![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাদরাসাগুলোতে (জঙ্গি ) ট্রেনিং হয়????!!!
__________________________
১. ...দেশের শিক্ষাঙ্গনগুলো যখন ছাত্র নামক সন্ত্রাসীদের অস্ত্রের ঝনঝনানিতে ভীতিকর পরিবেশ তখন মাদরাসাগুলোতে মনুষত্যর চর্চা,সৃজনশীলতার অনুশিলন আর ভ্রাতৃত্বের সৌহার্দ্য প্রতিষ্ঠার দৃষ্টান্ত দেখে আপনি বলতেই পারেন এখানে জঙ্গি তৈরী হয় !!
২. ... সারা রাত যখন ছাত্র নামধারিরা মাদক দ্রব্য সেবন করে ...অশ্লিলতায় আচ্ছন্ন থাকে -বিপরীত দিকে মাদরাসার ছোট্র মা'সুম বাচ্চারা তাহাজ্জুদের জন্য অজু করে জায়নামাযে বিশ্ব মানবতার শান্তির জন্য দু'আ করে চোখের নোনা জলে বুক ভাসায় তখন আপনি যদি বলেন এখানে জঙ্গি ট্রেনিং হয়-তখন আপনি তা বলতেই পারেন !!!
রাস্তায় হাটলে ছালাম দেয়া, এক সঙ্গে গেলে লাইন ধরে যাওয়া, আবাসিক থাকাকালীন কোনদিন অন্যভাইয়ের সিট নিয়ে দন্দ্ব না করা, বিড়ি সিগারেট না খাও্রয়া, রাস্তার পাশে দাড়িয়ে পেশাব না করা, মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেয়ার প্রতিষ্ঠানকে আপনি আপনার স্বার্থে, উপার্জন নিয়মীত করতে, দালালি কন্টিনিউ করতে বলতেই পারেন-এখানে জঙ্গি তৈরী হয় !!!
২| ২৫ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৮
চুক্কা বাঙ্গী বলেছেন: আর এই চেতনার ধ্বজাধারীরা যখন পটল তুলে তখন তাদের জানাজার জন্য তাদের কথামত মাদ্রাসার জঙ্গী ট্রেনিং নেওয়া আলেম ওলামাদেরই ডাক পড়ে।
৩| ২৫ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৮
দালাল০০৭০০৭ বলেছেন: আপনার সাথে তিব্র ভাবে সহমত।
বাংলাদেশের অনেক নাম ধারী মুসলমানদের ঘরে হয়ৎ বহু জা.... সন্তান হত যদি এই মোল্লা/মোলভী/বা মাদ্রাসার ছাত্ররা তাদের বিয়ে না পড়াত। মৃত্যুর সময় বা তার পরে কাকে ডাকা হয়? এই মোল্লা/মোলভী/বা মাদ্রাসার ছাত্রদের। তাদের কি কাম বাপু তাদের ত সারা জীবন ঘৃনা করেছ তাদের না ডাকলেই নয়?? কিন্তু আপনি জানেন তাদের না ডাকলে আপনি সুধ্ধ হবে না ।
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৬
জহীরুল ইসলাম বলেছেন: সেকুলাস এই দেশ......উদ্ভট উটের পিঠে চড়ছে এই দেশ