![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এবার কি এস এস সি পরিক্ষার সময় সত্যি কি হরতাল দিবে।কয়েক দিন আগে নিজ সন্তান কে হারিয়ে ও কি বুঝতে পারছে না যে আপন মানুষ হারানোর বেদনা কতটা জ্বালাময়ী হতে পারে।আর কত মানুষ খুন করবেন আপনারা।আসলে বলুন তো আপনারা মানুষ নাকি......।এদের বুকে এত জ্বালা কেন?ভালো থাকতে কি এদের ভালো লাগে না।কি লাভ হচ্ছে এত্ত এত্ত মানুষ খুন করে। কোন লাভ নেই বরং নিজেদের ক্ষতি নিজেরা আমন্ত্রন জানাচ্ছেন।সাধারণ মানুষ কে এতটা নিরুপায় ভাববেন না।এরা সধারণ মানুষ হতে পারে কিন্তু এরা এক জোট হলে অ_সা_ধা_র_ণ হয়ে যাবে। তখন আপনারা কোথায় পালাবেন।পালাতে পারবেন না।পায়ের নিচের মাটি সরে যাবে। তখন পালাবেন কথায়।বরং এখন পালান।পালিয়ে বেচে যান অথবা অপেক্ষা করুন পায়ের নিচের মাটি সরে যাওয়ার দিন গুলোর জন্য।
৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১০
তাহের অন্তরা বলেছেন: ও আমার আল্লাহ আর কত উন্মাদ হবেন তারা।আর যে সইতে পারব না।
২| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৪
এমএম মিন্টু বলেছেন: পায়ের নিচের মাটি সরে যাবে বললেই হলো প্রয়োজনে আমরা পায়ের নিচে লোহা দিয়ে ঢালাই করে নেবো। :>
৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১২
তাহের অন্তরা বলেছেন: দেখেন ভাইয়া লোহার দাম তো অনেক বেশি অন্য কিছু না হয় ভাবুন।লুল
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৫
থার্ড পার্সন প্লুরাল বলেছেন: জনগন জেগে উঠুক ।
৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৩
তাহের অন্তরা বলেছেন: একদিন এদেশের মানুষ জেগে আছি।এ আশাটুকু আমাদের শেষ সম্বল।
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৪
এমএম মিন্টু বলেছেন: আপনি লুুলের বিপরীত
৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫০
তাহের অন্তরা বলেছেন:
৫| ৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৬
আমার পথ চলা ১ বলেছেন: ১৯৯৬ সালে আওয়ামী লীগের ধ্বংশাত্বক অসহযোগ অান্দোলনের আমাদের এস.এস.সি পরীক্ষা ফেব্রুয়ারীতে না হয়ে আড়াই মাস পিছিয়ে ছিল। তখন আওয়ামী লীগ এস.এস.সি পরীক্ষার জন্য আন্দোলন বন্ধ করেনি।
৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৭
তাহের অন্তরা বলেছেন: আসলে ভাই এরা সবাই একি।পয়সার এপিঠ ওপিঠ ।এত্ত জঘন্য কেন এরা সবাই।
৬| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০০
দিশেহারা রাজপুত্র বলেছেন: টিকে থাকার পরম্পরায় রাজনৈতিক নেত্রীবৃন্দ গন্ডারের চামড়া ধারণ করছে।
সন্তান নামক প্রানীও তাদের সংগায়িত রাজনীতির অংশ।
এদের কোন প্রশ্ন করা অথবা উপদেশ মূলক কিছু বলা মৌন থাকার সমান।
এরা অনুভূতিহীন পশুশ্রেনীর অন্তর্ভুক্ত।
ভালো থাকবেন।
৩১ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৫০
তাহের অন্তরা বলেছেন: "এরা অনুভূতিহীন পশুশ্রেনীর অন্তর্ভুক্ত"-কথাটি ভালো লাগলো।
৭| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:২০
খেলাঘর বলেছেন:
@আমার পথ চলা ১ ,
আপনি পরীক্ষা দিয়েছেন?
আমি তো ভাবছিলাম, আপনার পরীক্ষা দেয়ার দরকার হয়নি।
৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৩১
তাহের অন্তরা বলেছেন: ইশশশ আমার এস এস সি ও যদি ৩ মাস পিছাইতো।
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫০
যোগী বলেছেন:
সন্তান হারিয়েও খালেদা জিয়ার পাগলামী কমে নাই। বরং দিন দিন আরও উম্মাদ হয়ে যাওয়ার চাঞ্চ আছে।