![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পৃথিবীর বুকে চিহ্ন আঁকার চেষ্টা করছি, মগ্ন হচ্ছি দাগ রেখে যাওয়ায়। পায়ের ছাপে যেন কিছুটা কষ্টও ধোঁয়া হচ্ছে না, সব চেপে বসে আছে বুকে। ওরা থাকবে। বাস করবে এখানে। জানালায় একদিন ঠিকই দেখতে পেতে, আমি ঘরে ফেরার পথে হাটতে চাচ্ছি।
১
যুগের পর যুগ
কিছু অসমাপ্ত প্রশস্ত হাওয়া
আকাশের গায়ে থোক থোক ঝুলে থাকে মেঘ
আর একটি ভায়োলিন
কিছু একটা বলে, নিঃশ্বাস ভারী হয়ে এলে
চোখের পাতা শান্ত হয়ে এলে
জলের মৃদু ঢেউ গুলো মিলিয়ে গেলে
পথ এঁকে রাখি আনমনে, আবার হারিয়ে যাবে বলে।
২
যদি জানতে কতটা অঘোরে কাটছে এক জীবন এই নীরবে,
এক বিকেলে কতখানি সরবে সবুজ হয়ে যাচ্ছে অবুঝ,
তোমার জন্য আমার পত্র গুলো পত্র এখন যত্র তত্র হচ্ছে সুন্দর,
এই মেলায় আর কোনদিন না হয় তুমি ভুলেই যেও এক ছোঁয়াতে,
নয়ত ভুল করেই আমার কাঁধে আমার বুকে মুখ লুকিয়ে ঘুমিয়ে যেও।
৩
অনেক অনেক কাল কেটে যায় এইখানে এসে
তবু আর কত হাজার মুহূর্ত ভুলে রবো বলো,
শবদেহের মত চলে যাই তবু ফিরে আসি
দাঁড়ায়ে থাকি সেই একই পান্ডুলিপিতে আবার,
আলো মানে সকাল, সেই গীতে মৃত্যু মানে ঘুম
জেগে আছো শুধু ব্যাথার মতন জনম জনম।
এইখানে থেমে যাওয়া ভাল, শুধু এইভাবে বয়ে যাওয়া ভাল।
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৬ রাত ১২:২০
কথাকথিকেথিকথন বলেছেন: তিনটাই ভাল লাগলো । প্রথম দুইটা বেশি ভাল ।