![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাণিজ্যের শহর চট্টগ্রাম আবার বার আউলিয়ার দেশ রয়েছে পাহাড় নদী ও সাগরবেষ্ঠিত অপরূপ চট্টগ্রাম। আমরা কক্সবাজার সমুদ্র-সৈকত, পতেঙ্গা, সী-বিচ-এর মত দর্শনীয় ¯’ানের সম্পর্কে শুনেছি। তেমনি একটি নান্দনিক নতুন পর্যটনের ¯’ান গহিরা প্যারাবন। চট্টগ্রাম শহর থেকে প্রায় ৩০ কিঃ মিঃ দুওে দক্ষিন চট্টগ্রামের অন্যতম একটি সম্ভাবনাময় পর্যটন অঞ্চল গড়ে ওঠেছে আনোয়ারা উপজেলা গহিরা বার আউলিয়া এলাকায়। গহিরার দক্ষিনে শঙ্খ নদ। পশ্চিমে সীমান্তে বঙ্গোপসাগর সীমারেখা ও শঙ্খের মোহনা ঘিওে অব¯ি’ত গহিরা প্যারাবন ও সৈকতচর, একপাশে সবুজের সমারোহ এবং অপরপাশে বিশাল সাগওে মহিমা, দেখতে পর্যটকদেও নতুন ঠিকানা হয়ে উঠেছে গহিরা প্যারাবন উপজেলার রায়পুর ইউনিয়নের শঙ্খের মোহনা ঘিওে গহিরা বার আউলিয়া এলাকার প্যারাবন ও জাউবনে ছেয়ে থাকা সমুদ্র কয়েক কিলোমিটার অঞ্চল রয়েছে দেকার মতো অনেক কিছু প্রকৃতির আলোর সৌন্দর্যের স্বাদ নিতে অনেক ভ্রমন পিপাসুররা প্রতিদিন দূরদারান্ত থেকে ছুটে আসেন এখানে। প্যারাবনটি দিন দিন পর্যটকদেও কাছে আকর্ষনীয় হয়ে উঠেছে বঙ্গোপসাগর কোল ঘেঁষে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে এই প্যারাবন ও সমুদ্র সৈকত । প্যারাবনে রয়েছে সারি সারি ঝাউগাঝ ঘন ঝাউ বাগান ও জোয়ার-বাটার ঢেউয়ের শব্দ পর্যটকদের মন কাড়ে। এাকপাশে রয়েছে রূপালী শুটকি পল্লী। তাই বর্তমানে আনন্দ ভ্রমন কিংবা পিকনিকের স্পটের জন্য পর্যটকরা বেছে নিয়েছে এ জায়গাটিকে। তাই এখানে পর্যটককেন্দ্র ¯’াপনের দাবি তুলেছে এলাকাবাসীসহ বিভিন্ন সংগঠন।
©somewhere in net ltd.