নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিমুল২

শিমুল২ › বিস্তারিত পোস্টঃ

তিন মাসকি মাশোয়ারা সেপ্টেম্বের, ২০১৩

০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

পাঁচ দিনের জোড়কে কামিয়াব করার জন্য করনীয়ঃ



১. জোড়ের মাকসাদ হচ্ছে সাথীদের মধ্যে ছিফাত, তায়াল্লুক, মায়াল্লাহ ও সারা দেশের কাজকে একই জেহানে আনা।



২. সাল, তিন চিল্লা, ১ চিল্লাওয়ালা ওলামা হযরত এবং সাল ও তিন চিল্লার সকল সাথীদের মসজিদওয়ার লিস্ট বানিয়ে গাস্তের জরিয়ায় মসজিদওয়ার কামের সাথে জোড়ানো ও নগদ বের করার কোশেশ করা।



৩. জেলা, থানা, ইউনিয়ন ও মসজিদের মাশোয়ারা, শবগুজারী ও বিভিন্ন মওকায় জোড়ের আহমিয়াতকে বুঝানো।



৪. পুরানা সাথীদের তিন ভাগের এক ভাগ জান মাল সময় কোরবানীর জন্য তৈয়ার করা।



৫. নিজ জেলায় মেহনতের জন্য পায়দল জামাত, ৬৪ টি জেলার জন্য ৬৪ জেলার শুরা ও জিম্মাদারদের জামাত, জোড় থেকে প্রত্যেক ইউনিয়নে ইজতেমা পর্যন্ত মেহনতের জন্য জামাত বানায়ে আনা।



৬. এজন্য চিল্লা, ৩ চিল্লাওয়ালা জিম্মাদার সাথীদের ৭/১০ দিনের জামাত থানা ও ইউনিয়নে মেহনত করা।



৭. ঢাকার হালকার জিম্মাদারদের জামাত কমপক্ষে ৫ দিনের জন্য বিভিন্ন মোকামে গিয়ে মেহনত করবেন এবং আহলে কাকরাইলের জামাত জেলায় সফর করবেন ইনশাআল্লাহ।



৮. এস্তেমায়ী তালিম ও ঘরের তালিমে মা বোনদের ফিকির মান্দ করা।



৯. যারা জোড়ের থেকে সময় লাগাবেন তাদের তাশকিলের কামড়ায় পৌছে দেওয়া। এসব জামাতে যেসব তিন চিল্লার সাথীরা জুড়বেন উনারা জোড়ের পর জামাতে শরীক হবেন এই জেহেন বানিয়ে নিয়ে আসা।



১০. মাজুর পুরাতন সাথীদের সাথে দেখা করে তাদের ফিকির মান্দ করা ও দোয়ায় দরখাস্ত করা।



১১. দরমিয়ানী মেহনতের জন্য জোড়ের নজমের জামাতগুলো বানায়ে এহতেমামের সাথে নিয়ে আসা।



১২. বড়দের কারগুজারী শুনানোর জন্য কাকরাইলের দেয়া ছকে বাংলা উর্দু কপি করে নিয়ে আসা।



মূলকের কাম আগে বাড়ানোর মেহনতঃ



১. নিজ জেলায় পায়দল জামাত চালানোর এহতেমাম করা।



২. মসজিদওয়ার চিল্লা তিন চিল্লার জামাত বের করার কোশেশ করা।



৩. প্রত্যেক মসজিদে বড়দের হেদায়েত অনুযায়ী মসজিদওয়ার জামাত বানানো এবং পাঁচ কাজ ও মসজিদ আবাদীর মেহনত করা।



৪. ঢাকার হালকার জিম্মাদারী জিলাগুলোতে কসরতের সাথে জিম্মাদার সাথীদের জামাত পাঠানো।



৫. শবগুজারীতে মসজিদওয়ার জামাতের হাজিরির এহতেমাম করা।



৬. ইউনিয়ন ও হালকার লম্বা মাশোয়ারাকে বড়দের বাতানো তরতীব অনুযায়ী অজুদে আনার কোশেশ করা।



৭. পুরা জেলার কাজ আগে বাড়ানোর জন্য শুরা সাথীগন ও মহল্লার অন্যান্য জিম্মাদার সাথীগন মহল্লার পাঁচ কাজ বাড়াতে হলে মাশোয়ারা মোতাবেক মার্কাজে বা অন্য কোন মসজিদে রোজানা জোড়ার এহতেমাম করা।



৮. বিদেশী জামাতের নুসরত করা অর্থাৎ বড়দের কথা মোজাকারা করা, মোনাছেব মসজিদে রোখ করা, বিছানা সহ থাকার কোশেশ করা, মেহমানদারি করা, জরুরতের সহি এন্তেজাম করা, গাস্থ করানো, নগদ জামাতের উসূলী শিখানো।



৯. কাকরাইলের এক মাসের তরতীবে মোনাসেব সাথী পাঠানো।



আলমী ফিকির ও মেহনতঃ





১. প্রত্যেক জিলা থেকে ছিফতওয়ালা ও পাঁচ কাজের মজবুতি আছে এবং মূলকের কাজকে আগে বাড়াতে পারেন এরূপ মজবুত ও স্বল্প ও বেশী খরচের সাথীদের দ্বারা জামাত বানায়ে কাকরাইল পাঠানো। কাওয়ায়েফের ফরমটি আমানতদারীর সাথে পূরন করা ও সহী করে পাঠানো।



২. নিজামুদ্দিনের দুই মাসের তরতীবে জিম্মাদার সাথীদের পাঠানোর এহতেমাম করা।



মাস্তুরাতের মেহনতঃ



১. মাস্তরাতসহ বিদেশের জামাত বানানোর কোশেশ করা। প্রত্যেক মহল্লায় সাপ্তাহিক তালিম চালু করার ফিকির করা। জিম্মাদার সাথীরা ২ মাস অন্তর মাস্তুরাতসহ তরতীবের সাথে ওয়াক্ত লাগানো।



ছাত্র ও নওজোয়ানদের উপর মেহনতঃ



১. নিজামুদ্দিনের বাতানো তরতীব অনুযায়ী বছরের শুরু ও শেষে ছাত্রদের জোড় করে তরগীব দেওয়া ও তাশকিল মোকামি কাম ও খুরুজ করা। মোকামী গাস্থের দিন ১/২ জামাত ছাত্র নওজোয়ানদের উপর মেহনতের জন্য পাঠানো।



২. ইনশাআল্লাহ আগামী পাঁচ দিনের জোড় ১৩-১৭ ইং ডিসেম্বর ২০১৩ টঙ্গী ময়দানে হবে। ৯.৩০ মিনিটে আমল শুরু হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.