নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি, সালিহ ইব্রাহিম।

সালিহ্ ইব্রাহিম

যে বিষয়ে জ্ঞান নেই, সে বিষয় থেকে বিরত থাকা কঠিন

সালিহ্ ইব্রাহিম › বিস্তারিত পোস্টঃ

ক্ষমা কর হযরত (সা.)

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২২

রাজশাহীতে মসজিদে হামলা



এক মাসে দেশে তিন মসজিদে বোমা হামলা। ইসলাম কি এসব হামলা সমর্থন করে? নিরীহ মানুষের ‍ওপর হামলা, ইসলাম কখনোই সমর্থন করে না। মহানবী (সা.) এসব করেন নাই এবং করতে বলেন নাই।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন-

তুমি (মহানবী সা.) চাও নাই ধর্মের নামে
গ্লানীকর হানাহানি,
তলোয়ার তুমি দাও নাই হাতে
দিয়াছ অমর বানী।

তোমার বানীকে করিনি গ্রহন
ক্ষমা করো হযরত
ভুলিয়া গিয়াছি তব আদর্শ
তোমার দেখানো পথ।
ক্ষমা করো হযরত।

আমাদের সকলের উচিৎ এসব কাজ পরিহার করা। কবি নজরুলের কবিতার সঙ্গে মিলিয়ে বলা ক্ষমা কর হযরত (সা.)।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

চাঁদগাজী বলেছেন:


কবি নজরুল বাংলাদেশে কয়জন আছেন?

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৭

আল-শাহ্‌রিয়ার বলেছেন: অহাবি মতালম্বি আলেমরা তো এসব ই চায়। শিয়া কাদিয়ানী বিভিন্ন নামে যারাই এদের মতের বিরুদ্ধে তাদের ওপর হামলা করে শেষ করে দেয়াকে এরা সওয়াবের বলে মনে করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.