নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভন্ডামী দেক্তারিনা!!

নিরপেক্ষ ও স্বচ্ছ মডারেশন চাই

শিপু ভাই

পক্ষপাতমূলক ও অস্বচ্ছ মডারেশনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে চলবে...

শিপু ভাই › বিস্তারিত পোস্টঃ

আসেন একটা ঘর বানাইঃ অতৃপ্ত পোস্ট

১৭ ই জুন, ২০১২ বিকাল ৫:৩৫

১।প্রথমে একটি জমি নির্বাচন করিঃ-



*জমিটি বন্যমুক্ত ও সমতল হতে হবে।



২।কতটুকু জায়গায় ঘরটা বানাবো তা ঠিক করি।



ধরি ৪০ফুট বাই ৩০ ফুট আয়তনের একটি ঘর বানাবো। প্ল্যান প্রস্তুত করি। ৩টি বেড রুম, ৩ টি বাথরুম, ১ টি ড্রয়িং রুম , ১টি ডাইনিং রুম ও একটি বারান্দা থাকবে এই ঘরে।



৩। প্ল্যান মোতাবেক ভিত্তি স্থাপনের জন্য ২ ফুট গভীরতায় মাটি খনন করি।





৪। খননকৃত জায়গায় ১০ ইঞ্চি প্রস্থ ও ৪ ফুট উচ্চতার গাথুনি দেই।







৫।এবার প্ল্যান মোতাবেক ৫ইঞ্চি প্রস্থের গাথুনি দেই ৩ ফুট উচ্চতা পর্যন্ত। কলামগুলো ১০ ইঞ্চি বাই ১০ইঞ্চি হবে।















৬। জানালা ও বাথরুমের ভেন্টিলেটর বাদ দিয়ে বাকি দেয়াল ৭ফুট উচ্চতা পর্যন্ত তৈরি করি।







৭। ৭ফুট উচ্চতার দেয়ালের মাথায় ৪ ইঞ্চি উচ্চতার লিনটেল ঢালাই দেই।

এবার গাথুনি সম্পন্ন করি।





ঘরের পিছনের অংশের উচ্চতা হবে ৯ ফুট এবং সামনের উচ্চতা হবে ১০ ফুট। তাহলে চাল ঢালু হবে। বৃষ্টির পানি দ্রুত নেমে যাবে।



৮। ফ্লোরে ইট বিছিয়ে ফ্লোর কমপ্লিট করি।









৯। দেওয়ালের উপর উভয় দিকে ৪ফুট দূরত্বে লোহার এলঙ্গেল বসাই।







১০। এবার ৯ ফুটি টিন এঙ্গের উপর বসিয়ে স্ক্রু দিয়ে আটকিয়ে দেই।





১১। বারান্দার উচ্চতা পছনে ৮ ফুট ও সামনে ৭ ফুট হবে।

১২।দরজা জানালা লাগাই।

১৩। ফার্নিচার স্থাপন করি এবং সুখে শান্তিতে বাস করি।













--------------------------------------------------------

*১নং ইট= ৮ টাকা প্রতি পিস ।

*বালু= ১৮ টাকা প্রতি ঘনফুট।

*রড= ৫৬ টাকা প্রতি কেজি।

*এঙ্গেল= ৫৮ টাকা প্রতি কেজি।

*সিমেন্ট= ৪৫০ টাকা প্রতি বস্তা।

*রাজমিস্ত্রি= ৫০০ টাকা প্রতি দিন।

*জোগালী= ৩৫০ টাকা প্রতি দিন।



--------------------------------------------------------

*নিয়মিত কিউরিং (পানি দেয়া) করতে হবে।

*টিনের চালের নিচে বাসের খলফা(চাটাই) দিতে হবে।

*বৃষ্টির পানি ধরে রাখা সহজ।

*৬'*৬*১২ মাপের সেপটিক ট্যাঙ্ক বানাতে হবে।

*এঙ্গেলের পরিবর্তে কাঠও ব্যবহার করা যেতে পারে।





ডিসক্লেইমারঃ আমি এই পোস্টটা দিতে চাচ্ছিলাম আরো ১০/১২ দিন আগে। কিন্তু ক্যাচালের কারনে পোস্ট কমপ্লিট করতে পারি নাই। এই পোস্টটাও অসম্পূর্ণ পোস্ট। মন মেজাজ বিক্ষিপ্ত থাকায় মনের মত করে পোস্টটি সাজাতে পারি নাই। আমি চেয়েছিলাম আরো ডিটেইলস দিতে। সাথে সম্পূর্ন খরচের বিবরন।

আফসোস!!!!

মন্তব্য ১৫৭ টি রেটিং +৩৩/-০

মন্তব্য (১৫৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১২ বিকাল ৫:৩৯

হেডস্যার বলেছেন:
আপনের তো পোষ্ট কমপ্লিট না করতে পারার অতৃপ্তি, আমার একটা ঘর না বানাইতে পারার অতৃপ্তি।

খরচাপাতির বিবরন থাকলে আসলেই ভালো হইতো।

১৭ ই জুন, ২০১২ বিকাল ৫:৫১

শিপু ভাই বলেছেন:
ক্যাচালের পর এটাতে আর মনই বসাতে পারি নাই।

কতটা ইট লাগবে, কয় বস্তা সিমেন্ট লাগবে ইত্যাদি সমস্ত কিছু দিতে চেয়েছিলাম।

২| ১৭ ই জুন, ২০১২ বিকাল ৫:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই জিনিস এদ্দিন ধরে খুঁজিছিলাম! এতোদিন কোথায় ছিলেন:):)

জায়গার মাপ ৬৩' বাই ৪০'। প্রস্থ'র দিকটা মেইন রোডের দিকে। ৩টি বেড রুম, ৩ টি বাথরুম, ১ টি ড্রয়িং রুম , ১টি ডাইনিং রুম ও একটি বারান্দা থাকবে এই ঘরে। ১টি কিচেন। ১টি স্টোর রুম। সার্ভেন্টস রুমও চাই। হবে? কীভাবে?

আপনার পোস্ট আমার খুব কাজে লাগবে। আপনি সাংঘাতিক ইঞ্জিনিয়ার:)

১৭ ই জুন, ২০১২ বিকাল ৫:৫৪

শিপু ভাই বলেছেন:
এটাতেই সার্ভেন্ট রুম হবে। বারান্দা ৪০ ফুট দরকার নাই।

আপনি ৪০/৩০ রেখে সামনের জায়গাটা খোলা রাখতে পারেন। সুন্দর করে কিছু গাছ লাগাতে পারেন। বাচ্চাদের দোলনা লাগাতে পারেন।

অনেক ধন্যবাদ ভাই।

প্ল্যানে দাইনিং রুমের জায়গায় মাস্তার বেড লেখা হয়েছে আর একটা বাথরুম কম দেখানো হয়েছে। বাথরুমটা বারান্দায় হবে।

৩| ১৭ ই জুন, ২০১২ বিকাল ৫:৪৯

জহুরুল ইসলাম স্ট্রীম বলেছেন: এরকম একটি জিনিষ দুই বছর আগে খুজছিলাম, পেলে কী যে ভাল হতো।

১৭ ই জুন, ২০১২ বিকাল ৫:৫৫

শিপু ভাই বলেছেন:
দুই বছর আগে আমি ব্লগেই ছিলামনা। :| :(

স্যরি!!!

৪| ১৭ ই জুন, ২০১২ বিকাল ৫:৫১

রশিক রশীদ বলেছেন: ভাল

১৭ ই জুন, ২০১২ বিকাল ৫:৫৮

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ

৫| ১৭ ই জুন, ২০১২ বিকাল ৫:৫৪

বিরোধী দল বলেছেন: কাজের পোস্ট। পোস্ট প্রিয়তে +++++

১৭ ই জুন, ২০১২ বিকাল ৫:৫৯

শিপু ভাই বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া!!!

৬| ১৭ ই জুন, ২০১২ বিকাল ৫:৫৬

ইলুসন বলেছেন: I find ur posts very innovative, always! Again a very good one. Plus as usual.

১৭ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:০০

শিপু ভাই বলেছেন:
কমপ্লিট করতে পারলে এই পোস্টের শিরোনাম দিতাম-

"ঘর বানাইঃ ৭ম ব্লগ ফিল্ম (এনিমেশন)"


থ্যাঙ্কু ভাই। :(

৭| ১৭ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:১৫

চারশবিশ বলেছেন: হেডস্যার বলেছেন: আপনের তো পোষ্ট কমপ্লিট না করতে পারার অতৃপ্তি, আমার একটা ঘড় না বানাইতে পারার অতৃপ্তি।

খরচাপাতির বিবরন থাকলে আসলেই ভালো হইতো।

---একমত

১৭ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:১৭

শিপু ভাই বলেছেন:
আবার যদি এইটাইপের কোন পোস্ট দেই তাহলে বিস্তারিত দিব।


ধন্যবাদ।

৮| ১৭ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:২৯

শিপু ভাই বলেছেন:
পোস্ট ড্রাফট করবো কি না ভাবতাছি। পোস্টটা দেওয়ার পর মনটা খুত খুত করতাছে। :(

১৭ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩৩

শিপু ভাই বলেছেন:

৯| ১৭ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩৪

গ্রামের মানুষ বলেছেন:
আমি চাই না আপনে অতৃপ্ত থাকেন! তাড়াতাড়ি খরচের বিবরণটা দিয়া ফেলান ;););)

গেরামে একটা ঘর দিতাম চাই!!!

১৭ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:০৩

শিপু ভাই বলেছেন:
পাকা ঘর তুইলা গেরামরে আর গেরাম রাখলেন্না!!!

১০| ১৭ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩৫

গ্রামের মানুষ বলেছেন:
পুষ্ট ড্রাফট করনের ও দরকার নাই আর এই বিষয়ে নতুন পুষ্ট দেওনেরও দরকার নাই। এই পুষ্টরেই এডিট কইরা আপডেট মারেন

১৭ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:০৫

শিপু ভাই বলেছেন:
হিসাব করতে সময় লাগবো। আপনার কথা শুইনা শুরু কর্ছিলাম। হাত পাও চলতাছে না।
মনটা স্থির হঊক। এডিট কইরা দিয়া দিমুনে।

১১| ১৭ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:৪৩

অনির্বাণ রায়। বলেছেন: vai ..... amadr bari korbe eibar.... plz details den.... :(

১৭ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:০৫

শিপু ভাই বলেছেন:
জায়গার মাপটা দিয়েন। ডিটেলস কইরা দিমুনে।

১২| ১৭ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:৪৪

অনির্বাণ রায়। বলেছেন: vai ..... amadr bari korbe eibar.... plz details den.... :(

১৭ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:০৬

শিপু ভাই বলেছেন:
জায়গার মাপটা দিয়েন। ডিটেলস কইরা দিমুনে।

১৩| ১৭ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:১০

গ্রামের মানুষ বলেছেন:
নো পোবলেম, ওয়েটাইতেছি..... :):):)

১৭ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:৩৮

শিপু ভাই বলেছেন: :D :D :D

১৪| ১৭ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:৩৬

হিবিজিবি বলেছেন: মনের মতো বাড়ি বানাইতে মন চায়! নির্মান সামগ্রীর দাম কেমন ডিটেল থাকলে ভালো হতো!!

১৭ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:৪০

শিপু ভাই বলেছেন:
৬০ গ্রেড রড= ৬৭-৬৮ হাজার টাকা/টন।
৪০ গ্রেড রড= ৫৫-৫৮ হাজার টাকা/ টন।
সিমেন্ট= ৪৫০-৫০০ টাকা/বস্তা।
১ নং ইট= ৭-৮ টাকা/ পিস
বালু= ২৩০০টাকা/ ট্রাক


বিল্ডিং বানাতে আর্কিটেক্ট ও সিভিল ইঞ্জিনিয়ারের সাহায্য নিন।

১৫| ১৭ ই জুন, ২০১২ রাত ৮:০১

অনির্বাণ রায়। বলেছেন: ওকে , আচ্ছা আপনি যে পুরা বাড়িটার মডেল দিলেন দিলেন , এটার ড্রইয়িং ডাইনিং রুম আর বাথরুম, কিচেন কোনটা একটু প্যাচ লাইগা যাইতেছে , যদি ইন্ডিকেট কইরা দিতেন । :-/ :-/

১৭ ই জুন, ২০১২ রাত ৮:৩৬

শিপু ভাই বলেছেন:
এটা দেখেন-

১৬| ১৭ ই জুন, ২০১২ রাত ৮:০৬

~মাইনাচ~ বলেছেন: দারুনতো দেখি :-B


আপনি কি অটো ক্যাড জানেন??

১৭ ই জুন, ২০১২ রাত ৮:৪০

শিপু ভাই বলেছেন:
হুম জানি। জানতে হবে।

অটোক্যাডে করে পরে থ্রীডি ম্যাক্সে নিয়েছি।

১৭| ১৭ ই জুন, ২০১২ রাত ৮:১০

অভিবাসী বলেছেন: প্রিয়তে
:)

১৭ ই জুন, ২০১২ রাত ৮:৪২

শিপু ভাই বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।

১৮| ১৭ ই জুন, ২০১২ রাত ৯:৪৪

sumon3d বলেছেন:
হায় হায় সবই ত্রিডি ম্যাক্সের কারসাজি। কেউ বিশ্বাস কইরেন না। :P

১৭ ই জুন, ২০১২ রাত ১০:২০

শিপু ভাই বলেছেন:
আমি কইছি যে এইটা জেনুইন??!!?? :#) :#) :#)

১৯| ১৭ ই জুন, ২০১২ রাত ১০:০৩

মাহী ফ্লোরা বলেছেন: আরে বাড়ি করতে হইলে তো কন্সট্রাকশন ফার্মের সাথে আলাপ করতেই হবে। বেচারাগো ভাত মাইরেন না শিপু ভাই। B-))

১৭ ই জুন, ২০১২ রাত ১০:২৩

শিপু ভাই বলেছেন:
এই ফার্মের সাথে যোগাযোগ করবেন।

এপিক ডেভেলপমেন্টস লিঃ
৪০১/এ, ২য় তলা, খিলগাও চৌরাস্তা, ঢাকা-১২১৯।
ফোনঃ ৭২১৫০৬৩, ০১৬৭১৩২৯৫১১












ইয়ে মানে......এইটা আমারই ফার্ম!!! B-)) B-)) B-))

২০| ১৭ ই জুন, ২০১২ রাত ১০:৩০

মামুন হতভাগা বলেছেন: পোষ্টে প্লাস কিন্তু একটু কনফিউজড,মানে ঘর আর বাড়ী এর ডেফিনেশন নিয়ে।আপনি তো মনে হয় বাড়ীর নকশা দিলেন যেটা কিছু ঘরের সমস্টি নাকি? তাইলে শিরোনাম হপে আসেন বাড়ী বানাই :| :|

১৭ ই জুন, ২০১২ রাত ১০:৩৭

শিপু ভাই বলেছেন:
যাহা বায়ান্ন তাহাই ছিয়াশি।

চালে টিন দেইখা বাড়ি কইনাই!!!

:| :| :| B:-/ :> :-& :-B :#) B-))

২১| ১৭ ই জুন, ২০১২ রাত ১০:৪০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ব্যাপক পোস্ট দিছেন ভাই, আপনেতো দেখি আসলেই জিনিয়াস !! :#) :#)

আর আপনেতো মিয়া মাহী আপুর জামাইয়ের প্রতিদ্বন্দী হইয়া গেছেন, অবশ্য আপনে ব্যবসা করেন ঢাকায় আর মাহী আপুর সোয়ামী ব্যবসা করেন রাজশাহীতে... ;) ;) :P :P

১৭ ই জুন, ২০১২ রাত ১০:৪৩

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু থ্যাঙ্কু!!!


আমার ব্যবসাটা রাজশাহীতে সম্প্রসারন করার কথা ভাবছি। ;) ;) ;) B-))

২২| ১৭ ই জুন, ২০১২ রাত ১০:৪৩

ফয়সাল তূর্য বলেছেন: কবে যে বানামু বাড়ি!! 8-| 8-|

১৭ ই জুন, ২০১২ রাত ১০:৪৮

শিপু ভাই বলেছেন:
ইনশাল্লাহ !!! হয়ে যাবে তাড়াতাড়ি!!!

২৩| ১৭ ই জুন, ২০১২ রাত ১০:৫৩

হা...হা...হা... বলেছেন: আপনার ইসকুল ঘর সোন্দর হইছে। :-P :-P :-P

১৮ ই জুন, ২০১২ দুপুর ১২:৩৫

শিপু ভাই বলেছেন:
এটা ঠিক বলেছেন। এরকম একচালা ঘরগুলো স্কুলঘরের মত লাগে।


তয় সোন্দ্র হৈছে- এইটা আমি স্বীকার করি!! :P

২৪| ১৭ ই জুন, ২০১২ রাত ১০:৫৪

ঘুমন্ত আমি বলেছেন: টাহা নাইরে ভাই !

১৮ ই জুন, ২০১২ দুপুর ১২:৩৫

শিপু ভাই বলেছেন:
টাকা হবে।

২৫| ১৭ ই জুন, ২০১২ রাত ১১:০৪

হা...হা...হা... বলেছেন: ভালা কথা, আপনার সেই পোষ্ট কোনটা? যেটার কথা আপনি বলেছিলেন?

১৮ ই জুন, ২০১২ দুপুর ১২:৩৬

শিপু ভাই বলেছেন:
ভুইলা গেছি ভাই। কোন পোস্ট???

২৬| ১৭ ই জুন, ২০১২ রাত ১১:১৪

অনির্বাণ রায়। বলেছেন: কিন্তু একটা ব্যাপার শিপু ভাই , চৌচালা যাকে বলে সেটা করলে আর আপনার ডিজাইন মত করলে কোনটা বেশি টেকশই আর সুন্দর হবে??

কারন আমি শুনেছি চাল ছাপড়া যাকে বলে ( আপনার ডিজাইন এ চাল যেভাবে ) ওভাবে নাকি কিছু দিন পর চাল নষ্ট হয়ে যায়?



আরেকটা প্রশ্ন হইল , ম্যাক্সিমাম কত টাকা লাগতে পারে , আপনার ডিজাইন অনুযায়ী একটা ঘর(!) বানাতে ।

১৮ ই জুন, ২০১২ দুপুর ১২:৪২

শিপু ভাই বলেছেন:
আমি যেটা করেছি সেটার চালের উপরে তিন পাশে ১০ ইঞ্চি চাপা গাথুনি দিলে (পিছন সাইড বাদ। ওখান দিয়ে পানি নামবে) মনে হবে বাড়ির উপর ছাদ!!!

চৌচালা করলে টিনের ঘরই মনে হবে। বিল্ডিং বিল্ডিং লাগবে না। আর টেকশইয়ে কোন সমস্যা নাই। নিচে এঙ্গেল দিলে ১৫-২০ বছরেও কিছু হবে না।

এটা করতে আনুমানিক ৫-৬ লাখ টাকার মত লাগবে।

২৭| ১৮ ই জুন, ২০১২ রাত ১২:০৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

কবে যে এমন করে ঘর বানাবার স্বপ্ন দেখবো।
এখন তো, স্বপ্ন ই দেখতে পারি না।

১৮ ই জুন, ২০১২ দুপুর ১২:৪৯

শিপু ভাই বলেছেন:
এমন বানাবেন কেন?!!? আরো বড় আর সুন্দর করে বানাবেন।

স্বপ্ন দেখুন এবং স্বপ্ন পূরণের পথে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যান।
শুভকামনা ভাই~

২৮| ১৮ ই জুন, ২০১২ রাত ১:১৩

মোঃমোজাম হক বলেছেন: বাংলাদেশের বিবেচনায় যেখানে জমির মুল্য অত্যাধিক এবং কম সেখানে এই রকম বাড়ী বানানোতে উৎসাহ দেয়া ঠিক নয়। :-B
হাইরাইজের প্রকল্প দিন।
তবে মালামালের রেট দেখে উপকৃত হলাম ;)

১৮ ই জুন, ২০১২ দুপুর ১২:৫৪

শিপু ভাই বলেছেন:
এটা মূলত মফস্বল বা গ্রামের জন্য।
টিনের ঘরের চেয়ে এটার খরচ তুলনামূলক কম। এবং সুবিধাও বেশি।

এরকম একটা ঘর শুধু টিন আর কাঠ দিয়ে করলে মুন্সিগঞ্জে মিনিমাম ১০-১২ লাখ টাকা লাগবে।

ধন্যবাদ মোজাম ভাই।

২৯| ১৮ ই জুন, ২০১২ রাত ১:৪৪

মহফুজ মেহদী বলেছেন: ভালো লাগছে.. :)

১৮ ই জুন, ২০১২ দুপুর ১:০০

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু দোস্ত!!!

৩০| ১৮ ই জুন, ২০১২ দুপুর ১২:৪৫

লাল চাঁন বলেছেন: বাড়ি বানাইতে মুঞ্চায় অথবা ফ্লাট কিনতে

কিন্তু কি করে সম্ভব :(

১৮ ই জুন, ২০১২ দুপুর ১:০২

শিপু ভাই বলেছেন:
আমার বাসাবো প্রজেক্টে ১০০০,১১৫০ আর ১৩০০ বর্গ ফুটের ফ্ল্যাট আছে। ৬ষ্ঠ তলা। লিফট নাই।


থ্যাঙ্কু লালভাই!!!

৩১| ১৮ ই জুন, ২০১২ দুপুর ১২:৫৬

মুহিব বলেছেন: আমাদের গ্রামের বাড়িতে মাত্র ২৭ফিট চওড়া জায়গা। আমার ইচ্ছা খুব সুন্দর একটা ১তলা ঘর করতে। মনমত একটা ডিজাইন পাচ্ছি না। আবার টিন দিতে পারছি না মেইনটেনেন্স কস্ট আর ঝামেলা বেশী। আপনার বাড়ির ডিজাইন ভাল লেগেছে। আমি রিয়েল এস্টেটে কাজ করি।

১৮ ই জুন, ২০১২ দুপুর ১:০৪

শিপু ভাই বলেছেন:
টাকা খরচ করলে যেম্নে খুশি তেম্নে ঘর তুলতে পারবেন।

ছাদ দিলেতো ভাল। তবে টিনও ১৫-২০ বছরে কিছু হয় না।

আপনি জায়গাটার মাপ দিলে ডিজাইন করে দেয়া সম্ভব।

আমার একটা ছোট রিয়েল এস্টেট ফার্ম আছে।


ধন্যবাদ ভাই।

৩২| ১৮ ই জুন, ২০১২ দুপুর ১২:৫৭

রোজেল০০৭ বলেছেন: ভালো লাগলো শিপু ভাই।

১৮ ই জুন, ২০১২ দুপুর ১:১৩

শিপু ভাই বলেছেন:
অনেক ধন্যবাদ রোজেল ভাই।
ভাল আছেন আশা করি!!!

৩৩| ১৮ ই জুন, ২০১২ দুপুর ১:০৪

শহিদুল ইসলাম বলেছেন: বাড়ি বানাইলে আমারে একটা ফ্রি ডিজাইন কইরা দিয়েন তো শিপু ভাই :P

ডিজাইনটা কিন্ত অনেক ভালো লাগসে , আর নিচে হিসাব দিয়া দেয়াতে আরো কাজের পোস্ট হইয়া গেসে :)

পোস্টে +++

১৮ ই জুন, ২০১২ দুপুর ১:১৭

শিপু ভাই বলেছেন:
নিশ্চই করে দিব।
আরো অনেক হিসাব দেয়া বাকি আছে।


শুভকামনা শহিদুল ভাই।

৩৪| ১৮ ই জুন, ২০১২ দুপুর ১:২২

দিশেহারা আমি বলেছেন: ৪০১/এ, ২য় তলা, খিলগাও চৌরাস্তা, ঢাকা-১২১৯। :-B
আমাদের মহল্লাতে ব্যাবসা করছেন চান্দা ছাড়া। X(( :P

অটোক্যাডে আর থ্রীডি ম্যাক্সের কাজ ভাল লাগলো।

আচ্ছা শিপু ভাই,ব্রিক ফিল্ড মানে ইট তৈরির কারখানার ব্যাপারে আপনার কোন ধারনা আছে? মানে একটা ব্রিক ফিল্ড করতে কত জায়গা লাগে আর কত টাকা লাগতে পারে এ ব্যাপারে জানতে চাচ্ছিলাম। জানা থাকলে আওয়াজ দিয়েন।

১৮ ই জুন, ২০১২ দুপুর ১:২৬

শিপু ভাই বলেছেন:
এলাকার যখন তাহলে সময় করে একদিন অফিসে চলে আসেন- চান্দা নিয়া যাইয়েন!!! :P

কিছুটা ধারনা আছে। ১০-১২ বিঘা জায়গা লাগে (শুকানোর জন্য মূলত বেশি জায়গা লাগে)।

মোটামুটি ১ কোটি টাকা লাগবে।

৩৫| ১৮ ই জুন, ২০১২ দুপুর ১:৪৩

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: বাপের বাড়ি দিয়েই জীবন চলে যাবে আশা করি :)

১৮ ই জুন, ২০১২ দুপুর ১:৫৩

শিপু ভাই বলেছেন:
আপনি সৌভাগ্যবান!!!

আপ্নের পোলা যখন কইবো- এই পুরান বাইতে থাকুম্না!!! তখন???
হাহাহাহ


ধন্যবাদ ভাই।

৩৬| ১৮ ই জুন, ২০১২ দুপুর ২:০৭

গেমার বয় বলেছেন: বিল্ডিং বানাতে আর্কিটেক্ট ও সিভিল ইঞ্জিনিয়ারের সাহায্য নিন।

=p~ =p~ =p~ =p~

১৮ ই জুন, ২০১২ দুপুর ২:১৬

শিপু ভাই বলেছেন:
হাসেন কেনু??!!?? :-/ :-/ :-/

৩৭| ১৮ ই জুন, ২০১২ দুপুর ২:১৩

গেমার বয় বলেছেন: বাড়ি কিন্তু ৪ কোনা বাক্স হয়ে গেসে !!! একটু আপ ডাউন করলে মনে হয় ভাল হইত !!! :-B :-B :-B :-B

১৮ ই জুন, ২০১২ দুপুর ২:২২

শিপু ভাই বলেছেন:
আপ ডাউন করলে টিন লাগাইতে সমস্যা। আর সম্পূর্ণ পাকা দালান হলে এক্সটিরিওর আরো রুন্দর করা যেত।

৩৮| ১৮ ই জুন, ২০১২ দুপুর ২:২৬

রিস্টার্ট রিফাত বলেছেন: বাপে যেটা বানায় দিয়া গেছে সেটাই এনাফ ;) ;) ;) নিজে বানাইতে পারুম না।

১৮ ই জুন, ২০১২ দুপুর ২:৩৩

শিপু ভাই বলেছেন:
:-/ :-/ :-/ :| :(


তাইলে আমরা ব্যবসা করুম ক্যাম্নে??!!??

৩৯| ১৮ ই জুন, ২০১২ দুপুর ২:৩১

গেমার বয় বলেছেন: এমনি এমনি হাসি !!! B-) B-) B-)

@মোশারফ ভাই, এত চোখ টিপ দিলে ট্যারা হইয়া যাইবেন কিন্তু !!! B-)) B-)) B-)) B-))

১৮ ই জুন, ২০১২ দুপুর ২:৩৪

শিপু ভাই বলেছেন:
মারিও গেমটার জন্য অনেক অনেক ধইন্যা!!! নামাইয়া খেলতাছি।

৪০| ১৮ ই জুন, ২০১২ দুপুর ২:৩৩

রিস্টার্ট রিফাত বলেছেন: গেমার বয়@এইটা আমার ট্রেডমার্ক ইমো।পেটেন্ট করা ;)

১৮ ই জুন, ২০১২ দুপুর ২:৩৫

শিপু ভাই বলেছেন:
এ এ এ হ!!! আমরাও দিমু!!! ;) ;) ;)

৪১| ১৮ ই জুন, ২০১২ দুপুর ২:৩৫

রিস্টার্ট রিফাত বলেছেন: শিপু ভাই@বিক্রমপুইরা পোলা খালি ব্যাবসা ব্যাবসা করে :P

১৮ ই জুন, ২০১২ দুপুর ২:৩৬

শিপু ভাই বলেছেন:
বাচমু ক্যাম্নে??!!?? B-)) B-)) B-))

৪২| ১৮ ই জুন, ২০১২ দুপুর ২:৩৭

রিস্টার্ট রিফাত বলেছেন: লেখক বলেছেন:
মারিও গেমটার জন্য অনেক অনেক ধইন্যা!!! নামাইয়া খেলতাছি।


মিয়া আপনে গেম খেললে পার্লিন কি করবো?কাজে মন দেন B-)

১৮ ই জুন, ২০১২ বিকাল ৩:৩৫

শিপু ভাই বলেছেন:
পার্লিন আমার মোবাইলে স্নেক খেলে। যখন ধরা খায় তখন উহ উহ শব্দ করে।

৪৩| ১৮ ই জুন, ২০১২ দুপুর ২:৩৯

নিশাচর ভবঘুরে বলেছেন: ঘর বানাইয়া আর কি হবে? কার জন্য বানাবো? (ব্যাপক দীর্ঘশ্বাসের ইমো হবে) আপনারাই থাকেন। ঘর বানান। কারন ঘর করার লোক আপনার আছে। :(

১৮ ই জুন, ২০১২ বিকাল ৩:৩৯

শিপু ভাই বলেছেন:
আগে ঘর বানান তারপর ঘরনী আসবে।

ঘরনী আসলেও কিন্তু দীর্ঘশ্বাস কমবে না কইয়া দিলাম। ;)

৪৪| ১৮ ই জুন, ২০১২ বিকাল ৪:০৯

s r jony বলেছেন: আহাহাহাহাহাআ!!!!!!!!!!!! :( :( :( :( :( :(( :(( :(( :((






টিসু প্লিজ,

১৮ ই জুন, ২০১২ বিকাল ৪:৩২

শিপু ভাই বলেছেন:
কেন কেন????!!!!!?????

৪৫| ১৮ ই জুন, ২০১২ বিকাল ৪:২৪

রাকিবুল হাসান রয়েল বলেছেন: রিপোর্ট করলেও মডুরা দেখে না। আফসোস!

১৮ ই জুন, ২০১২ বিকাল ৪:৩৩

শিপু ভাই বলেছেন: :( :( :(

৪৬| ১৮ ই জুন, ২০১২ বিকাল ৫:২২

ফারজুল আরেফিন বলেছেন: +++

দুই বছর পর একটা ডিজাইন দিয়েন - ৫ বেড, সামনে পেছনে বারান্দা, চারটা বাথ, একতলা, ছাদে একটা বাথসহ রুম ও স্টোর রুম। ছাদে রেলিং হবে স্টিলের। স্টাইলস ব্যবহৃত হবে। প্লটের সাইজ ৪০ কাঠা, গাছ লাগাইছি কিছু, পুকুর কাটা হয়েছে। পুকুরে একটা বাঁধানো ঘাট হবে। বাউন্ডারি দিতে হবে, এখনো দেয়া হয় নাই।

আনুমানিক খরচ কেমন হতে পারে?

১৮ ই জুন, ২০১২ বিকাল ৫:২৫

শিপু ভাই বলেছেন:
২ বছর পরের খরচ এখন কমু ক্যাম্নে???


টাইলস করলে বা অন্যন্য বিলাসি উপকরন লাগালে খরচ হবে অনেক। আপনার ইচ্ছা মত করলে ২৫-৩০ লাখ টাকা লাগবে।

৪৭| ১৮ ই জুন, ২০১২ বিকাল ৫:২৯

মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: ভাই বিয়েটা করে নেই তারপরে বাড়ির চিন্তা করবো B-)

১৮ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:১২

শিপু ভাই বলেছেন:
আইচ্ছা!!! !:#P !:#P !:#P !:#P

৪৮| ১৮ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩৫

ভারসাম্য বলেছেন: লিনটেল ঢালাই কি জিনিস?

আমার ছোট্ট একটা ডুপ্লেক্স টাইপের বাড়ি বানানোর খায়েশ আছে। দোতলার মেঝে কাঠের আর ঊপরের চাল সস্তা টাইলস( টালি) অথবা গোলপাতার ছাউনি দিতে চাই। এই ধরণের একটা বাড়ির ডিজাইন , ইঞ্জিনিয়ারিং আর কষ্টিং নিয়া আরেকটা পোষ্ট দিয়েন পারলে।

আর এই পোষ্টটা ড্রাফটা না কইরা বরং প্রোজেক্টটার টোটাল কষ্ট ( ব্যথা না খরচ) আর কষ্টিং ডিটেইলস দিয়া পোষ্টটারে সমৃদ্ধ করেন।

আপনিতো মনে হয় চামে চামে নিজের ব্যাবসার অ্যাডাভার্টাইজিং কইরা গেলেন। দিলাম মাইনাচ।

১৮ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:১৩

শিপু ভাই বলেছেন:
৭ফুট উচ্চতায় দেয়ালের উপর ৪ ইঞ্চি একটা আর সি সি ঢালাই দেয়াহয় যেটার উপর দরজা জানালার উপরের ইটগুলো বসে।

আপনার জমির মাপ ও বাজেট বললে করে দিতে পারবো। কিছুদিন আগে একজন ব্লগারের একটা ডুপ্লেক্স ডিজাইন করে দিলাম।

টালি বা গোলপাতাও আমি সাপ্লাই দিতে পারবো।
টালি প্রতিপিস ১০-১২ টাকা।


প্রচারেই প্রসার!!!
মাইনাচ সাদরে গৃহিত হল।

৪৯| ১৮ ই জুন, ২০১২ রাত ১১:৩৬

অথৈ সাগর বলেছেন:
ভাল কাজ এবং ভাল পোষ্ট । কিপ গোয়িং :|

১৯ শে জুন, ২০১২ সকাল ১০:৩০

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু ভাই!!!


আপ্নেরে মাইনাস!!! ;)

৫০| ১৮ ই জুন, ২০১২ রাত ১১:৫৬

সাজিদ ঢাকা বলেছেন: শিপু ভাই , , , ৩৭ নম্বরের উত্তরে যা বললেন , , , উম ম ম ম , , , চান্স এ বিজ্ঞাপন




প্রিয়তে , , যদিও আমি স্থায়ী বসবাসে ইচ্ছুক না


দাঁড়ান আমিও একখান পোস্ট দিব "কিভাবে বাসে উঠবেন"

১৯ শে জুন, ২০১২ সকাল ১০:৩১

শিপু ভাই বলেছেন:
তোমার জন্য দর্কার বাস বাড়ি বা ট্রেলার হাউস।

৫১| ১৯ শে জুন, ২০১২ রাত ১২:০৭

সাজিদ ঢাকা বলেছেন: বাড়িটা আমি বিক্রি করে দিয়েছি , বেলা শুনছো
এখন আর থাকতে পারবে না ।
অকারনে ঝগড়া করে চলে তুমি গিয়েছ ,
আর কোনদিন ফেরা লাগবে না ।



এটা কি ৭২১৫০৬৩ , এপিক ডেভেলপমেন্টস - আর কটা টাকা বাড়িয়ে দিননা।

প্লেন ফেয়ার গেছে বেড়ে ঐ ইমিরেটস এর ফ্লাইটে
---- শিপু ভাই আপনে শুনতে কি পান

১৯ শে জুন, ২০১২ সকাল ১০:৩২

শিপু ভাই বলেছেন:
তোমারে একটা বাইদ্যার লগে বিয়া দিমু। দুইজনে ইচ্ছামত ঘুইরা বেড়াইবা। B-)) B-)) B-))

৫২| ১৯ শে জুন, ২০১২ রাত ১২:৫০

হ্যামিলনের বাঁশিওয়ালা বলেছেন: ভাই, আপনে আমাগো ভাত মারতেসেন কেন? :((
বাড়ি নকশা করুম আমরা স্থপতিরা, মানুষজনরে ভালো সাজেশন দিমু। আমাগোরে কাজ দিবেন।
প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে পড়াই। সুতরাং শিক্ষকতার এথিক্স নিয়া চলি।
আমাগোর কাজ কাইড়া নিয়েন না ভাইইইইইইইইইইইই! :((
জনগণরে আমাগো কাছে পাঠান। ভালো পরামর্শ অ সুলভে বাড়ির নকশা ও অল সারভিস দিমু।
আপনে বানায়ে দিয়েন। !

[email protected]
এইখানে গুতায়েন।
:)

১৯ শে জুন, ২০১২ সকাল ১০:৩৪

শিপু ভাই বলেছেন:
হাহাহা এটাতো বেসিক। জায়গার সঠিক ব্যবহার আর স্থাপনার সৌন্দর্যের জন্য অবশ্যই আর্কিটেক্টের শরনাপন্ন হওয়া উচিত।




অঃটঃ আমি আপনাকে খুজছি (অনেক দিন ব্লগে দেখছি না তাই)। আপনি ভাল আছেন আশা করি। এখন কি দেশে আছেন?

৫৩| ১৯ শে জুন, ২০১২ রাত ২:৩৫

দীর্ঘশ্বাস বলেছেন: এপিক ডেভেলপমেন্টের ওয়েব সাইট নাই?

আজই আমার সাথে যুগাযুগ করুইন। ;)

১৯ শে জুন, ২০১২ সকাল ১০:৩৫

শিপু ভাই বলেছেন:
ট্যাকা নাই। আমার ছুডু কোম্পানি!!!

৫৪| ১৯ শে জুন, ২০১২ সকাল ১০:৫৬

রবিন মিলফোর্ড বলেছেন: ভাল পোস্ট । :)


+++++

১৯ শে জুন, ২০১২ সকাল ১১:২৫

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু রবিন ভাই

৫৫| ১৯ শে জুন, ২০১২ দুপুর ২:৪৪

©অশনি সংকেত বলেছেন: সুন্দর পোস্ট।
আমার ব্লগ ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ :D

১৯ শে জুন, ২০১২ বিকাল ৩:২০

শিপু ভাই বলেছেন:
আপনাকেও ধন্যবাদ।

আপনার পোস্ট থেকে মিস্টি খেয়ে এসেছি কিন্তু ধন্যবাদ জানানো হয় নাই। দুঃখিত


হ্যাপ্পি ব্লগিং!!!

৫৬| ১৯ শে জুন, ২০১২ বিকাল ৪:২২

©অশনি সংকেত বলেছেন: ব্যাপার্না :D

১৯ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৪৬

শিপু ভাই বলেছেন:
:D :D :D

৫৭| ১৯ শে জুন, ২০১২ বিকাল ৪:৩৫

ডেভিড বলেছেন: অনেক পরিশ্রম করছেন তবে কিছুটা আনকম্প্লিটেডই মনে হইল। গ্রামের মধ্যে একটা বাড়ির ডিজাইন দরকার, নীচতলায় একটা হলরুমের মতো বড় রুম, দোতলায় ২টা রুম হইলেই চলব

১৯ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৪৮

শিপু ভাই বলেছেন:
জায়গার মাপ দিয়েন। করে দিবনে।



ক্যাচাল কর্লে মনমানসিকতা নষ্ট হয়ে যায়।

এইটা করতেই আমার ৫ দিন লাগছে। ১০ মিনিট ১০ মিনিট করে কর্ছি।

৫৮| ১৯ শে জুন, ২০১২ বিকাল ৪:৪৮

চতুরঙ্গ বলেছেন: জটিল পোষ্ট দিছেন। সরাসরি প্রিয়তে। আপনার সাথে গিয়ে একদিন দেখা করে আসব। ততদিন ধইন্যা পাতার ভর্তা খাইতে থাকেন। :) :)

১৯ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৪৯

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু।

অপেক্ষায় রইলাম!!!

৫৯| ২০ শে জুন, ২০১২ দুপুর ২:৩৯

রাহি বলেছেন: পোষ্ট পড়লাম না। যখন বানামু তখন পড়মু ;) ;)

২০ শে জুন, ২০১২ বিকাল ৩:৫৬

শিপু ভাই বলেছেন:
হাহাহাহা আইচ্ছা!!!

৬০| ২০ শে জুন, ২০১২ বিকাল ৪:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পোস্ট তো দেখি ধীরে ধীরে আমাকে অতৃপ্ত করে তুলছে:( যাই হোক, জায়গার মাপ আবার দিলাম। ৬ তলা ফাউন্ডেশন হবে। ২ ইউনিট বা ১ ইউনিট, কোনো সমস্যা নেই। প্রতি বেডে এটাচ্‌ড বাথরুম আবশ্যিক। প্লাস সিঁড়ি। এতোকিছু বিবেচনায় নিয়ে এ জায়গাটুকুতে কীই বা করা যাবে?

জায়গার মাপ: ৬৩' বাই ৪০'। প্রস্থ'র দিকটা মেইন রোডের দিকে। ৩টি বেড রুম, ৩ টি বাথরুম, ১ টি ড্রয়িং রুম , ১টি ডাইনিং রুম ও একটি বারান্দা থাকবে এই ঘরে। ১টি কিচেন। ১টি স্টোর রুম। সার্ভেন্টস রুমও দরকার। আর প্রতি বেডরুমে দরকার এটাচ্‌ড বাথরুম। এ জায়গা থেকে ৪০-৩৫% ছেড়ে দিতে হবে। কিছু কি করা যাবে?

২০ শে জুন, ২০১২ বিকাল ৫:৩৯

শিপু ভাই বলেছেন:
অবশ্যই করা যাবে।
প্রায় ১৭০০ স্কয়ারফিট জায়গা পাবেন প্রতি ফ্লোরে।

৩টি বেড রুম, ৩ টি বাথরুম, ১ টি ড্রয়িং রুম , ১টি ডাইনিং রুম ও একটি বারান্দা থাকবে এই ঘরে। ১টি কিচেন। ১টি স্টোর রুম। সার্ভেন্টস রুম ও সার্ভেন্ট টয়লেট।

একটা বাথরুমকে কমন হিসেবে ইউজ করতে পারেন। নয়তো আরেকটা বাথরুম লাগবে।



বিস্তারিত বাস্তবে!!!
০১৬৭১৩২৯৫১১



অঃটঃ "সোনাবীজ" কি আপনার প্রতিষ্ঠানের নাম?

৬১| ২০ শে জুন, ২০১২ রাত ১০:৪৬

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: শিপু ভাই কেমন আছেন? :| :| :|

২০ শে জুন, ২০১২ রাত ১১:১৮

শিপু ভাই বলেছেন:
ভাল আছি ভাই?
আপ্নের কোন খবর নাই!!! ঘটনা কি?

৬২| ২০ শে জুন, ২০১২ রাত ১০:৫৫

স্পেলবাইন্ডার বলেছেন:

বারান্দার সাথে বাথরুম!

রডের দাম ৫৬ টাকা কবে হইল?

২০ শে জুন, ২০১২ রাত ১১:২০

শিপু ভাই বলেছেন:
রুমের সাথে এটাচড। কিন্তু বারান্দার অংশে। বাইরে থেকে বোঝা যাবে না।


এটা ৪০ গ্রেড রডের দাম।

৬৩| ২১ শে জুন, ২০১২ সকাল ৯:৪৩

sumon3d বলেছেন:
চলছে আমার বউয়ের সাথে আড়ি
কি হবে বানিয়ে এমন বাড়ী
মিছেমিছি টাকা যাবে কাড়িকাড়ি
থাকলে টাকা হবে একটা গাড়ি :P

২১ শে জুন, ২০১২ সকাল ১০:১৪

শিপু ভাই বলেছেন:
আড়িতো নয় প্রেম পিরিতি
এটা হল যুগের রীতি
ভালোবাসতে ভালো বাসা
না থাকলে মিছে আশা।
বাড়ি গাড়ি সবই লাগে
বৌ এর খুশি সবার আগে।

৬৪| ২১ শে জুন, ২০১২ সকাল ৯:৫৬

sumon3d বলেছেন:

কমেন্ট কইরা খাইলাম বিরাট ঝাড়ি
লাগবো তার এক্ষুনি একখান বাড়ী
উদ্ধার করেন আমায় তাড়াতাড়ি
লাগলে দিমু টাকা হাড়িহাড়ি--------------- :(

২১ শে জুন, ২০১২ সকাল ১০:১৮

শিপু ভাই বলেছেন:
থাকলে টাকা কাড়িকাড়ি
একটা কেন দশটা বাড়ি
আমি হইলাম মিস্তিরি
খুশি আপ্নের ইস্তিরি!!!

৬৫| ২১ শে জুন, ২০১২ দুপুর ১২:৫৯

sumon3d বলেছেন:
ধুর মিয়া! আপ্নের পোষ্টে কমেন্ট করে আমি পড়ছি মহা-ফাপরে। রাগই ভাঙ্গে না। এইমাত্র এসএমএস দিলাম।-------

তোমায় নিয়ে সাগর দেবো পাড়ি
গুলশানেতে কিনবো নতুন বাড়ি
ছুটির দিনে ঘুরবো চড়ে গাড়ি
কিনে দেবো নতুন নতুন শাড়ি
প্লিজ এবার ভাঙ্গনা তোমার আড়ি--------

এইবার যদি রাগ না ভাঙ্গে তাইলে আপ্নের একদিন কি আমার দশ/বার দিন। সব দোষ আপ্নের। বাড়ি নিয়ে পোষ্ট দিলেন ক্যান? জানেন না মেয়ে লোক যেইটা দেখে সেইটাই নেওয়ার জন্যই বায়না ধরে??????? X( X(( X(

২১ শে জুন, ২০১২ দুপুর ১:১১

শিপু ভাই বলেছেন:
মাথায় বারি দেন- ঝামেলা শেষ!!! B-)) B-)) B-))

৬৬| ২১ শে জুন, ২০১২ দুপুর ১:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দুঃখিত শিপু ভাই, সোনাবীজ নামে কোনো প্রতিষ্ঠান নাই:)

২১ শে জুন, ২০১২ দুপুর ১:২৪

শিপু ভাই বলেছেন:
:( :( :(

৬৭| ২৭ শে জুন, ২০১২ রাত ১২:২৯

আমি তুমি আমরা বলেছেন: ভাল লাগল।

২৭ শে জুন, ২০১২ দুপুর ১:৪৪

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু!!!

৬৮| ২৭ শে জুন, ২০১২ সকাল ১০:৪৫

নীরব দর্শক বলেছেন: এটা ঘর না বাড়ি :-B

সিভিল ড্রয়িং বেশ মজার জিনিস। ফার্স্ট ইয়ারে শিখছিলাম। সেকেন্ড ইয়ারে কাজেও লাগিয়ে ছিলাম। সেই প্রথম সেই শেষ।

২৭ শে জুন, ২০১২ দুপুর ২:৪০

শিপু ভাই বলেছেন:
যেহেতু এক ছাদের নিচে সব তাই ঘর বলেছি।

ম্যাক্সে দ্রইং করতে মজা লাগে বেশি।

৬৯| ২৭ শে জুন, ২০১২ রাত ৯:০৪

মাহ্‌মুদুল হক মুন্সী বলেছেন: সাবাশ! কিপ ইট আপ! :#)

৭০| ২৭ শে জুন, ২০১২ রাত ৯:৪৫

শিপু ভাই বলেছেন:
@বাধনঃ অন্য সকল নিক বাদ দিয়া এই নিকে ব্লগিং করুন। সহব্লগারদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিন। মাল্টি নিকগুলো নিজেই ডি একটিভ করুন। আমাকে নিয়ে যে সংঘবদ্ধ ও পরিকল্পিত চক্রান্ত করে মিথ্যা ও উদ্দেশ্যপ্রনোদিত পোস্ট দিয়েছিলেন তার জন্য স্যরি বলুন। নিজের মেধাকে সৃষ্টিশীল কাজে লাগান।

হ্যাপি ব্লগিং!!!

৭১| ২৮ শে জুন, ২০১২ দুপুর ২:০৭

দ্যা হিরো বলেছেন:
বাজার মূল্য যাচাইয়ের মার্কেটিং ম্যানেজার কিডা, আপনে?
ভন্ডামি বাদ দিয়া বাইত গিয়া হুইতাথাকেন।




পোস্ট ভাল হইছে, কিপিটাপ।

৭২| ২৮ শে জুন, ২০১২ দুপুর ২:১৭

শিপু ভাই বলেছেন:
লুলামী না কইরাই বেডায় লুল হইছে।
এখন তার লুল হওয়ার খায়েশ হইছে হয়তো।

কিন্তু তাতে আমার কি??? এই স্ক্রিন শট আমারে দেখাইয়া ফায়দা কি???

@দ্যা হিরো

৭৩| ২৯ শে জুন, ২০১২ সকাল ৮:২০

ঔপন্যাসিক সাঃ উঃ জাঃ মোহাম্মদ মোর্শেদুল কুতুব চৌধুরী মজনু বলেছেন: thanks shipu vaai, post suja priyote.
jader bari korar saad ache kintu saddhyo chilona, a post pore tader mon 1 tu hole samner dike egiye jabar prerona pabe. evabe 1 din hoyto onek sader bari nirmane neme jabe.1 jon manus k egiye dewa mane priyo Bangladesh k 1 tu kore holeo egiye dewa.so thanks.poster jonno ++++++++++++++++

২৯ শে জুন, ২০১২ দুপুর ১২:৩২

শিপু ভাই বলেছেন:
গুরু, আপ্নের কমেন্ট পাইয়া চোক্ষে পানি আইয়া পড়লো।

আপনার প্রতি ভক্তি শ্রদ্ধা বেড়ে গেল বহুগুন!!!

থ্যাঙ্কু থ্যাঙ্কু!!!



আপ্নে সামুর সম্পদ। এই দেশের সম্পদ!!!

৭৪| ০৮ ই জুলাই, ২০১২ দুপুর ১২:২৯

কল্যাণমিত্র বলেছেন: সুন্দর

০৮ ই জুলাই, ২০১২ দুপুর ২:২০

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ

৭৫| ১২ ই জুলাই, ২০১২ দুপুর ২:৩৬

আবদুল্লাহ্‌ আল্‌ মামুন বলেছেন: দারুন পোষ্ট .....রেখে দিলাম। বাড়ি করলে তখন কাজে দিবো ;)

১২ ই জুলাই, ২০১২ বিকাল ৩:২১

শিপু ভাই বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই!!!

৭৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:১৯

রাফাত নুর বলেছেন: বাই কমেন্টস পইরা কিছু আচ কর্তে পার্তাছি। কিছু বেকুব সামুরে নিজের বাপের সম্পত্তি মনে করে। কিপ ইট আপ । হেগো দিকে খেয়াল দিয়া লাব নাই । আমারেও এমনে ডিস্টার্ব করে।

১২ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৪৩

শিপু ভাই বলেছেন:
২ বছর আমারে জ্বালাইছে। এক গ্রুপ ভাগছে। এখন আছে আরেক গ্রুপ।

আমারে নিয়া এপর্যন্ত ৬০ টার বেশি পোস্ট আইছে সামুতে। ক্যাচাল করতে করতে আমি হয়রান। এর প্রভাব পড়ে পোস্টের মানে।

ক্যাচাল থিকা যথাসম্ভব দূরে থাকবেন।

৭৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:২১

একজন আরমান বলেছেন: ভাইরে অচাম পোস্ট। বাড়ি বানাইবার মুঞ্চায়। কিন্তু টাহাই তো নাই। :(

১৭ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১২

শিপু ভাই বলেছেন:
টাহা হইলেই বানাইয়েন!!! শুভকামনা রইল!!!
বানানের সময় আমারে জানাইয়েন!!!

৭৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৬

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ১সিলেন্টসস :)

২৭ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৩

শিপু ভাই বলেছেন:
মাত্র ১সিলেন্ট??!!!??? ২সিলেন্ট ৩ সিলেন্ট দিলে কি হইত!!??!!


আম্নে পঁচা!!!

৭৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৭

পাতিকাক বলেছেন: সুন্দর হইসে শিপু ভাই। ঢাকার অদুরে এমন একটা বাড়ি করার ইচ্ছা আছে। কিন্তু সাহস পাই না। দেখা যাক। শুরু করলে আপনার কাছ থেকেও পরামর্শ পাব আশা করি। ভাল থাকবেন। বাচ্চা টা কেমন আছে আপনার ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৩

শিপু ভাই বলেছেন:
জ্বী আলহামদুলিল্লাহ ভাল আছে।


নিশ্চই পরামর্শ ও অন্যান্য সহযোগীতা পাবেন চাইলে।


শুভকামনা রইল~

৮০| ৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১২

হিমেল রেজার বচন বলেছেন: ভাই আপনার বাসার প্ল্যানটা ভালো লেগেছে। তবে নিজের জন্য না!





কমার্শিয়াল ব্যারাকের মত কিছু একটা করা যায় কি-না- সেই চিন্তাভাবনা আছে। :-P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.