![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ষাটটার বটগাছ ৫০০ বছরের পুরানো বটগাছ। এ বটগাছ জুড়ে রয়েছে নানা মানুষের নানা ইতিহাস, ঘটনা অনেক কিছু যা বলে কখনই শেষ করা যাবে না। আর এ বটগাছটির প্রতিটি শেকড় রয়েছে যেন মানুষের ভালবাসার নিদর্শন, কেউবা একটু শীতল হাওয়ার জন্য এই বটগাছটিতে আশ্রয় নেন। এ বটগাছটি এমনই একটি গাছ যা দেখলে এমনতিই মন জুড়ে যাবে। আর এ গাছটির একমাত্র পরিচিত এ গাছটি রয়েছে ৬০টি ঝুলন্ত শেকড়। যা ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক বড় ¯’ান জুড়ে। প্রকৃতির কুলে এমন কিছু নির্দশন আছে যা না দেখলে ভাষায় প্রকাশ করা সম্ভব হয় না। ঐহিত্যবাহী এই বটগাছ ভারতীয় মুঘল আমল ব্রিটিশ আমল এমনকি পাকিস্তান পিরিয়ড থেকে এ পর্যন্ত দাড়িয়ে আছে। কোন পর্যটক যেতে চাইলে গুলিস্তান ধামরাইয়ের বাসে উঠে ধামরাই নেমে তারপর লেগুনা টেম্পু যোগে আশুলিয়া আমতলা পর্যন্ত যেতে হবে। তারপর আমতলা থেকে সিএনজি চড়ে ধানধারা বাজার থেকে মোটর সাইকেল কিংবা রিকশা চড়ে ষাটটার বটগাছ দেখতে আসতে হবে। এর পাশই রয়েছে একটি শিব মন্দির যেখানে পুজা দিতে আসেন ভক্তবৃন্দরা।
২| ১৬ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:২১
মাহমুদুর রহমান বলেছেন: ছবি কোথায়?
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৫৫
রাজীব নুর বলেছেন: ছবি দেন।