মর্যাদা দেয়,কিন্তু দুঃখের টেস্ট স্ট্যাটাস পাওয়ার ১২ বছর পরও একমাত্র ভারত ছাড়া সব দেশ বাংলাদেশকে আমন্ত্রন জানায়,কিন্তু সবসময়ের স্বার্থবাজ ভারত আজ পর্যন্ত কোন আমন্ত্রন জানায়নি বাংলাদেশকে :( আগামীতে কবেই বা ভারত বাংলাদেশকে পূর্ণাঙ্গ সফরে আমন্ত্রন জানাবে তা আদৌ নিশ্চিত নয়

কারন তাদের কাছে বন্ধুপ্রতিম সম্পর্কের চেয়েও ক্রিকেট ব্যাবসার লাভ লোকসান বড়,এই লাভ লোকসানের কথা ভেবেই তারা গত ১২ বছরে একবারও বাংলাদেশ দলকে আমন্ত্রন জানায় নি,তাঁর মধ্যে মরার উপর খাড়ার ঘা হিসাবে দেখা দিল পাকিস্তানের সাথে সম্পর্কের অবনতি,

কিন্তু পাকিস্তানের সাথে বাংলাদেশকে মুখোমুখি করানোর একমাত্র দায়ি ব্যাক্তি এই লোভী মুস্তোফা কামাল,ওনি যদি জেনেই থাকে পাকিস্তান অনিরাপদ তাহলে কোন কারনে পাকিস্তান দলে সফরের ব্যাপারে প্রতিশ্রুতি দিল ???? তাহলে কি এই প্রতিশ্রুতি বাংলাদেশ দলকে বিপদে ফেলে নিজের স্বার্থ হাসিলের জন্য নয় ???

শুধু তাই নয় ওনার হীন স্বার্থের জন্য বাংলাদেশ দল বিশ্বক্রিকেটে হাস্যকর অবস্থার সৃষ্টি করছে,ভারতের কোন প্লেয়ারই নাই,অস্ট্রেলিয়া-দক্ষিন আফ্রিকার বাঘা বাঘা প্লেয়ারও বিপিএল নাই বলে এমনতেই আকর্ষণের একটু কমতি আছে,তার উপর পাকিস্থান না আসলে কি পরিনতি হবে

আজ পাকিস্তানের সাথে ক্রিকেটীয় সম্পর্ক নষ্ট হবে সেটা বড় না বড় হল এই মস্তোফা কামালের মত দালালরা ঠিকই বহাল তবিয়াতে :(

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.