নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক সাথে বহুদুর যাবো অনেক দুর

শিমুল মামুন

খুবই অতি সাধারণ একজন মানুষ।

শিমুল মামুন › বিস্তারিত পোস্টঃ

লবণ দিয়ে চিকিৎসার ঘরোয়া উপায়

৩১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

খাবার হিসেবে লবণ শরীরের জন্য যেমন উপকারী, অতিরিক্ত লবণ গ্রহণ তেমনি ক্ষতিকরও বটে! তবে লবণ খাবারে যে স্বাদ যোগ করে, তা অন্য কিছু করতে পারে না। রান্নাঘরের এই উপকরণটি ছোটখাট দুর্ঘটনার চিকিত্সাতেও খুবই ভালো ফল দেয়--



গলাব্যথা : -
গলাব্যথাতেও লবণ-পানি সমান উপকারী। উষ্ণ গরম পানিতে সামান্য লবণ মিশিয়ে গড়গড়া করুন, আরাম পাবেন।

দাঁতে ব্যথা হলে : -
দাঁতে ব্যথা হলে রাতে ঘুমোবার আগে দাঁত ব্রাশ করে এক গ্লাস হালকা গরম পানিতে লবণ মিশিয়ে কুলি করুন। তারপর আর কিছু মুখে দেবেন না, এমনকি পানিও নয়। পরপর তিনদিন করবেন এভাবে। দেখবেন, দাঁতব্যথা দূর হয়ে গেছে।

আগুনের বা গরম পানির আঁচ লাগলে : -
রান্না করতে গিয়ে আগুনের বা গরম পানির আঁচ লেগেছে? আক্রান্ত স্থানে সাথে সাথে লবণ লাগিয়ে নিন। জ্বলুনি কমে যাবে এবং ফোসকাও পড়বে না।

কাঁটা বিঁধে গেলে : -
মাছ কাটতে গেলে অনেক সময় হাতে কাঁটা বিঁধে যাওয়ায় তীব্র যন্ত্রণা হয়। কাঁটা বেঁধা জায়গায় লবণ ঘষে দিন। অথবা পানিতে লবণ গুলে আক্রান্ত স্থান তাতে ডুবিয়ে রাখুন। ব্যথা দ্রুত কমে যাবে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:০২

বিজন রয় বলেছেন: ভাল পোস্ট।

ব্লগে স্বাগতম।
শুভব্লগিং, ভাল থাকুন।

১৩ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:১৩

শিমুল মামুন বলেছেন: ধন্যবাদ

২| ১৩ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:১৩

শিমুল মামুন বলেছেন: thq

৩| ১৩ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৫২

বিজন রয় বলেছেন: অবাক ব্যাপার!!!

৯ বছর পর উত্তর করলেন!!

ভাল আছেন তো?

নিয়মিত ব্লগিং করুন।
শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.