নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ম্যারিনা নাসরীন (সীমা)

সীমাবেস্ট

সীমাবেস্ট › বিস্তারিত পোস্টঃ

আলাপন-৯ (ম্যারিনা নাসরীন)

২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৬

কখনো মধ্যরাতের নদী দেখেছ মৃন্ময় ?

শীতলক্ষ্যা , ধলেশ্বরী বা কীর্তনখোলার মত কোন নদী ?

জোছনাময়ি রাতগুলোতে তারা বিরহী প্রেমিকা হয়ে ওঠে

ওদের বুকে জেগে ওঠা ছোট ছোট ঢেউ যেন

বিষণ্ণতার এক একটি পাহাড় ।



প্রেতাত্মার দীর্ঘশ্বাস করুণ সুরের লহরি তোলে

শ্মশান সঙ্গীতের আর্তনাদ ঢেউ এর বুকে কাঁপন ধরায়

বাকহীন আবেগে আছড়ে পড়ে চরাঞ্চলে ।



জানো মৃন্ময় ?কখনো কখনো আমিও মধ্যরাতের ধলেশ্বরী হয়ে যাই

আমার দ্বিপ্রহরের জানালায় যেন ঝুপ করে সন্ধ্যা নামে

জারুল পাতার ছায়াগুলো মুহূর্তেই বিলীন হয় অমানিশার জটিল খাঁজে

ব্যর্থ ইচ্ছেগুলো সব ক্লান্ত হয়ে অসময়ে শয্যা নেয় ।

আমি অতন্দ্রিলা মৌন হয়ে রই ।

মন্তব্য ১১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৪

বোকামন বলেছেন:
বাহ্ ! চমৎকার একটি কবিতা [১+]
শ্মশান সঙ্গীতের আর্তনাদ ঢেউ এর বুকে কাঁপন ধরায়
বাকহীন আবেগে আছড়ে পড়ে চরাঞ্চলে ।




২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৯

সীমাবেস্ট বলেছেন: নিক খুলেছি বহুদিন তবে নিয়মিত ছিলাম না তাই পরিচিত নিক না । নিয়মিত হবার চেষ্টা করছি । প্লাসের জন্য ধন্যবাদ অশেষ ।

২| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: দুরন্ত কবিতা ! ভালো লাগলো , লিখতে থাকুন !

২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৫

সীমাবেস্ট বলেছেন: আপনাদের অনুপ্রেরনা পেলে নিশ্চয় লিখব । ভাল থাকবেন , ধন্যবাদ !

৩| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৩

বোকামন বলেছেন:
সম্মানিত লেখক,
আপনার জন্য অনেক শুভকামনা রইলো।
সময় করে অবশ্যই আপনার পুরনো পোস্টের লেখাগুলো পড়ার চেষ্টা করবো।
ভালো থাকবেন।।

২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:১০

সীমাবেস্ট বলেছেন: সম্মানিত লেখক ? কি যে বলেন ।
আগে আমি এখানে তেমন লেখা পোস্ট করিনাই তবে এখন থেকে করব ইন্সাল্লাহ । আপনি তো তথ্যভাণ্ডার ভাল থাকবেন ।

৪| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:

প্রেতাত্মার দীর্ঘশ্বাস করুণ সুরের লহরি তোলে
শ্মশান সঙ্গীতের আর্তনাদ ঢেউ এর বুকে কাঁপন ধরায়
বাকহীন আবেগে আছড়ে পড়ে চরাঞ্চলে ।

সুন্দর কবিতা

৫| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩১

সীমাবেস্ট বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ! :D :)

৬| ২২ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৪

মামুন রশিদ বলেছেন: জানো মৃন্ময় ?কখনো কখনো আমিও মধ্যরাতের ধলেশ্বরী হয়ে যাই
আমার দ্বিপ্রহরের জানালায় যেন ঝুপ করে সন্ধ্যা নামে
জারুল পাতার ছায়াগুলো মুহূর্তেই বিলীন হয় অমানিশার জটিল খাঁজে
ব্যর্থ ইচ্ছেগুলো সব ক্লান্ত হয়ে অসময়ে শয্যা নেয় ।
আমি অতন্দ্রিলা মৌন হয়ে রই ।



এই অংশটুকুন অসাধারণ !!!


+++

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:০২

সীমাবেস্ট বলেছেন: সত্যি আপনি আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করলেন । ভালথাকবেন খুব +++

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ওদের বুকে জেগে ওঠা ছোট ছোট ঢেউ যেন
বিষণ্ণতার এক একটি পাহাড় ।

দুর্দান্ত কবিতায় প্লাস , অভিনন্দন অব্যাহত । :-B :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.