নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিমুল২

শিমুল২ › বিস্তারিত পোস্টঃ

ছয় নম্বর

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৫

আল্লাহপাক হুজুর সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই দ্বীন মোতাবেক চলার মধ্যেই সমস্ত মানব জাতির দুনিয়া ও আখিরাতের শান্তি ও কামিয়াবী রয়েছে। কিন্তু আজ আমরা দ্বীন মানার যোগ্যতা হারিয়ে ফেলেছি। তাই কয়েকটি গুনের উপর মেহনত করে আমল করতে পারলে দ্বীনের উপর চলা অতি সহজ। গুন কয়টি হল: ১. কালেমা ২. নামাজ ৩. এলেম ও জিকির ৪. একরামুল মুসলেমিন ৫. এখলাসে নিয়ত ৬. দাওয়াত ও তাবলীগ



১. কালেমা: লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।



অর্থ: নাই কোন মাবূদ আল্লাহ্ ছাড়া, মোহাম্মদ সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আাল্লাহর রাসূল।

উদ্দেশ্য: আল্লাহতায়ালা ছাড়া আমরা যা কিছু দেখি বা না দেখি সবই মাখলুক। মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ্র হুকুম ছাড়া আল্লাহ্ সব কিছু করতে পারেন মাখলুক ছাড়া। একমাত্র হুজুরপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর তরীকায় দুনিয়া ও আখিরাতে শান্তি ও কামিয়াবী রয়েছে।

লাভ: যে ব্যক্তি খাটি দীলে লা ইলাহা ইল্লাল্লাহ্ স্বীকার করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে।



২. নামায



উদ্দেশ্য: হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামায পড়েছেন এবং সাহাবা (রা:) গণকে যেভাবে নামায পড়ার শিক্ষা দিয়েছেন মেহনত করে সেভাবে নামজ পড়ার যোগ্যতা অর্জন করা।

লাভ: যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামায সময়মত ও গুরুত্ব সহকারে আদায় করবে আল্লাহ্তয়ালা তাকে নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাবেন।



৩. এলেম ও জিকির



উদ্দেশ্য: আল্লাহ্পাকের কখন কি হুকুম তা সঠিকভাবে জেনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর তরীকা অনুযায়ী আমল করা।

লাভ: যে ব্যক্তি এলেম শিক্ষা করার উদ্দেশ্যে কোন পথে চলে আল্লাহ্পাক তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন।



জিকিরঃ

উদ্দেশ্যঃ সদা সর্বদায় আল্লাহতায়ালার ধ্যান খেয়াল অন্তরে পয়দা করা।

লাভঃ যাদের জিহ্বা জিকিরের দ্বারা তরুতাজা থাকবে তারা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে।



৪. একরামুল মুসলেমীন



উদ্দেশ্য: কালিমার খাতিরে প্রত্যেক মুসলমান ভাইকে নিজের চেয়ে বড় মনে করা।

লাভ: যে ব্যক্তি আপন ভাইয়ের কোন হাজত পুরা করার জন্য রওয়ানা হবে এবং চেষ্টা করবে তবে তা দশ বছর এতেকাফ করার চেয়ে উত্তম হবে।



৫. এখলাসে নিয়ত



উদ্দেশ্য: আমরা যা কিছু করব একমাত্র আল্লাহ্তায়ালাকে রাজি খুশী করার নিয়তে করব।

লাভ: আল্লাহ্তায়ালাকে রাজি করার নিয়তে সামান্য খেজুর দান করলেও আল্লাহ্তায়ালা পাহাড় পরিমান সওয়াব দান করবেন।



৬. দাওয়াত ও তাবলীগ



উদ্দেশ্য: আল্লাহ্র দেওয়া জান মাল সময় নিয়ে আল্লাহ্র রাস্তায় বের হয়ে জান-মাল-সময়ের সঠিক ব্যবহার শিক্ষা করা।

লাভ: এই রাস্তায় বের হয়ে এক টাকা খরচ করলে সাত লক্ষ টাকার সওয়াব পাওয়া যায়। একটা নেক আমল করলে উনপঞ্চাশ কোটি নেক আমলের সওয়াব পাওয়া যায়।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.