![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি থাকবে আমাদের মাঝে চিরদিন। ভূলিনি তোমায় বন্ধু রাজীব হায়দার। আর কোনদিন ও ভূলবনা বন্ধু তোমায়। বিজ্ঞানমনষ্ক লেখক ও ব্লগার আহমেদ রাজীব হায়দার ২০১৩ সালে নির্মমভাবে নরপশুদের হাতে নিহত হন। আগামীকাল সেই নরপশুদের বিচারের রায় হবে। সবাই জোর দাবি জানাচ্ছেন সেই নরপশুদের যাতে ফাসি হয়। আমার আবেদনময়ী মন চাচ্ছে ১৬ জন নরঘাতকদের জিব বের করে মরা মুখটি দেখার জন্য। আগামীকাল রায়ের মধ্য দিয়ে গোটা দেশের মানুষ বুঝতে পারবে এই দেশ কাদের জন্য। মেধাবী লেখকদের জন্য নাকি জংগিদের জন্য? একবার যদি এই ১৬ নরপশুদের ফাসির রায় কার্যকর করা যায় তাহলে আর কোন জংগি গোষ্ঠী কোনদিন ও সাহস পাবে না এই রকম মেধাবী বিজ্ঞান লেখকদের খুন করার। জংগি গোষ্ঠীদের সব সাজানো প্লান নষ্ট হবে, দেশকে মেধাশুন্য করারা চেষ্টা বিফলে যাবে। শেষ মুহুর্তে একটা কথাই বলতে চাই "ফাসি ফাসি ফাসি চাই, কুত্তা তোদের ফাসি চাই"। জয় হোক বাংলার, জয় হোক বিজ্ঞানমনষ্কের।
©somewhere in net ltd.