নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলাম শান্তির ধর্ম। ইসলামে সন্ত্রাস নেই।

একজন সাধারন মানুষ.

শিহাব মাহমুদ

শিহাব মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

ক্বওমী শীর্ষ আলেমদের সরকারের কাছে টানতে আরেকটা ড্রামা শুরু করলো সরকার

২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

ক্বওশী শীর্ষ আলেমদের সরকারের কাছে টানতে আরেকটা ড্রামা শুরু করলো সরকার।



শিক্ষামন্ত্রী বলেছেন ক্বওমী মাদ্রাসাকে স্বৃকৃতি দিচ্চে সরকার। ক্বওমী মাদ্রাসার ছাত্ররাও সরকারি চাকুরির আবেদন করতে পারবে বলে বলেন। আহা কি দরদ। সরকারের শেষ সময়ে নতুন এই ঘোষনাটি হাস্যকর ছাড়া আর কিছু নয়। যে সরকার আলেমদের নির্বিচারে গুলি করে হত্যা করে,বাতি নিয়ে সস্ত্র বাহীনি তৈরী করে হাজার হাজার নবী প্রেমিক আল্লাহ ওয়াদেরকে লাঠি দিয়ে পিঠিয়ে রাস্তা ফেলে রাখে,আল্লামা শফী হুজুরে মত শীর্ষ আলেম তেতুল বলে কটুক্তি করে, ইসলাম সিপাহ সালার আল্লামা আমিনি রহ: কে আলেম গৃহবন্দি করে রেখছিল, এই গৃহবন্দি অবস্থা তিনি ইন্তেকাল করেন,ক্বওমী মাদ্রাসার বোমার নামে মাদ্র্রাসা মসজিদে তালা,মুফতি ওয়াক্কাস ও মুফতি ইজহার শীর্ষ এই আলেমগণ এখনও জেলে এবং নতুন করে নির্বিচারে রিমান্ডে নিয়ে নির্যাতন এসবের পরেও সরকারের ক্বওমী স্বৃকৃতির ঘোষনাটি ড্রামা নয়?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.