নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যারা কলমকে ভয় পায় তারাই অস্ত্র ধরে।

শিপ্ত বডুয়া

সবসময় ব্যতিক্রমী কাজ করতে ভালবাসি।

শিপ্ত বডুয়া › বিস্তারিত পোস্টঃ

একটি অন্ধবেগ কাহিনী

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫১

আজ বিকেল ৩.০০ টার সময় আমাদের বাডির পাশেই মহানাম যজ্ঞ নামে হিন্দু ধর্মের একটি অনুষ্ঠান অনুষ্টিত হয়েছিল। আমি আর আমার এক বন্ধু গিয়েছিলাম সেই যজ্ঞ অনুষ্টানে। বন্ধু আমার মুসলিম কিন্তু মানবতাবাদী। তো গেলাম সেই মহানাম যজ্ঞ দেখতে, দেখা যাক কিছু বুজতে পারি কিনা। লোকের মুখে তো অনেক শুনেছি যে হিন্দু ধর্মের অনেক পুরোনু ইতিহাস এবং কাহিনী আছে। তো আজকের সেই মহানাম যজ্ঞের বিষেশ আকর্ষণ বা প্রধান অতিথি ছিলেন শ্রী শ্রী গিরেশচন্দ্র। ওনার আরেকটি নাম আছে যেটা আমি দুই তিন ঘন্টা অই অনুষ্ঠান শুনে ও ওনার সেই নামটা আয়ত্ত করতে পারিনি। যাই হোক সেই প্রধান অথিতির সাথে তার একজন শিষ্য ও এসেছিল তার নামটা টিক মনে নেই। তো সেই শিষ্যই প্রথম বক্তব্য শুরু করলেন। আমি আর আমার বন্ধু খুব মনযোগ সহকারে সেই বক্তব্য শুনছিলাম এবং সেই বক্তব্য শুনে হটাৎ করে মনে হল আমরা দুজনই রাধা কৃষ্ণ এর আমলে চলে গেলাম। আমি আর জীবনে কখনো এত ভুল ভাল এবং মানুষের মন ভুলানো বক্তব্য শুনি নি। সব যেন অন্ধতা। শুধু মাত্র সেই শিষ্য তার গুরুর নামে গুনকিরতন করতে লাগল। যেন গিরেশচন্দ্র একজন কথিত আল্লা,বুদ্ধ, ভগবান। কি এক অবস্থা। এও কি কখনো সম্ভব? যাই হোক সবি বুঝি ধান্দা ধান্দা আএ ধান্দা। শেষ মেষ আমি আর আমার বন্ধু অন্য কোন অন্ধের খুজে বের হলাম। বন্ধুগন সাতে নয় সাথে থাকবেন।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৩

নেক্সাস বলেছেন: ধর্ম ব্যাবসা জিন্দাবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.