নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ম্যারিনা নাসরীন (সীমা)

সীমাবেস্ট

সীমাবেস্ট › বিস্তারিত পোস্টঃ

জীবনের গল্প ।

১৪ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৬

জীবনের গল্প

-------------

থানার সামনের বড় আমগাছের গুঁড়িতে হেলান দিয়ে আয়েশ করে সিগারেট টানছে কনস্টেবল ইয়াসিন । দূর থেকে শুধু সিগারেটের আগুন দেখা যায় । অন্ধকারে একবার জ্বলছে একবার নিভছে । রাস্তার সামনে রোশনিকে দেখে তার চোখ ঘোলাটে হয়ে ওঠে । বউ এর কাছে এ সপ্তাহে যাওয়া হয়নি । শরীরের ম্যজমেজে ভাবটা দূর করতে হবে । সে দ্রুত রাস্তার ধারে এসে চাঁপা স্বরে রোশনিকে ডাক দেয়,

এই রোশনি হুন । খাইছস ? আয় দুইল্লা ভাত খাইয়া যা ।

রোশনি ক্লান্ত পায়ে ইয়াসিনের পিছনে হাঁটতে থাকে । ইয়াসিনের শরীরে ক্ষুধা আর রোশনির পেটে । মাঝে মাঝে তার রাতের খাওয়া ইয়াসিন দেয় । বদলে ইয়াসিনের শরীরের অস্থিরতা কাটে। এভাবে রাত বাড়ে আর রোশনির গলা বুক নাভিতে চিনহ বাড়তে থাকে ..............

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৫

সীমাবেস্ট বলেছেন: ম্যারিনা নাসরিন নামে আমি সামান্য লেখালেখি করি কিন্তু ব্লগে আমার কোন লেখা পোস্ট করা হয়না । আজ একটা ছোট গল্পের ছোট্ট একটা অংশ পোস্ট করলাম । পাঠকদের ভাল লাগলে অনুপ্রাণিত হব ।

২| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৯

আরজু পনি বলেছেন:

খুব ছোট করে লিখেছেন ...কিন্তু দারুন !

৩| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৯

আরজু পনি বলেছেন:

অবশ্যই চালিয়ে যাবেন আপনার লেখালেখি। আশা করছি আবার আসবো আপনার লেখা পড়তে ।

শুভকামনা রইল।।

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১৮

সীমাবেস্ট বলেছেন: এটা গল্পের খুব ছোট একটা অংশ এখানে দিয়েছি । ভাল লাগায় অনুপ্রাণিত হলাম । অবশ্যই আসবেন খুব খুশি হব । কৃতজ্ঞতা অশেষ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.