| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার এই শরীর আমার দ্বারা সৃষ্ট নয়, আমার নিঃশ্বাস টা কিভাবে আসে আর যায়, তা আজও আমি জানি না; আর সেই আমাকে নিয়ে আমার সে কি অহংকার! আমি কখন মরে যাব, তা আমি এক সেকেন্ড আগেও টের পাবো না; অথচ ঘুষ-ঘাস খেয়ে বিত্ত-বৈভব করার সে কি ন্যাংটা আর হাস্যকর দৌড় আমাদের! কার পকেট ভাঙব, কার জমি নিজের নামে হস্তগত করব, কার কুটলামি করে জীবন টা বরবাদ করে দেবো, তা-ই আমাদের ধ্যান-জ্ঞান। আল্লাহ বলে একজন একক সত্ত্বা তার অনুগ্রহে আর তার ভালবাসার প্রেক্ষিতে আমাদের সৃষ্টি করেছেন। তাই আমাদের এই বর্ণিল জীবনটা আল্লাহপাকের তরফ থেকে আমাদের কাছে আমানত। অলৌকিক এক আমানত, উপহার। এর আমল করা, এর যত্ন নেয়া দরকার। এর তেল-কাজল দেয়া দরকার। এর হক আদায় করা দরকার।যতটুক সময় সুস্থ আছি, তার মাঝেই ভাল ভাল কাজ করে ফেলব; যেন বিশ্ব মানবতা ও বিশ্ব প্রকৃতি উপকৃত হয়।
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১:২৪
বিপরীত বাক বলেছেন: ঘুষ-ঘাস খেয়ে বিত্ত-বৈভব করার
সে কি ন্যাংটা আর হাস্যকর দৌড়
আমাদের! কার পকেট ভাঙব, কার জমি
নিজের নামে হস্তগত করব, কার কুটলামি
করে জীবন টা বরবাদ করে দেবো, তা-ই
আমাদের ধ্যান-জ্ঞান।।।
এরাই পরে ক্ষমার সুযোগ পায়। শেষ জীবনে হজ্বেরও সুযোগ পায়।।। বাপ মা এর সন্তুষ্টি পায়।।। সন্তানদের শ্রদ্ধা সম্মান পায়।। স্ত্রীর কাছে উত্তম ব্যক্তি হয়।।। আত্মীয়দের মাঝে দানের সুযোগ পায় ও মহিমাম্বিত হয়।।।।।। এলাকার মসজিদ-মাদ্রাসা য় দান করে মসজিদ কমিটি ( জান্নাত কমিটি) র গুরুত্বপূর্ণ সদস্য হয়।
আকাশ ফাটায়া ইবাদত ( নামাজ) করে।।।
আল্লাহ যাবে কই এরে বেহেশতে না লইয়্যা।।। আল্লাহর কোন উপায়ই নাই একে জান্নাতবাসী না করার।।। নিশ্চয়ই আল্লাহ ওয়াদা বরখেলাপ করে না।।
সুতরাং যেকোন উপায়ই টাকাপয়সা র মালিক হও আর ইহকাল- পরকাল হস্তগত কর।। আল্লাহ ম্যানেজড্।।