![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্যামিতিক এই ভালবাসার যুগে
আমার মধ্যে নতুন এক বোধের জন্ম নেয় ।
নিজের বৃত্তের মধ্যে বন্দী আমি
বৃত্ত ভাঙার বৃথা চেষ্টা করি ।
তোমার সমীকরণ আর আমার সমীকরণে বড্ড গরমিল ,
সরল রেখায় তোমার গতি সীমানা ছাড়িয়ে যায়
আমি তোমার সমান্তরাল হয়েই রই ।
নিয়মের বলয়ে বসে আমরা একটা আকাশ দেখতে চেয়েছিলাম ,
আসলে সেটা ছিল আমাদের কল্পনার বাড়াবাড়ি ।
তোমার দুনিয়া থেকে আমার পৃথিবীর দূরত্ব অনেক বেশি ।
বরং সেই ভাল , তুমি তোমার আকাশের নক্ষত্র দেখ
আমি আমার আকাশের......।
জ্যামিতিক এই ভালবাসার যুগে আমার নতুন বোধের মৃত্যু হোক ।
২৩ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৬
সীমাবেস্ট বলেছেন: আজকাল ভালবাসা আসলেই জ্যামিতিক হয়ে গিয়েছে । হিসাব নিকাস আর সুত্রের বাইরে কেউ যেতে চায়না । অনেক ধন্যবাদ !
২| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
নিয়মের বলয়ে বসে আমরা একটা আকাশ দেখতে চেয়েছিলাম ,
আসলে সেটা ছিল আমাদের কল্পনার বাড়াবাড়ি ।
জ্যামিতিক এই ভালবাসার যুগে আমার নতুন বোধের মৃত্যু হোক ।
অপূর্ব ও মুগ্ধ
২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৬
সীমাবেস্ট বলেছেন: মুগ্ধতা দিতে পেরে আমি ধন্য । ভাল থাকবেন খুব !
৩| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
দারুণ কবিতা।
++++
২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৭
সীমাবেস্ট বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ শোভন +++
৪| ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
সেলিম আনোয়ার বলেছেন: নিয়মের বলয়ে বসে আমরা একটা আকাশ দেখতে চেয়েছিলাম ,
আসলে সেটা ছিল আমাদের কল্পনার বাড়াবাড়ি ।+++
২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
সীমাবেস্ট বলেছেন: প্লাসের জন্য অসংখ্য ধন্যবাদ !
৫| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১:৫২
স্বপ্নবাজ অভি বলেছেন: নতুন বোধের মৃত্যু হোক ! ভালো লাগলো কবিতা !
২৫ শে জুলাই, ২০১৩ রাত ৯:০১
সীমাবেস্ট বলেছেন: সীমাবেস্ট বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ !
৬| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৮
বোকামন বলেছেন:
৬ষ্ঠ্য ভালোলাগা জানালাম !
নিজের বৃত্তের মধ্যে বন্দী আমি
বৃত্ত ভাঙার বৃথা চেষ্টা করি ।
আমরা প্রত্যেকই চেষ্টা করে থাকি....।
ভালো থাকবেন বোন।।
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৮
সীমাবেস্ট বলেছেন: কিন্তু আমরা সবাই সে বৃত্ত ভাংতে পারিনা । যারা পারিনা তাদের জীবন কখনো কখনো দুর্বিষহ হয়ে ওঠে আপনিও ভাল থাকবেন বুদ্ধিমান ভাই ।
৭| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৮
সায়েদা সোহেলী বলেছেন: ।সীমা আপু প্রত্যেকটা লাইনে আলাদা আলাদা করে প্লাস দিলাম
তোমার ভাবনার সমীকরণ আমার ভাবনার সমীকরণে মিল হলো যে !!!
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪০
সীমাবেস্ট বলেছেন: প্রত্যেকটা প্লাসের জন্য তমাকে আলাদা আলাদা ভালবাসা জানালাম ।
আমরা সবাই এক খানে এসে মিলে যাই । ভাল থেক ।
৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আগের কবিতাটা পড়ে লোভ সামলাতে পারলাম না ,
চমৎকার একজন কবির জন্য শুভ কামনা ।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৮
মামুন রশিদ বলেছেন: জ্যামিতিক এই ভালবাসার যুগে
আমার মধ্যে নতুন এক বোধের জন্ম নেয় ।
-
-
-
জ্যামিতিক এই ভালবাসার যুগে আমার নতুন বোধের মৃত্যু হোক ।
ভালো লাগলো । ++