নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিয়াম রক্সয

অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন,সত্যের পথে একধাপ । ফেসবুক ফ্যান পেইজ ঃ- https://www.facebook.com/shiam07

সিয়াম রক্সয › বিস্তারিত পোস্টঃ

সিমু কাব্য

১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০

ছোট বেলার প্রথম প্রেম ছিল চট্রগ্রামের সিমু নামের একখান মাইয়া :P

ঢাকায় আইসা প্রথম পরিচিত মেয়ের নামও ছিল সিমু

কলেজ উঠে দেখি আরেক সিমু প্রাইভেট ম্যাট :P

ভার্সিটি কোচিং করার সময় ভর্তি যুদ্ধে যার সাথে প্রতিযোগীতা লাগি তাঁর নামও দেখি সিমু

ভার্সিটিতে ভর্তি হয়ে যেই ফ্রেন্ডদের সাথে ক্লোজ মেলামেশা তাঁর নামও সিমু :P

অবশেষে আজকে একখান ফ্রেন্ড রিকুয়েস্ট আসল ফেবুতে,খুলে দেখি তাঁর নাম সিমু :P



ও মোর খোদা আমার রাশি কি থাহলে "সিমু" হইয়া গেল নাকি :P



বিশেষ দ্রষ্টব্য ঃ- সব সিমুর চারিত্রিক বৈশিষ্ট অনেকটাই একরকম :P

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১

সংকীর্ণমনা বলেছেন: ভাই, ভাবতেসি আপনার বউয়ের নাম টা যদি সিমু হইত !!! (:P)

২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২

সিয়াম রক্সয বলেছেন: সেই দোয়াই করি :P

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪

আহসান২০২০ বলেছেন: সিমু নিয়া অনেকদিন ঝামেলা পোহাইছি (সুমাইয়া সিমু না)। আমাদের দুইবাড়ি পরের বাড়ির মেয়ে সিমু। আমি যখন ০১৭১৫ (ইজি গোল্ড) চালাইতাম সে তখন ০১৭১৭ (ডিজুস) চালায়। অবশ্য তখন এই ০১৭ এর পরের ১ নাম্বারে যোগ হয় নাই। আমার চেহারাখান দেখছেন কি সুন্দর!!! এইটা দেইখ্যা তো বান্দরের লাহান দেখতে ছেমড়ি পুরাই কাইত। আমি থাকি জেলা শহরে। ও খোজ রাখে কখন বাড়িতে আসি। আসলেই হায়রে কলের পর কল দিতেই থাকে। যখন আমি তাকে চিনি নাই ততদিন কথা বলেছি। সে কি কথা রে বাবা। তখন একবার ডুকাইলে আর সারা রাত খুলতে হইত না। একলেই সারা রাইত কাবার। মাত্র পচিশ পয়সায়।

৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩

নাজমুস সাকিব ইমন বলেছেন: সিয়াম আর সিমু, বড়ই সুন্দর কাপল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.