নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিয়াম রক্সয

অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন,সত্যের পথে একধাপ । ফেসবুক ফ্যান পেইজ ঃ- https://www.facebook.com/shiam07

সিয়াম রক্সয › বিস্তারিত পোস্টঃ

যুব সমাজ সাবধান ! ! ! সমাবেশে শকুনের দৃষ্টি

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪

শাহবাগ চত্বরে উদীয়মান যুব সমাজের যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে গনজামায়েত থেকে মওকা আদায়ে ব্যাস্ত ছাত্রলীগ :(

এক বালতি পবিত্র দুধে এক ফোঁটা বিষ ঢেলে দিয়ে জনসামর্থ্যনকে নিজের করে নেয়ার আপ্রাণ চেষ্টা তাদের

অথচ আওয়ামীলীগের গড়া ট্রাইবুনালে যুদ্ধাপরাধীর বিচার করতে গিয়ে কুখ্যাত কসাই কাদেরকে ফাঁসি না দিয়ে,বরং যাবতজীবন কারাদণ্ড দিল :(

আর যখনই যুব সমাজ জেগে উঠল,তখনই তারাই ভোল্ট পাল্টে যুবসমাজের সমাবেশে তাদের কর্মী নিয়ে শোদাউন দিয়ে বেড়াচ্ছে।

মনে হচ্ছে তারাই এই সমাবেশের উদ্যোক্তা ও তারাই হর্তা কর্তা।



আজ উদ্বিগ্ন আমরা ! !

সময়ের অথিতি পাখিদের আনা গোনা বাড়ছেই

আর একটু একটু করে দূষিত হওয়ার আশঙ্কায় আমরা

দরকার নাই এই হায়েনা ছাত্রলীগ-যুবলীগ-ছাত্রদলের লেজুড়বিত্তিক পা চাঁটাদের।

উজ্জল বাংলাদেশের উদীয়মান যুবসমাজেই যথেষ্ট তাদের আসল উদ্দেশ্য হাসিলের।

ফাঁসি ফাঁসি ফাঁসি চাই

যুদ্ধাপরাধীর ফাঁসি চাই

চাই না চাই না ছাত্রলীগ চাই না

ছাত্রদল চাই না

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭

মোমের মানুষ বলেছেন: কোন রাজনৈতিক দলের চামচারা আসলেই খালি বোতল নিক্ষেপ করুন.........।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১০

এস্কিমো বলেছেন: জিয়া, তোমায় ভুলে নাই এই বাংলার জনতা :)

শকুন আসলে কে? যে রাজাকারদের প্রধানমন্ত্রী বানায় - নাকি বাঁশ দেয়?

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

ফাহীম দেওয়ান বলেছেন: হুদাই ক্যাচাল করতে আসেন ক্যান? না আইলে না আসেন? ফালতু বিভ্রান্তি ছড়াবেন না? আপনার আশঙ্কা স্বম্পুর্ণ ভুল।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

সিয়াম রক্সয বলেছেন: ফাহিম ভাই, চোখ বন্ধ করলে রাখলে সব অন্ধুকারই মনে হয়
চোখ খুললেই বুঝা যায় বাস্তবতা ।

আমাদের ভার্সিটির ছাগললীগরা আজ জোর করে ক্লাস বন্ধ করে দিয়ে স্টুডেন্টদের শাহবাগ যাওয়ার জন্য বাধ্য করছে। তারা এও বলে যে যারা যাবে না তারা যুদ্ধাপরাধী :P
কিন্তু কেউ বলে নাই যে শাহবাগে যোগ দিতে হবে ক্লাস অফ করে হলেও
আমরা নিজেদের দায়িত্তেই যাই,কারো চাপে যাওয়ার পক্ষে না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.