নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভন্ডামী দেক্তারিনা!!

নিরপেক্ষ ও স্বচ্ছ মডারেশন চাই

শিপু ভাই

পক্ষপাতমূলক ও অস্বচ্ছ মডারেশনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে চলবে...

শিপু ভাই › বিস্তারিত পোস্টঃ

গায়ে হলুদ>নাচ গান>মদ্যপান>ইভটিজিং>সংস্কৃতি

২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৩৯

আমাদের দেশে বিয়ের আগেরদিন গায়ে হলুদ অনুষ্ঠান করার রীতি সেই প্রাচীন কাল থেকেই চলে আসছে। এটা আমাদের ঐতিহ্য ও লালিত একটি সংস্কৃতি।



মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানাধীন আড়িয়ল- বালিগাঁও ইউনিয়ন এর বালিগাঁও গ্রাম।

বিগত ১০/১২ বছর যাবত এখানে একটি অদ্ভুত সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে।আমাদের এলাকায় গায়ে হলুদের অনুষ্ঠানে সাংস্কৃতিক(!!??!!) অনুষ্ঠান থাকতেই হয়। কয়েকজন গানের শিল্পি বা দল আর একটি "ড্যান্স গ্রুপ"। নাচ/ গানের দলে "নারী" পারফরমার মাস্ট। সেই নারি পারফরমারকে সুন্দরী, তরুনী, সেক্সি হতে হবে। নাচ সবই "ডিসকো নাচ"। আশেপাশের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশি, আবাল বৃদ্ধ বনিতা সকলেই এই অনুষ্ঠান উপভোগ করে। অনুষ্ঠানের শিল্পি যত উড়াধুড়া- হোস্টের গর্ব তত বেশি। :|











ধনী গরিব সবাইকেই সাধ্যমত এরকম অনুষ্ঠানের আয়োজন করতে হয়। ইয়াং পোলাপান এক্ষেত্রে ব্যাপক উতসাহী। বর/কনের ভাই/মামা/চাচারা সাধারনত এর উদ্যোক্তা। শিল্পি ও সাউন্ড সিস্টেম ভাড়া করা হয়। ব্যপক আলোকসজ্জা করা হয়। সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত ২/৩ টা পর্যন্ত চলে নাচ গান।

যাদের বিবাহ যোগ্য ছেলে মেয়ে নাই কিন্তু শখ আছে ষোল আনা তারা তাদের ছেলের সুন্নতে খাতনা বা মেয়ের নাক/কান ফোড়ানী অনুষ্ঠানের আগের রাতে "গায়ে হলুদ" অনুষ্ঠান করে। B-)



এপর্যন্ত ঠিক আছে। এর সাথে সাথে এসব অনুষ্ঠানে "মদ/বিয়ার" অত্যাবশকীয়। এটা ছাড়া অনুষ্ঠান পূর্ণতা পায় না:| । ১৬-৩৫ বছরের মেহমানদের (বর/কনের ছোট/বড় ভাইয়ের দোস বন্ধুদের) জন্য এটা লাগবেই। দাওয়াতের সময়ই জিজ্ঞাস করা হয়- "কয় বোতল/কেস আনছোস???":P



এটাও ধনী গরিব সাধ্যমত আয়োজন করে। মদ- বিয়ারের জন্য গায়ে হলুদে বাজেট থাকে ১০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত। :-/



একদিকে চলছে বিকট শব্দে নাচ গান আর একটু আড়ালে গিয়ে ছেলেদের মদ বিয়ার খাওয়া। খেয়ে দেয়ে তারা অনুষ্ঠানে যোগ দেয়। মিউজিকের তালে তালে তারা উদ্দাম নৃত্যে মেতে ওঠে। মুরুব্বিরা এদিন একটু নমনীয় থাকে। একটু ধনীদের বাড়িতে মোটামোটি প্রকাশ্যেই খাওয়া চলে। বয়সের ব্যবধানও অনেকে ভুলে যায়। বাপের বন্ধু আর পোলার বন্ধু একাকার হয়ে যায়;) । তো নাচানাচির সময় প্রায়ই ঘটে আগত কোন মেয়ের উপর অথবা আগত কোন নারী শিল্পির উপর উচ্ছৃংখল হামলা, ইভটিজিং। কখনো কখনো ব্যপার্টা ভয়ানক পর্যায়ে চলে যায়- মারামারি পর্যন্ত হয় X(X((





তো সম্প্রতি আমাদের গ্রামের মুরুব্বিরা আর মসজিদের ইমাম সাহেব মিলে ফতোয়া দিয়েছে যে- গায়ে হলুদে নাচ গান আর সাউন্ড সিস্টেম চলবে না। যে/যারা করবে তাদের অনুষ্ঠানে গ্রামের কেউ যাবে না।



দারুন ফল দিয়েছে তাদের এই শক্ত অবস্থানের কারনে। এখন প্রায় ৬/৭ মাস যাবত কোন অনুষ্ঠানে নাচ গান হয় না। এটা নিয়ে অবশ্য অনেকে মনঃক্ষুন্ন। কারন তাদের বাড়িতে হয়তো বহু বছর পর কারো বিয়ে শাদি হচ্ছে। তারা নাচাগানা করতে পারছে না।;)



নাচ গান বন্ধ হলেও মদ বিয়ার বন্ধ হয় নি। এখন দাওয়াতি পোলাপান অনুষ্ঠানে গিয়ে বিরিয়ানি খাওয়ার পর মদ/বিয়ার খেয়ে চুপ করে চলে আসে। এটা থামানোর উপায় মুরুব্বিরা এখনো বের করতে পারে নি।



এই সংস্কৃতি কম বেশি সমস্ত মুন্সিগঞ্জ জেলা জুড়ে চলছে।



-----------------------*************-----------



ব্লগে দেখতে দেখতে ২ বছর হয়ে গেল। নানা ঘটনামুখর এই ২ বছরে সামুতে নিয়মিতই ছিলাম। অত্যন্ত আনন্দের সাথেই ছিলাম। কখনো হয়তো ক্ষুব্ধ হয়েছি, বিরক্ত হয়েছি। এই ব্লগীয় পথচলায় যাদের অকুন্ঠ সমর্থন, ভালোবাসা পেয়েছি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।



মন্তব্য ২৮০ টি রেটিং +৩৯/-০

মন্তব্য (২৮০) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৪২

লেখোয়াড় বলেছেন:
কি লিখলেন পড়ি নাই।
সময় নাই।

পরে দেখুমনে।

২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৫৪

শিপু ভাই বলেছেন:
জরুরি কিছু লিখি নাই ভচ।

২ বছর পূর্তি উপলক্ষে একটু ফূর্তি করতাছি। হিহি

২| ২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৫২

আশকারি রহমান বলেছেন: এইরকম একটা লুলিয় অনুষ্ঠানে যাইতে মুন্ছায়



এইটা কি বর্ষপূর্তির পোষ্ট দিলা ?? ......

২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:০০

শিপু ভাই বলেছেন:
আমাদের গ্রামে আর হওয়ার সম্ভাবনা কম। আশে পাশের গ্রামে হৈলে নিয়া যামুনে।


হ, ২য় বর্ষপূর্তি করলাম ।

৩| ২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৫৬

সানড্যান্স বলেছেন: খ্রাপ কি?আপনে বিয়া করছেন,ভাবি নিশ্চিত আপনারে দৈড়ের উপর রাখছে,আপনের হিংসা হয়,না?

পুলাপান এট্টু করবই,লাল পানিই তো,আর তো কিসু নাহ!! :-P :-P :-P :-P :-P :-P

২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:০১

শিপু ভাই বলেছেন:
আরে না মিয়া ভাই, এখনো দাওয়াত পাই, যাই, খাই।

আপ্নের ভাবির খালি একটাই কথা- কুনু মাইয়ার দিকে তাকাইবানা।
:-P :-P :-P :-P

৪| ২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৫৭

নীরব দর্শক বলেছেন: আমাদের পাশের বাসার ছাদে রোজার আগে এরকম একটা অনুষ্ঠান হচ্ছিল। ১২টা দিকে আসে পাশে সবাই যেয়ে মাইক বন্ধ করে দিছিল।

বর্ষপূর্তির ফুর্তিতে অভিনন্দন।

২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:০২

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ ভাই।

আমার কাছে এরকম অনুষ্ঠান খুব একটা খারাপ লাগে না।
কিন্তু যখন সীমা লংঘিত হয় তখনই সমস্যা।

৫| ২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৫৯

লেখোয়াড় বলেছেন:
দুই বছর তো গ্যাছে এক সপ্তাহ আগেই।
এহন আবার ফুর্তি কি?

ও শিপু ভাই, ওই শেফলিটা কেডা। হেরে কি আপনার নেক্সট সিনেমার নায়িকা করবেন??

২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:০৪

শিপু ভাই বলেছেন:
শেফালি আমাগো পাশের বাড়ির। সম্পর্কে ফুফু হয়। তারই গায়ে হলুদ ছিল ঐদিন।

এখানে ৩ টা হুইস্কির বোতল আর ২ কেস(৪৮ পিস) বিয়ার আনা হইছিল।

৬| ২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:০০

সর্বনাম এক্সপ্রেস বলেছেন: উতসবের লগে উশৃংখলতার সম্পর্ক অত্যন্ত নিবিড়। মানুষ সর্বদা শৃংখল দিয়া আবদ্ধ, উতসব হইলে খুশির ঠেলায় তারা তারা কিছুটা উশৃংখল হইতে চায়।

সেইটারে বাধা দাওয়া অবদমনের পর্যায়ে পরে।

২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:০৯

শিপু ভাই বলেছেন:
তুই হঠাত কইত্থে উদয় হইলি??!!??



কিছু অবদমনের দরকার আছে।
আল্লাহপাক সীমা লংঘনকারীদের পছন্দ করেন না।

৭| ২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:০৭

আশকারি রহমান বলেছেন: খবরদার আমারে লয়া যাবা এই কথা মুখেও উচ্চারণ কইরো না ...


একবার কিছু পুরানা আ্যডাল্ট জোকস শুনছিলাম তা নিয়া যা কান্ড হলো ..... তাতেই আমার শিক্ষা হইছে .....


যদি লওয়া যাও তাইলে সেটা আশকারি রে শিপু নিয়া যাবে যারা বাস্তব জীবনে একে অপরকে চিনে .. ;) ;) ;) B-) B-) ;) ;) B-) B-)



তয় ইরাম অচাম অনুষ্ঠান কইলাম পাইলে মিছামু না B-)) B-)) B-)) :#) :#) :#) :#) :#> :#> :#> ;) ;) B-) B-) B-)

২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:১১

শিপু ভাই বলেছেন:
তোর ১৮ হইতে আর কয়দিন আছেরে????

৮| ২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:১১

আত্মমগ্ন আিম বলেছেন: ভাই, ভেজাল বিয়ার/মদের সাপ্লাই দেয়া শুরু করতে পারেন। পানির ভিতরে ভিনেগার আর সেডিল ট্যাবলেটের গুড়া...খাইব আর ঘুমাইব।

২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:১২

শিপু ভাই বলেছেন:
মাইর একটাও মাটিতে পড়বো না।

মদে ২ নাম্বারি করা যায় পানি মিশাইয়া। কিন্তু বিয়ার ইন্টেক্ট।

৯| ২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:১৯

আশকারি রহমান বলেছেন: দেরি আছে

মাত্র তো ১৬ তে পা দিলাম

২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:২৪

শিপু ভাই বলেছেন:
ওক্কে, অপেক্ষায় থাকো!!!

১০| ২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৩২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: এত আয়োজন :)

দুই বছরের শুভেচ্ছা। অফটপিকঃ আপনি নাকি আগে ১৬/১৭ ঘন্টা ব্লগে থাকতেন। এখন আমি থাকি। আর আপনি উধাও। এটা কি ইঙ্গিত করে? ;) ;) ;)

আপনার ছেলের জন্য।

২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৪০

শিপু ভাই বলেছেন:
অনেক ধন্যবাদ ই টি স্বর্ণা!!!

আমি আগে ১০/১১ ঘন্টা ব্লগে থাকতাম। এখনো থাকি তবে অধিকাংশ সময়েই অফলাইন থাকি।


শুভকামনা রইল

১১| ২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৩৫

স্বর্ণমৃগ বলেছেন: দুই বছর পূর্তি উপলক্ষ্যে নাচা-গানার আয়োজন করন যায়না? :P
...অভিনন্দন এবং শুভকামনা!

২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৪২

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু রাখাল ছেলে!!!

মুরুব্বিদের ফতোয়া অমান্য করাটা কি ঠিক হইব???

যাই হোক - আমার নাম নিয়া "বন্ধু তুমি কই কই কই???" গানটা ইউটিউব থিকা দেইখা লন। হিহি

১২| ২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৩৮

স্যাম মার্ক্স বলেছেন: এখানে ইভিটিজিং কোথায় হলো বুঝলাম না। আর সংস্কৃতি পরিবর্তনশীল। আপনি-আমি স্বাধীনতা-পরবর্তী বাংলা সংস্কৃতি ধরে রাখিনি নিশ্চই।

আমরা আসলে কোন কিছু কন্ট্রোল করতে না পারলেই একেবারে ক্লোজ করে দেয়ার সীদ্ধান্ত নেই। কিন্তু কন্ট্রোল করার জন্য একত্রিত চেষ্টা টা দেখা যায়না :(

২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৪৪

শিপু ভাই বলেছেন:
যে ধরনের নাচ হয় সেগুলোকে মোটামুটি অশ্লিলই বলা যায়।

মাতাল ছেলে পেলেরা মেয়েদের উত্ত্যক্ত করে। এটাই ইভটিজিং।


১৩| ২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৩৯

স্যাম মার্ক্স বলেছেন: ওহ, বর্ষ্পূর্তিতে শুভেচ্ছা :)

২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৪৫

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু থ্যাঙ্কু!!!

১৪| ২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৪৩

নাফীস কাজী বলেছেন: কড়া লুলীয় অনুষ্ঠান :-B :-B :P

ঢাকায় আজকাল ডিজে ছাড়া হলুদ হয় না!! কমপক্ষে হাই ভলিউমে গান ছাড়া হবেই! :-* মধ্যরাত পর্যন্ত চলা গান বাজনার আওয়াজে প্রতিবেশিদের ঘুম হারামX( । বিশেষকরে হার্টের রুগিদের অবস্থা হয় করুন।X((

বিয়ে একটা ভাল কাজ। সকলের দোয়া নিয়ে সংসার শুরু করা উচিৎ। কিন্তু হলুদের রাতে প্রতিবেশিরা যে পরিমান বদদোয়া করে, এতে সংসার সুখের হওয়া কঠিন।/:)

২৮ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:২৩

শিপু ভাই বলেছেন:
ডিজে টুকটাক হয় আমাদের ওখানে।


হলুদের রাতে প্রতিবেশিরা যে পরিমান বদদোয়া করে, এতে সংসার সুখের হওয়া কঠিন B-)) B-)) B-)) :#) :#) :#) :#)

১৫| ২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৪৪

নাফীস কাজী বলেছেন: ওহ !!! ২য় বর্ষ ফুর্তির শুভেচ্ছা। হ্যাপি ব্লগিং।:);)

২৮ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:২৪

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ!!!!


হ্যাপ্পি ব্লগিং!!!

১৬| ২৮ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:১৯

সেলিব্রেটি ব্লগার বলেছেন: ২য় বর্ষপূর্তিতে অভিনন্দন ;)

২৮ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:২৪

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ!!!

আমিও সেলিব্রেটি ব্লগার হৈতাম চাই!!!

১৭| ২৮ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:২৬

সাজিদ ঢাকা বলেছেন: আমি এই পোষ্টটিতে গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি , ,
দেশ যখন উন্নয়নের পথে ধাবিত হচ্ছে , , মানুষ সংস্কৃতি মনা ( দেশি বা বিকৃত যাই হোক) হচ্ছে , ঠিক এই সময় আপনার এই ধরণের পোস্ট , , :P :P :P :P

২ বছর উপলক্ষে সুভকামনা শিপু ভাই , , পার্টি দেন একটা হ্যাপি ব্লগিং এর

২৮ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৪৫

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু সাজিদ!!!

কেমন আছ???


আইসা পড়। পার্টি হপে!!!

১৮| ২৮ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:২৯

মাক্স বলেছেন: বর্ষপূর্তিতে অভিনন্দন।

২৮ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৪৬

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু!!!

১৯| ২৮ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৫৪

পাতিকাক বলেছেন: দুই বছর পূর্তি উপলক্ষ্যে অভিনন্দন শিপু ভাই । আসলেই অনেক প্রবলেম হয় অনেক এলাকাই। তাও কিছু বলার নাই। বিয়ে বাড়িতে ছেলে পেলে মজা করবেই। আটকাতে পারবেন না। গ্রামে তো অনেক পটকা বাজি হয়। পুলিশের ভয়ে তাও কমে গেছে। তবে যাই করা হোক টা যেন সুন্দর ভাবে হয়।।
নিজের বিয়ের কথা বলতে পারি। কিছু বন্ধু বান্ধব দ্রিঙ্কস করতে ছাইসে। বোকা দিসি। রাতে ঠিক ই চুপিসারে কিনে এনে খাইসে। নিজের বিয়াই লাজলজ্জা ভুলে গীটার বাজাইয়া গান গাইসি। B-) B-) ছোট ভাই বেরাদার রাও গান করসে। ডিজের পয়সা বাঁচছে।চ্ছে।আর ছোট বাচ্চারা এমনিতে নাচছে।। ঘরোয়া নাচ গান, ১২ তাই শেষ কইরা দিসি।।

২৮ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:০৮

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ ভাই। অভিজ্ঞতা শেয়ার করার জন্য ++++

আগে আমাদের এই অনুষ্ঠান ঘরোয়া পর্যায়েই ছিল। এখন পুরাই কমার্শিয়াল হইয়া গেছে। শো অফ করার একটা উছিলা এইটা।

২০| ২৮ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:১৫

বিরোধী দল বলেছেন: বর্ষপূর্তিতে অভিনন্দন।

২৮ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৪০

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু!!!!!!!!!!

২১| ২৮ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:২৩

লিন্‌কিন পার্ক বলেছেন:
বর্ষপূর্তির শুভেচ্ছা

২৮ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৪০

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু!!!!!!!!!!

২২| ২৮ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৩০

জেমস বন্ড বলেছেন: শুভেচ্চা :) :)

বর্ষপূর্তিতে B-) B-) B-) B-)

২৮ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৪১

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ জেমস বন্ড!!!

২৩| ২৮ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৩২

তন্ময় ফেরদৌস বলেছেন: বর্ষ্পুর্তির শুভেচ্ছা শিপু ভাই।

২৮ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৪১

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু তন্ময় ভাই!!!

২৪| ২৮ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৫৭

মনে নাই বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা শিপু ভাই। !:#P !:#P !:#P

আমাদের এলাকায় নাচা-গানা হইতে দেখিনা, তবে জোরে ভলিউম দিয়ে মিউজিক চলে, আর যুবক পোলাপাইন আব-জাব খেয়ে গলা ভিজানোর চেষ্টা করে।

আপনাদের এলাকার নাচা-গানা বন্ধ করার জন্য কইস্সা মাইনাস। X(
আপনার বিয়েতে এইসব হইছিলো??? :-P

২৮ শে আগস্ট, ২০১২ রাত ৮:২১

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ ভাই!!!

একসময় শুধু ডেক সেটে গান বাজতো। এখন লাইভ শিল্পি দিয়ে গান হয়। ঢাকা থেকে মেয়েদের নিয়ে রাতভর নাচানো হয়। ছেলেরা নেশা পানি করে উচ্ছৃংখল আচরন করে এবং বেশিরভাগ সময়েই তা মাত্রা ছাড়িয়ে যায়।


আমার বিয়ার কথা আর কইয়েন না!!! দুস্ক!!!

২৫| ২৮ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৫৭

মামুন হতভাগা বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন !:#P !:#P

বিষয়টা,একজন হাসিখুশী স্বাধীন পুরুষের ঘাড়ে জীবনভর পরাধীনতার শিকল পরানোর শেষ আয়োজন হিসেবে দেখলে হয়না?? ;) ;)

২৮ শে আগস্ট, ২০১২ রাত ৮:৩৫

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু ভাই!!!
যার মোছলমানী তার ক্ষেত্রে???!!??

২৬| ২৮ শে আগস্ট, ২০১২ রাত ৯:৩৩

নোমান নমি বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা। গায়ে হলুদে একটু লাল হলুদ পানিতো জাতীয় ট্রেডিশন হইয়া গেছেগা। ব্যাপার না।

২৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:২০

শিপু ভাই বলেছেন:
নাচ গানে আপত্তি নাই, লাল পানিতেও সমস্যা নাই। কিন্তু এর প্রভাবে সে সমস্যাগুলো হয় সেগুলোতে আপত্তি আছে।

ধন্যবাদ নোমান ভাই।

২৭| ২৮ শে আগস্ট, ২০১২ রাত ৯:৩৫

দারাশিকো বলেছেন: ভালো একটা বিষয় তুলে ধরেছেন। নাচ গানের ব্যাপারটা এই দেশে অনেক আগেই প্রচলিত ছিল।
হালে এই নাচ গানটাই পাল্টে গিয়ে মডার্ন ড্যান্সে রূপান্তরিত হয়েছে যেখানে স্টেজে নাচে নারী আর নিচে নাচে সবাই। এর সাথে মদ/বিয়ার যুক্ত হওয়াটা আরও ক্ষতিকর।
সমস্যাটা নৈতিকতার মধ্যে - সে ধর্মীয় বলেন আর সামাজিক নৈতিকতাই বলেন। নিজস্বতার গুরুত্বটা কেন বেশীরভাগ মানুষ বোঝে না সেটাই বুঝি না।

'আমাদের' কথাটার মধ্যে যে গুরুত্ব আর আবেগ জড়িত - সেটা উপলব্ধির বিষয়। তবেই এই ধরনের কালচারের প্রভাব থেকে মুক্ত থাকা সম্ভব।

শুভেচ্ছা শিপু ভাই। পিচ্চির জন্য ভালোবাসা :)
ব্লগীয় ব্যাপারে আমি দেখি আপনার সিনিয়র (কয়দিন আগে চার বছর হইছে ;) )

২৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:২২

শিপু ভাই বলেছেন:
অনেক ধন্যবাদ দারাশিকো ভাই।

সহমত আপনার সাথে।

শুভকামনা রইল আপনার জন্যও!!!

২৮| ২৮ শে আগস্ট, ২০১২ রাত ৯:৪২

আলফা-কণা বলেছেন: kobainnna posto re bhy,,,,,salar, ay baparta khub e baje lage,,,,

২৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:২৩

শিপু ভাই বলেছেন:
আমার কাছে ভালই লাগতো। পোলাপান একটু আনন্দ করে। কিন্তু আনন্দ করতে গিয়া সীমা অতিক্রম করলেতো ঠিক না।

২৯| ২৮ শে আগস্ট, ২০১২ রাত ৯:৪৪

ইকরাম উল্যাহ বলেছেন: নাফীস কাজী বলেছেন: হলুদের রাতে প্রতিবেশিরা যে পরিমান বদদোয়া করে, এতে সংসার সুখের হওয়া কঠিন।

চরম পছন্দ হইল কমেন্টখানা ;)

২৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:২৩

শিপু ভাই বলেছেন:
আমারো পছন্দ হৈছে !!!

৩০| ২৮ শে আগস্ট, ২০১২ রাত ৯:৫১

ইকরাম উল্যাহ বলেছেন: শিপু ভাই আমার মনে পড়ে ৯৭-৯৮ দিকের বিয়েগুলোতেও হলুদের দিন সন্ধায় আশপাশের বাড়ির মহিলারা এক বিশেষ ধরনের গান করত...... এখন সেইটা মিস করি। :(

ভাবতেছি আমি বিয়ে করলে হলুদের দিন আমি নিজে একতারা হাতে গান শুনামু, না শুইনা যাবি কৈ B-)
এই যন্ত্রটা বিশেষ পছন্দের, আমার বন্ধু বাজায়। কি মজা। :-B

২৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:২৪

শিপু ভাই বলেছেন:
সেই আন্তরিক ও অকৃত্তিম আনন্দের দিনগুলো হারিয়ে গেছে ভাই।

শুভকামনা রইল আপনার জন্য!!!

৩১| ২৮ শে আগস্ট, ২০১২ রাত ১০:১৯

মিনহাজুল হক শাওন বলেছেন: সহমত দিলাম। বিয়ের মত শুভ জিনিসটা এরকম অশুভ অশ্লীল বেলেল্লাপনা দিয়ে শুরু করার কোন মানেই দেখিনা। X((

২৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:২৫

শিপু ভাই বলেছেন:
এধরনের অনুষ্ঠান করাটা এখন সামাজিক প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে। যারা এখন এরকম অনুষ্ঠান করতে পারছে না তাদের আফসোস যদি দেখতেন!!!

৩২| ২৮ শে আগস্ট, ২০১২ রাত ১০:৪৫

মামুন হতভাগা বলেছেন: মুসলমানীর বিষয়টারে তো জটিলই মনে হচ্ছে :-& :-&
চিন্তা করে নেই :-0 :-0

২৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:২৬

শিপু ভাই বলেছেন:
মুসলমানি করাইলে তার আবার ধুমধাম করে গায়ে হলুদ করতে হয়- হুনছেন কোন দিন??!!!??

৩৩| ২৮ শে আগস্ট, ২০১২ রাত ১০:৫১

তামিম ইবনে আমান বলেছেন:
বর্ষ পূর্তির শুভেচ্ছা।


কাজী অফিসে বিয়ে করা ভালো :P

২৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:২৭

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ তামিম!!!




আমিও তাই করেছি (অনিচ্ছা স্বত্বেও)!!!

৩৪| ২৮ শে আগস্ট, ২০১২ রাত ১১:৪৭

রিফাত হাসান০২২৮ বলেছেন: লাল পানি একটু না হইলে চলে :-* :P

২৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:২৮

শিপু ভাই বলেছেন:
লাল পানি এখনো চলে।

নাচ গান বন্ধ করায় এখন অনাকাংখিত কিছু ঘটনা কমে গেছে।

৩৫| ২৮ শে আগস্ট, ২০১২ রাত ১১:৫৭

মনাপাগলা৪২০ বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা রইলো


পাগলের শুভেচ্ছা বইলা অবহেলা কইরেন না

২৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:২৮

শিপু ভাই বলেছেন:
চিন্তা করলে সবাই পাগল- আপনে পাগল একলা না!!! হাহাহ


ধন্যবাদ পাগলা!!!

৩৬| ২৯ শে আগস্ট, ২০১২ রাত ১২:৫৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: বিয়েতে আমোদ ফূর্তি হবেই,তবে এসব করতে গিয়ে উশৃন্খলতা সমর্থন যোগ্য নয়।

বর্ষপূর্তির অনেক অনেক শুভেচ্ছা !:#P !:#P !:#P

++

২৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:২৯

শিপু ভাই বলেছেন:
বিয়েতে আমোদ ফূর্তি হবেই,তবে এসব করতে গিয়ে উশৃন্খলতা সমর্থন যোগ্য নয়।

হুম সেটাই!!!



ধন্যবাদ চের্মেন সাব!!!

৩৭| ২৯ শে আগস্ট, ২০১২ রাত ১২:৫৮

আবিদা পারভীন বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা

২৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:২৯

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু থ্যাঙ্কু!!!

৩৮| ২৯ শে আগস্ট, ২০১২ রাত ১:২১

সালমাহ্যাপী বলেছেন: ২য় বর্ষ ফুর্তির শুভেচ্ছা।

২৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:২৯

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু আপু!!!

৩৯| ২৯ শে আগস্ট, ২০১২ সকাল ১১:৩৩

কালা মনের ধলা মানুষ বলেছেন: দারুন লেখা শিপু ভাই। সহমত। শহরে এই যন্ত্রনার রূপ আরেক রকম। বাসার পাশেই কমিউনিটী সেন্টারে যখন গভীর রাত পর্যন্ত উদ্ভট আওয়াজ, বিশ্রী গানের গলা আর বিকট চিতকার চেচামেচি করে গায়ে হলুদ অনুষ্ঠান করা হয়, তখন বয়স্ক, ছাত্র-ছাত্রী আর অসুস্থদের করুন অবস্থা সহজেই অনুমান করা যায়।

২৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৩২

শিপু ভাই বলেছেন:
হুম, সেটাতো দেখছিই প্রতিনিয়ত!!!
তবে গ্রামেও এখন মাত্রা ছাড়িয়ে গেছে।


এই ঈদের রাতেও পোলাপানের ডেক সেটের আওয়াজে ঘুমাতে পারছিলাম না। যদিও তারা আমার ২ বাড়ি দূরে। পরে লোক পাঠিয়ে বাজনা বন্ধ করতে হয়েছে।

৪০| ২৯ শে আগস্ট, ২০১২ সকাল ১১:৩৯

শ।মসীর বলেছেন: ভয়ংকর এক বিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি আমরা........দেখা যাক কই গিয়ে থামে এই যাত্রা ।

২৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৩৯

শিপু ভাই বলেছেন:
নিশ্চই থামবে শামসীর ভাই। সব কিছুরই একটা শেষ আছে!!!

৪১| ২৯ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:০২

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা........ অনেক অনেক...।

২৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৩৯

শিপু ভাই বলেছেন:
আপনাকেও ধন্যবাদ অনেক অনেক!!!

৪২| ২৯ শে আগস্ট, ২০১২ দুপুর ১:৫২

লেখোয়াড় বলেছেন:
ওহ! শিপু ভাই, ১৩র সাথে অপয়া ব্যাপারটি জড়িত।
সেটাই কিনা আমাকে??

আরে না না, ১৩০০০ হাজার মন্তব্য আমাকে করে গেলেন।
এটা এক বিশাল এ্যাসিভমেন্ট আপনার। খুব বেশি ব্লগার ১৩০০০ মন্তব্য করতে পারেনি, পারবে না।

কথা দিচ্ছি, আমার ১৩০০০ তম মন্তব্যটি আপনাকেই করবো।
সেদিন পর্যন্ত যেন আপনাকে পাই।
অনেক অনেক ধন্যবাদ।

২৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৪০

শিপু ভাই বলেছেন:
ইনশাল্লাহ থাকবো!!!

আমারতো মনে হয় ১৩ জাহার মন্তব্য কম হয়ে গেছে।

৪৩| ২৯ শে আগস্ট, ২০১২ দুপুর ২:০১

কান্ডারি অথর্ব বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা শিপু ভাই।

আমি কাজী অফিসে বিয়া করসি !:#P

২৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৪২

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ ভাই।

আমিও আপনার পথেই হেটেছি (তার জন্য আজীবন আফসোস থেকে যাবে)!!! !:#P

৪৪| ২৯ শে আগস্ট, ২০১২ দুপুর ২:১১

মুখ ও মুখোশ বলেছেন:

বর্ষপূর্তির শুভেচ্ছা শিপু ভাই।

২৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৪২

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ ভাই!!!

৪৫| ২৯ শে আগস্ট, ২০১২ দুপুর ২:২২

*কুনোব্যাঙ* বলেছেন: জটিল তথ্য দিলেন বস! কোন এলাকায় সামাজিক ভাবে বোম্বাইয়ের নাইট ক্লাবের মতো আয়োজন করা হয় এইটা হজম করতে একটু ধাক্কা খাইলাম!! রুচিহীনতার একটি সেরা নিদর্শন!

ইন্দোনেশিয়ার সুমাত্রাতেও দেখেছিলাম বিয়ের অনুষ্ঠানে ওরা মেয়েদের নাচের দল নিয়ে আসে তবে সেগুলো অনেক মার্জিত, ট্র্যাডিশনাল এবং উপভোগ্য





২য় বর্ষপূর্তির শুভেচ্ছা।

২৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৪৫

শিপু ভাই বলেছেন:
মার্জিত!!??!! হাহাহ
আমাদের এখানে যত খুললাম খুল্লা তত আনন্দ- তত গৌরব। "অমুকের বাড়ির অনুষ্ঠানের মালটা সেইরকম আছিল!!!"

এক অনুষ্ঠানে এক ছেলে ড্রাংক অবস্থায় পারলে স্টেজের নারী শিল্পিকে মারে। কারন সে মেয়েটিকে "শিলা কি জওয়ানি" গাইতে বলছে বারবার।



অনেক ধন্যবাদ কুনোব্যাং!!!

কি সোউভাগ্য আমার- ব্যাঙ্গেও আমারে শুভেচ্ছা জানায়!!! হিহি

৪৬| ২৯ শে আগস্ট, ২০১২ দুপুর ২:২৬

*কুনোব্যাঙ* বলেছেন:

২৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৪৭

শিপু ভাই বলেছেন:
আমার খুব ঘনিষ্ট এক বন্ধুর গায়ে হলুদে (ঢাকায়) তার অনুরোধে বয়াতি দল নিয়ে গিয়েছিলাম। কিন্তু খেয়াল করেছি- সচেতনভাবে বা অবচেতনভাবে যাই হোক দর্শক ধুমধারাক্কা বেশি পছন্দ করে!!!

৪৭| ২৯ শে আগস্ট, ২০১২ দুপুর ২:৪৩

নিভৃত নয়ন বলেছেন: যতদূর মনে হয় একসাথে ব্লগিং শুরু প্রায়।আপনার দুই বছর পূর্তি দেখে নিজের ব্লগে গিয়ে দেখি আমার ও দুই বছর চার দিন।:)


এসব মনে হয় চট্টগ্রাম দিকে বেশী হয়।বন্ধুর বিয়েতে গিয়ে দেখি সেকি নাচ গান।প্রথম অভিজ্ঞতা।
ভাল থাকবেন।দুই বছর পূর্তির শুভেচ্ছা আপনাকে এবং নিজেকে।;)

২৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৪৮

শিপু ভাই বলেছেন:
তাইতো!!!


ধন্যবাদ। আপনাকেও বর্ষপূর্তির শুভেচ্ছা।


এই একসাথে পথচলা হয়তো আমৃত্যু চলবে। ইনশাল্লাহ!!!

৪৮| ২৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:২৩

ফয়সাল তূর্য বলেছেন: আপনাকে শুভেচ্ছা শিপু ভাই। :) :)

২৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৪৯

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ তূর্য ভাই!!! :) :)

৪৯| ২৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:২৬

হাসি .. বলেছেন: বর্ষপূর্তির অনেক অনেক শুভেচ্ছা



ভালোই বলেছেন ++

২৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৪৯

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ হাসি!!!

৫০| ২৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৪৪

সেলিব্রেটি ব্লগার বলেছেন: হয়ে যান শিপু ভাই ;)

২৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৫৯

শিপু ভাই বলেছেন:
ক্যাম্নে হমু??? উপায় কন!!

৫১| ২৯ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:২৬

ব্লগার রানা বলেছেন: শিপু ভাই কেমন আছেন ? গ্রামেও মদ বিয়ার চলে !

২৯ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৪৫

শিপু ভাই বলেছেন:
ভাল আছি রানা ভাই। আপনি কেমন আছেন।

মদ বিয়ার চলে অনেক বছর যাবত। গাজাও মোটামুটি চলতো। তবে এবার ঈদে দেখলাম ফেন্সিডিল এর চল শুরু হইছে!!!

৫২| ২৯ শে আগস্ট, ২০১২ রাত ৮:৩৬

রাতুল_শাহ বলেছেন: আমাদের গ্রামে বিয়ে বাড়িতে কয়েক দিন ধরে গীত চলত........গ্রামের মহিলারা আসতেন আর সবাই মিলে গীত গাইতেন।

২৯ শে আগস্ট, ২০১২ রাত ৮:৫০

শিপু ভাই বলেছেন:
আগে কি সুন্দর দিন কাটাইতাম!!!......করিম শাহ কি আর এম্নে এম্নে কইছে ??!!??


আমাদের জেলার মানুষগুলো একটু অন্য টাইপের।
তরুন ছেলেপেলে তুলনামূলক কম। কারন বেশিরভাগই ব্যবসা করে নয়তো বিদেশ আছে। খেয়াল করবেন- পত্রিকায় মুন্সিগঞ্জের খবর খুব কম আসে। আমাদের এলাকার মানুষ টাকা চিনে। এই মদ বিয়ার কালচারটা মূলত বিদেশ থেকে আসছে। কারন দেশে আসার সময় অধিকাংশ লোকই সাথে ২/১ বোতল মদ আনতো শখ করে। দেশে এসে কয়েকদিন বিদেশি স্টাইলে চলতে চাইত। পোলাপানের হাতে নগদ টাকা থাকার কারনে এই কালচার গড়ে উঠছে।

৫৩| ২৯ শে আগস্ট, ২০১২ রাত ৯:৪৯

জিয়া চৌধুরী বলেছেন: asolei gram ekhon ar gram nei.

২৯ শে আগস্ট, ২০১২ রাত ১০:০১

শিপু ভাই বলেছেন:
গ্রাম এখন বিদেশ হইয়া গেছে জিয়া ভাই। আমাদের গ্রামের ৬০% তরুন ছেলে ইয়োরোপে থাকে। তাদের দেশে থাকা ভাই বেরাদাররাই যত নষ্টের গোড়া।

৫৪| ২৯ শে আগস্ট, ২০১২ রাত ৯:৫৪

মাহবু১৫৪ বলেছেন: শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাকে


চালিয়ে যান ব্লগিং। :)


ভাল থাকুন সবসময়

২৯ শে আগস্ট, ২০১২ রাত ১০:০৭

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ মাহবুব ভাই।

আপনিও ভাল থাকুন!!!

৫৫| ২৯ শে আগস্ট, ২০১২ রাত ১০:৩৭

হা...হা...হা... বলেছেন: ২য় জন্মদিনের শুভেচ্ছা। :-B


গায়ে হলুদ করতে মুঞ্চায়... :P

২৯ শে আগস্ট, ২০১২ রাত ১০:৪৫

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু থ্যাঙ্কু ভাই। ঈদ মোবারক।


ভাবি জানে???:P

৫৬| ২৯ শে আগস্ট, ২০১২ রাত ১০:৫৯

জাহিদ হাসান বলেছেন: ইয়া মাবুদ বাংলাদেমে এত মদ-বিয়ার চলে আগে তো জানতাম না !
দেশটা আম্রিকা হয়া গেল । :( :( ;) ;) ;)

৩০ শে আগস্ট, ২০১২ সকাল ৯:৫১

শিপু ভাই বলেছেন:
হ ভাই, কোনটা প্রগতি আর কোনটা দুর্গতি- তা আমরা গুলাই ফালাইছি!!

৫৭| ২৯ শে আগস্ট, ২০১২ রাত ১১:৩৯

সব কিছুর পরিবর্তন চাই বলেছেন: বিক্রমপুর, হুমায়ূন আজাদের এরিয়া। কিছু প্রভাব থাকবেই।

হুমায়ূন আজাদের অবশ্য বিয়ারে চলতো না। তার প্রিয় মদ ছিল শিভাস রিগাল। পাক সার জমিন সাদ বাদে এই ব্রান্ডের সে প্রশংসা করেছে অকুন্ঠভাবে।

৩০ শে আগস্ট, ২০১২ সকাল ৯:৫৫

শিপু ভাই বলেছেন:
তার কোন প্রভাবই নাই সারা মুন্সিগঞ্জে।
এইটা মূলত বিদেশি টাকার প্রভাব।

আর আমাদের ওখানে ব্র্যান্ড কোন বিষয় না। একটা পাইলেই হইল। কারন তারা কেউই এডিক্টেড না। অকেশনালি খায় আর ভেজাল লাগায়।

৫৮| ৩০ শে আগস্ট, ২০১২ সকাল ১০:২৩

অচিন.... বলেছেন: দ্বিতীয় বর্ষ পূর্তির অভিনন্দন

৩০ শে আগস্ট, ২০১২ সকাল ১০:৪৫

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ অচিন....

৫৯| ৩০ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:০৯

রাতুল_শাহ বলেছেন: শিপু ভাইকে তো ২য় বর্ষপূর্তির শুভেচ্ছা জানাতে ভুলে গেছি।

বর্ষপূর্তির অভিনন্দন আর শুভেচ্ছা রইল।

৩০ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:৪৬

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু থ্যাঙ্কু!!!


শুভকামনা আপনার জন্যও~

৬০| ৩০ শে আগস্ট, ২০১২ রাত ৯:৪০

ময়নামতি বলেছেন: খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরার জন্য ধন্যবাদ। আপনাদের এলাকার সংস্কৃতি আর আমাদের নোয়াখালির সংস্কৃতিতে অনেক পার্থক্য। যাই হোক, মুরুব্বিদের হস্তক্ষেপে এটা বন্ধ হয়েছে জেনে ভাল লাগল। আশা করি এটা বজায় থাকবে।


ভাল থাকবেন শিপু ভাই।

৩১ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:৪৪

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ ময়নামতি ভাই!!!

৬১| ৩০ শে আগস্ট, ২০১২ রাত ১১:১১

মোঃমোজাম হক বলেছেন: রাম রাম , ২য় বর্ষপূর্তিতে একি শুনালেন আর দেখালেন!

দেশ আজ অপসংস্কৃতিতে নিমজ্জিত।কে রক্ষা করবে এই আগ্রাসন থেকে? :(

শুভ কামনা রইলো।

৩১ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:৪৪

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ মোজাম ভাই।

আমরাই রক্ষা করবো ইনশাল্লাহ!!!

৬২| ৩০ শে আগস্ট, ২০১২ রাত ১১:১২

অবাক-পৃথিবী বলেছেন: ২য় বর্ষপূর্তিতে শুভেচ্ছা রইলো !:#P

৩১ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:৪৪

শিপু ভাই বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।

৬৩| ৩১ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:৩৩

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: দ্বিবর্ষপুর্তির শুভেচ্ছা............ !:#P !:#P !:#P

৩১ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:০৪

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ ভাই!!!

৬৪| ৩১ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:৪১

অথৈ সাগর বলেছেন: ২য় বর্ষপূর্তির ফুর্তিতে অভিনন্দন !:#P !:#P !:#P

৩১ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:০৫

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু ভাই!!!!



মেমন আছেন??? এখন কই আছেন??? দেশে আইবেন কবে???



মিস ইউ ব্রাদার!!!

৬৫| ৩১ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৫১

টুনা বলেছেন: তথ্যটা জানা ছিলনা।দেশ অনেক এগিয়েছে দেখছি X(( X(( X((


অভিনন্দন।

৩১ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:২৬

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ টুনা ভাই।
এই অগ্রগতি চাই না ভাই।


৬৬| ৩১ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:০৪

অদীত বলেছেন: ভাই সিলিটিরাও তো লন্ডন আমেরিকা ভর্তি। কৈ এমন কাহিনী তো আমরা সিলেটে দেখিনি।

৩১ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:২৮

শিপু ভাই বলেছেন:
সিলেটে এমন হয় নি কেন সেটা জানি না। তবে সিলেট অঞ্চলের মানুষ তুলনামূলক ধর্মভীরু। কারন সিলেট অলি আউলিয়া অধ্যুসিত অঞ্চল।


আর আমাদের এলাকায়ও এটা বেশি দিন না মাত্র ১০/১২ বছর যাবত চলছে।

৬৭| ৩১ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৩২

গুগলরকস বলেছেন: আমি আগে খেয়াল করি নাই, ইদানিং দেখি নাচ গান ছাড়া বিয়ের অনুষ্টান হয় না। ইন্ডিয়ান সিরিয়াল আর সিনেমা থেকে এগুলো আমাদের ভিতরে ঢুকে পরেছে। এগুলো খারাপ বলছি না, কিন্তু আমাদের দেশের ঐতিহ্য তে এগুলো নাই। চাইও না।
মেয়েরা ১ মাস আগে থেকে নাচের প্রাক্টিস শুরু করে! পোলারা ফেসবুকে শেয়ার আর লাইক মারে।
এদের দেশ থেকে বের করে দেয়া হোক!

৩১ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৪১

শিপু ভাই বলেছেন:
বের করতে হলে নিজের ভাই, ভাগিনা, ভাতিজারেই বের করতে হবে। হাহাহা

সংস্কৃতি একটি বহমান জিনিস। এর পরিবর্তন হবেই। কিন্তু সেটা পজিটিভ দিকে না হয়ে নেগেটিভ দিকে হলেই সমস্যা।

আমাদেরকেই সচেতন হতে হবে।
ধন্যবাদ!!!

৬৮| ৩১ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সংস্কৃতিটা ভয়ানক আকার ধারণ করার আগেই যে থেমে গেছে তা একটা স্বস্তির কারণ। তবে মদ-বিয়ার খাওয়ার ব্যাপারটাও দূর করার জন্য কার্যকরী পদক্ষেপ নেয়া উচিত। মুরুব্বিদেরকেই এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নিতে হবে। বর/কনের চাচা/মামা/ভাইদেরকে কড়া হুকুমদারি ও নজরদারির মধ্যে আনলেই এটা ধীরে ধীরে থেমে যাবে।

অভিনন্দন থাকলো।

৩১ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৪৭

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ সোনাবীজ ভাই,
কিন্তু থেমেছে শুধুমাত্র আমাদের পাড়ায়। এছাড়া সারা জেলার অন্যান্য জায়গায় এখনো ধুমসে চলছে এই কালচার।

৬৯| ৩১ শে আগস্ট, ২০১২ রাত ৮:০২

ShusthoChinta বলেছেন: মসজিদের ঐ হুজুরদের কাজটা তো পুরাই ফতোয়াবাজী! আপনাদের এলাকায় সম্ভবত প্রথম আলো বা এই টাইপের কোন পত্রিকার স্থানীয় প্রতিনিধি নাই,থাকলে এই জঘন্য ফতোয়াবাজী নিয়ে রিপোর্টিং অবশ্য হতো।

৩১ শে আগস্ট, ২০১২ রাত ৯:০২

শিপু ভাই বলেছেন:
আমাগো এলাকায় এইসবের টাইম নাই।
আমাগো মসজিদের হুজুর "মুফতি"। আশেপাশের চৌদ্দ গ্রামের মসজিদেও কোন মুফতি নাই। এজন্য এই হুজুর সবার কাছ থিকা এক্সট্রা সম্মান পায়।

আমরা পোলাপানরা মাঝেসাঝে ব্যাং খাইতাম। এই ঈদের জামাতে হুজুর দিছে ব্যাং খাওয়া বন্ধ কইরা। ব্যাং খাওয়া হারাম।


হুজুর আসলেই ভাল লোক।

৭০| ০২ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১২

যাযাবর৮১ বলেছেন:
২য় বর্ষপূর্তির অভিনন্দন :)

দেশ আজ অপসংস্কৃতিতে নিমজ্জিত। :(
মুরুব্বিদের হস্তক্ষেপে এটা বন্ধ হয়েছে জেনে ভাল লাগল। :) আশা করি এটা বজায় থাকবে। :)


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক,
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)


ভাইজান ভাইজান ডাক পাড়ি :)
ভাইজান গেল কাদের বাড়ি:|
ওরে ভাইজান আয়না ঘরে:-/
আমার পোস্টু কেঁদে মরে :((

০২ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১৮

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ ভাই!!!
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

৭১| ০২ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:১০

মনাপাগলা৪২০ বলেছেন: এই পোষ্টকি আমি আগে পড়ছিলাম,



পাগল বইলা কিছুই মনে থাহেনা :(

০২ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:১৩

শিপু ভাই বলেছেন:
হ, পড়ছিলেন।

আপ্নারে দেকলেই আমার বাসার উপ্রের তলার বুড়ার কথা মনে পইড়া যায়। বেচারা উপ্রে থিকা নিচে নামার সময় প্রতিদিন তার স্যান্ডেল থুইয়া আমারগুলা নিয়া যায়।

৭২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৩০

হিবিজিবি বলেছেন: মদ বিয়ার তো তাহলে হাতের নাগালে চলে এসেছে মনে হয়! আগে গ্রামের বিয়েতে গীত গাইতে দেখতাম, এখন আর মনে হয় এটা নাই! এখন মনে হয় চলে হিন্দি সিরিয়াল টাইপের গীত!!

নিজের সংস্কৃতি ভুলে অন্যেরটা নিয়ে মেতে থাকে আর জাতে বাঙালী হতে চায়! আফসোস!!

অভিনন্দন!

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:০১

শিপু ভাই বলেছেন:
সত্য কথা বলি- আমিও এসব সচেতন ভাবে পছন্দ করি না এখন। কিন্তু যখন ভাবি আবার ছেলের মুছলমানী অনুষ্ঠানে এইসব করতে পারবো না তখন কেমন কেমন যেন লাগে!!! হাহাহাহ

ধন্যবাদ হিজিবিজি ভাই!!!

৭৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৩৮

ব্লুম্যাজিক বলেছেন: ২য় বর্ষপূর্তিতে শুভেচ্ছা রইলো শিপু ভাই/ ভালো ভাবে চলুক পথচলা।

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:০২

শিপু ভাই বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই!!!
শুভকামনা আপনার জন্যও~

৭৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪৪

যাযাবর৮১ বলেছেন:

দিলাম নতুন পোস্টু :)
পাবেন অনেক টেস্টু :-B
চেয়ে আছে সাল্লু ভাই B-)
কেনে আপনার খবর নাই :(

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:০৩

শিপু ভাই বলেছেন:
সাল্লু ভাইরে সালাম দেই
হাতের কাজটা সেরে নেই
দেখবো আপনার পোস্টু
হোইছে কেমন টেস্টু!!!

৭৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৪৯

ময়নামতি বলেছেন: এই পোস্টে শিপুভাই সম্পর্কে একটা মূ্ল্যায়ণের অবকাশ আছে। কারন তিনি একটা নির্দিষ্ট পরিমন্ডলে জন্ম নিয়েও তিনি তার এলাকার অপসংস্কৃতির ভয়াল প্রভাব বা ভবিষ্যৎ প্রজম্মের কথা চিন্তা করেছেন যা কোন উদার মানসিকতা সম্পন্ন ব্যক্তি ছাড়া সম্ভব নয়।

সমাজা সংস্কৃতি ভাল খারাপ যেমনি হোক নিজের এলাকা সম্পর্কে সবাই গর্বিত কিন্তু সে যদি ধর্ম নৈতিকতার গন্ডি ছাড়ীয়ে অশ্লীলতা রুপ নেয় সেটা একটা সময় নিজের পারিবারিক প্রথাকেও ধংস করে দিবে

এই সত্য উপলব্ধির জন্য প্রিয় শিপু ভাই সম্পর্কে আমার মর্যাদা আরো বেড়ে গেল।

ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।++++++++++++++++++++

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:০৪

শিপু ভাই বলেছেন:
আপনার মূল্যায়ন দেখে খুশি হলাম- লজ্জাও পাচ্ছি ময়না ভাই।


অনেক অনেক ধন্যবাদ!!!

শুভকামনা সবসময়!!!

৭৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৪৩

হিডেন ভয়েজ বলেছেন: একদম সত্য কথা । এ ধরনের উগ্র আধুনিকার নামে নোংরামি সমাজের জন্য মারাত্মক হুমকিস্বরূপ । এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে বড়রা ছোটদের নোংরা কাজে উৎসাহিত করছে ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০৩

শিপু ভাই বলেছেন:
বড়রা ছোটদের নোংরা কাজে উৎসাহিত করছে।]

ঠিক বলেছেন।

বিশেষ করে ৩৫-৫০ বছর বয়সীরা এক্ষেত্রে এগিয়ে আছে। ৫০+ রা অবশ্য এসব পছন্দ করে না।

৭৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:১৩

জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: এগুলো খুবই বিরক্তিকর।

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:২৫

শিপু ভাই বলেছেন:
কিন্তু গ্রামের সাদামাটা দিনগুলোতে এগুলো বাড়তি রঙ দেয়। যেকোন জিনিসই মাত্রা ছাড়ালে তার ফলাফল খারাপ হয়।

ধন্যবাদ।

হ্যাপি ব্লগিং!!!

৭৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৫০

পোকেমোন০০৭ বলেছেন: আগে দেখতাম মা খালারা গীত গাইত।
আর শহুরে মানুষজন ছোট ছোট বাচ্চা কাচ্চা যারা নাচগান পারত তাদেরকে দিয়ে অনুষ্ঠান করাত।
এইবার আমাদের অফিস থেকে পিকনিক এ গেলে দেখলাম দেশী বাংলা গানের সাথে কি এক নাচ.....তার নাম আমি জানিনা ।কিন্তু আপনার ছবির সাথে কিন্চিত মিল পেলাম। B:-)
ভাবীকে সালাম দিয়েন।আর পার্লিন কে আদর..। :) আর শূভ বর্ষপূর্তির শূভেচ্ছা ।অনেক অনেক ভাল লেখা আশা করি আপনার কাছ থেকে আগের মত।

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:২৭

শিপু ভাই বলেছেন:
অনেক ধন্যবাদ বইনা।


ইদানিং ক্যাচাল মুডে আছি। ক্যাচাল সৃষ্টিশীলতাকে নষ্ট করে।
তবে এইবার সামুর পরিবেশ ঠিক হয়ে যাবে আশা করি। আবার সঠিক মনযোগ দিয়ে পোস্ট দেওয়ার চেষ্টা করবো।


ভাল থাকবেন।

৭৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৫১

পোকেমোন০০৭ বলেছেন: আগে দেখতাম মা খালারা গীত গাইত।
আর শহুরে মানুষজন ছোট ছোট বাচ্চা কাচ্চা যারা নাচগান পারত তাদেরকে দিয়ে অনুষ্ঠান করাত।
এইবার আমাদের অফিস থেকে পিকনিক এ গেলে দেখলাম দেশী বাংলা গানের সাথে কি এক নাচ.....তার নাম আমি জানিনা B:-) ।কিন্তু আপনার ছবির সাথে কিন্চিত মিল পেলাম। B:-)
ভাবীকে সালাম দিয়েন।আর পার্লিন কে আদর..। :) আর শূভ বর্ষপূর্তির শূভেচ্ছা ।অনেক অনেক ভাল লেখা আশা করি আপনার কাছ থেকে আগের মত।

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:২৭

শিপু ভাই বলেছেন:
অনেক ধন্যবাদ বইনা।


ইদানিং ক্যাচাল মুডে আছি। ক্যাচাল সৃষ্টিশীলতাকে নষ্ট করে।
তবে এইবার সামুর পরিবেশ ঠিক হয়ে যাবে আশা করি। আবার সঠিক মনযোগ দিয়ে পোস্ট দেওয়ার চেষ্টা করবো।


ভাল থাকবেন।

৮০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৫১

সুপান্থ সুরাহী বলেছেন:
এটা নিয়ে তরনিদের ভূমিকা নিতে হবে...


এনিওয়ে....২য় বর্ষপুর্তির ব্যাপক শুভেচ্ছা ....

০৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৫০

শিপু ভাই বলেছেন:
কাদের ভূমিকা নিতে হবে????!!!???




অনেক ধন্যবাদ ভাই। মিস ইউ!!!!

৮১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৫১

তাসজিদ বলেছেন: বিদেশের ব্যাচেলর পার্টি এর অনুকরণে এখন আমাদের দেশেও এখন এসব শুরু হয়েছে। তাছাড়া হিন্দি সিরিয়াল এর প্রভাব তো আছেই। এখন ব্যাচেলর পার্টি তে মদ ছাড়া চলে না। এর আড়ালে থাকে গাজা, ফেনছিডিল অথবা ইয়াবা। এভাবে ড্রাগ ইউজার এর সংখা বাড়ছে।
২য় বর্ষপুর্তির শুভেচ্ছা

০৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৩৩

শিপু ভাই বলেছেন:
অনেকটা তাই হচ্ছে।

তবে এরা সংগত কারনেই এডিক্ট না। শখের বশে উতসব উপলক্ষেই খায়। কিন্তু সামলাইতে পারে না দেখেই বিপত্তি বাধে।



অনেক ধন্যবাদ ভাই।
আপনার জন্যও শুভকামনা রইল।

৮২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৩২

hasin82 বলেছেন: সচেতনতামূলক পোস্ট। ভাল্লাগলো।

দুই বছরের শুভেচ্ছা।

০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪৭

শিপু ভাই বলেছেন:
অনেক ধন্যবাদ।

আপনাকেও শুভকামনা!!!

৮৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৮

আমি তুমি আমরা বলেছেন: ২য় বর্ষপূর্তির অভিনন্দন :)

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৪৭

শিপু ভাই বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই। এই দীর্ঘ সময় নিয়মিত পাশে থাকার জন্য অনেক কৃতজ্ঞতা!!!

৮৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৫৫

পাগলমন২০১১ বলেছেন: আমি ভাই কুমিল্লা জেলার লোক। কই আমাদের গ্রামেতো ঐসব নাচগান হয়না।জাস্ট গায়ে হলুদ।আর মদ বিয়ার তো মোটেই না। :-P

আপনার মুন্সীগন্জের এক লোক আমার সাথে আছে মালয়েশিয়ায়।যদি দেশে যাই আপানাদের ঐদিকে যাব হয়তো।

২য় বর্ষপূর্তির অভিনন্দন। !:#P !:#P !:#P
শুভকামনা থাকলো।

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৪৮

শিপু ভাই বলেছেন:
আমির ভাই, আমাগো এলাকায় এটা মহামারি আকার ধারন করছে বলা যায়। এরকম অনুষ্ঠান না করলে সমাজে "ইজ্জত" থাকে না।


শুভকামনার জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।

৮৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:০৮

স্পাইসিদিলিপ বলেছেন: আপনার পোসটে গায়েহলুদে নাচ গান মদের খবর পেলাম। এটা ইনডিয়ান নয়, হিনদি সিরিয়ালের থেকে এসেছে। এপার বাংলাতে চলতে শুরু হয়েছে অনেকদিন আগেই। আর মদটা তো বোধহয় জলের চেয়ে সহজে হজম করা যায়।

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫৪

শিপু ভাই বলেছেন:
মদ বিয়ার ইদানিং সহজ লভ্য হলেও স্বল্পমূল্য নয়। উপলক্ষ ছাড়া এসব হয় না। যারা খায় তাদের ৭০% ই বমি করে দেয়। হাহাহ...... আমারতো সহ্যই হয় না। এক চাচাতো ভাইয়ের বিয়েতে ২ ক্যান বিয়ার খেয়ে ৪ ঘন্টা বমি করেছি। কি যন্ত্রনা!!

মুসলিম প্রধান দেশ হিসেবে এটার চর্চা এখনো গোপনীয়।

তবে কলকাতার লোকেদের সয়ে গেছে।

৮৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৫

বাকপটু বলেছেন: ২নং ছবি দেইখা পুরাই টাস্কিত

এই অনুষ্ঠানে যাইতে মুঞ্চায়

তয় বয়স হইলে ;) ;)

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:০৩

শিপু ভাই বলেছেন:
আইচ্চা, নিয়া যামুনে!!!

৮৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৯

ডলুপূত্র বলেছেন: একটু নিজের ঢোল
Click This Link

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:০৭

শিপু ভাই বলেছেন:
নিজের ঢোল নিজেই পিটানো ভাল!!!

কেমন আছেন ডলু ভাই???


আপনার পোস্ট নিশ্চই দেখবো!!!

৮৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০৯

নাসের সরকার বলেছেন: কেমন আছেন

বাংলার সংস্কৃতি আর বাংলার নয়.................সে হারিয়ে গেছে কিছু টাকা ওয়ালা মানুষের কাছে..............

১০ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:০৩

শিপু ভাই বলেছেন:
আস সালামু আলাইকুম ভাই।
ভাল আছি আলহামদুলিল্লাহ!!!
আপনি কেমন আছেন???
এত দিন কোথায় ছিলেন??? মিস করেছি আপনাকে!!!

৮৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১১

নাসের সরকার বলেছেন: অনেক দিন পর। নিশ্চয় ভালো আছেন।

১০ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:০৭

শিপু ভাই বলেছেন:
আপনাকে মিস করেছি!!! ব্যাস্ত ছিলেন নিশ্চই!!!
শরির স্বাস্থ্য ভাল আছে আশা করি।


এখন থেকে আবার নিয়মিত হবেন আশা করি।

শুভকামনা রইল ভাই!!!

৯০| ১০ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৩১

নাসের সরকার বলেছেন: আপনাদেরকেও মিস করি, কি আর করা............... নিজে একটা ছোটখাটো প্রতিষ্ঠান দিয়েছি..........নিজের জ্ঞানটা খুচরা বিক্রি করি........সব মিলিয়ে ভালো আছি...........তবে ব্যস্ততা অনেক বেশি

১০ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৩৭

শিপু ভাই বলেছেন:
জ্ঞানগুলো আমাদের সাথে একটু শেয়ার করলে আমরাও কিছু শিখতাম জানতাম।

এনিমেশন নিয়ে আমাদের দেশে খুব কম লোক কাজ জানে/করে।

আপনার প্রতিষ্ঠানের বিস্তারিত ঠিকানা সহ বলেন প্লিজ।

৯১| ১০ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:১০

সোনালী ডানার চিল বলেছেন: ২য় বর্ষপূর্তির অভিনন্দন। শুভকামনা নিরন্তর............

১০ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:১৫

শিপু ভাই বলেছেন:
অনেক ধন্যবাদ!!!

আপনার জন্যও শুভকামনা~

৯২| ১০ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:২৯

নক্ষত্রচারী বলেছেন: আজকালকার সংস্কৃতি !

১০ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:২২

শিপু ভাই বলেছেন:
অপসংস্কৃতি!!!

৯৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:২২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: গ্রামের এই চরম অবক্ষয়ের কথা শুনে দুঃখ পেলাম। আশা করি আপনি এই অপসংস্কৃতি থেকে গ্রামবাসীদের রক্ষা করার জন্য উদ্যোগী হবে।

আল্লাহ এদের সবাইকে দ্বীনের সহী বুঝ দান করুক, আমিন।

১০ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০০

শিপু ভাই বলেছেন:
আমিন!!!

আমি সত্যি কথা বলতে এগুলোকে অপছন্দ করি আবার ভালও লাগে (বয়সের কারনে মনে হয়!!!)। সবাই মিলে হৈহল্লা, গান বাজনা। তাছাড়া প্রায় সবাই রিলেটিভ। কিন্তু আবার ভাবি যে এতে যতনা আনন্দ তারচেয়ে বেশি ক্ষতি হচ্ছে আমাদের।

তবে আল্লাহ সীমা লংঘনকারীদের পছন্দ করেন না। নিশ্চই এসব বন্ধ হবে।


ধন্যবাদ জফির ভাই।

ভাল আছেন আশা করি!!!

৯৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৫

নাসের সরকার বলেছেন: এনিমেশন ভিত্তিক, ........তবে যেমনটা ভাবছেন তেমনটা নয়। আরো কিছুটা সময় যাক, তারপর হয়তো পরিচয় দেওয়ার মত ব্যাপার হবে।

১১ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:০৪

শিপু ভাই বলেছেন:
অপেক্ষায় রইলাম ভাই!!!

শুভকামনা সবসময়~

৯৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৪৮

রোকন রাইয়ান বলেছেন: এটা কেমন কথা, বিয়ে একটা পবিত্র জিনিস, পবিত্র বন্ধন... এই কাজে অসত কাজ কেন? আনন্দ করার তো কত অনুষঙ্গ আছে, তাই বলে বিয়ের মধ্যে এইসব। গ্রামের বিয়ের রাতে এমনিতেই অসত কাজের ছড়াছড়ি তারওপর যদি এই হাল হয় তাইলে একটাও তো ভালো থাকব না...

১১ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:০৮

শিপু ভাই বলেছেন:
ভাল মন্দের সঙ্গা বদলে গেছে ভাই!!!

প্রগতি আর দূর্গতীর ফারাক আমরা বুঝি না!!!

যাই হোক, আমাদের মহল্লায় আপাতত এসব বন্ধ আছে। আশাকরি আশেপাশের এলাকার মুরুব্বিরাও এসব বন্ধে পদক্ষেপ নিবেন।

ধন্যবাদ রোকন ভাই!!!

৯৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:০৯

পাকাচুল বলেছেন: ২য় বর্ষপূর্তির অভিনন্দন । আপনার ছেলের ছবি দিয়ে একটা ফটো ব্লগ দিয়েন। ভাতিজা অনেক কিউট।

১১ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৩৬

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ ভাই।

ইচ্ছা ছিল পোস্ট দেয়ার কিন্তু দিব না। আপনি বোধ হয় কারনটা জানেন।


দোয়া করবেন ভাই।

৯৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:১৭

জুন বলেছেন: কন কি শিপু ভাই আমার মা এর দেশের মানুষ এত্ত খারাপ B:-)
এই পুষ্টে কি প্লাস দেয়া ঠিক হইবো /:) :||
=p~

১১ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৪৫

শিপু ভাই বলেছেন:
খারাপ কই আপু!!! ভালইত!!! বিকট সাউন্ড, ধিঙ্কাচিকা নাচ গান!!! সাথে লাল পানি!!!- ভাবতে ভালই লাগে- আমরা কত এগিয়ে গেছি!!! :P

আমার এগুলোতে খুব বেশি আপত্তি নাই। আপত্তির জায়গা হচ্ছে-
*নাচ গানে অশ্লিলতা
*লাল পানি খেয়ে মাতলামি ও বিশৃংখলা সৃষ্টি করা।
*মেয়েদের উপর আক্রমন।
*শব্দ দূষন


যদি পারেন তাইলে মাইনাস দেন তো দেখি!!! :#) :#) :#)

৯৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:২৫

শোশমিতা বলেছেন: ২য় বর্ষপূর্তির অভিনন্দন এবং শুভকামনা !:#P !:#P
সবাই কে নিয়ে ভালো থাকবেন।বেনটেন বাবুর জন্য অনেক অনেক আদর ও দোয়া।

১১ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:১২

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ আপু!!!

আপনাদের জন্যও শুভকামনা!!!

৯৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৩

রাফাত নুর বলেছেন: ভাই আপ্নার পোস্ট গুলান আগে পর্ছি বইলা মনে পরে না।
তবে এখন একটা জিনিস রিয়ালাইজ কর্তাছি। অনেক মিছ কইরা ফালাইলাম :(
আজেকে রাইতে যে কয়ডা পারি পড়ুম , হাতে অনেক টাইম আছে।

১২ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:১১

শিপু ভাই বলেছেন:
হায় হায় কনকি???!!!???

তাইলেতো আপ্নের ব্লগ লাইফের শুণ্য আনাই মিছা!!! B-))

১০০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৩৪

একজন আরমান বলেছেন: ভাই আপনি যা বলেছেন তার উৎপত্তি ঢাকাতে এবং এর প্রসার আস্তে আস্তে অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ছে। আপনি যা বলেছেন তার থেকেও অনেক বেশী কিছুও হয় মাঝে মাঝে। আমি নিজেও অনেক দেখেছি। :(

১৩ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪২

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ ভাই!!!

হুম, আমিও জানি এবং দেখেছি।
ঢাকার খুব কাছেই মুন্সিগঞ্জ। তাই এটা এখানেই বেশি বিস্তার করেছে।

১০১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৩

টিনটিন` বলেছেন: ছবি দেখে তো মনে হচ্ছে ইউটিউবের যাত্রা দেখছি। B-))

আরো একটা বড় প্রবলেম আজকাল বিত্তবানরা তাদের গায়ে হলুদে স্টার প্লাসের সিরিয়ালগুলোতে যেভাবে বিয়ের অনুষ্টান পালন করা দেখায় হুবহু সেভাবে অনুষ্ঠানের আয়োজন করেন। এতে একই সাথে সংস্কৃতির অবমাননা এবং নৈতিক অবক্ষয় হচ্ছে বলে মনে করি।

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৩৭

শিপু ভাই বলেছেন:
হাহাহাহাহাহ...।ভাল বলেছেন টিনটিন ভাই।
কেমন আছেন?



এতে একই সাথে সংস্কৃতির অবমাননা এবং নৈতিক অবক্ষয় হচ্ছে বলে মনে করি।

সহমত

১০২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:৫৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: এখন মনে হয় ছবিগুলো দেখা যাচ্ছে :( খুবই সুন্দর ছবি গুলো View this link

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৪২

শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু আপুমনি, কষ্ট করে লিংটা দিয়ে যাওয়ার জন্য!!!

১০৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:২১

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: শিপু ভাই, অনেক দিন আগে একবার সিরাজদিখানে গিয়েছিলাম এক বিয়ের অনুষ্ঠানে, তখন এতো খারাপ অবস্থা হয়নি। তবে, নাচ গান, ঢলাঢলি, এই সব যেন মুড়ি-মুরকীর মতো। কে কাকে কি করছে, সে দিকে তাকানো দায়। এর চেয়ে ঢাকার বিয়ে অনেক পরিচ্ছন্ন।

সেই অভিজ্ঞতা আমার মনে হয়েছে, টিভি, ডিস এর কল্যানে দেশের অন্য প্রান্তের লোকদের আচরন কেমন জানি না, তবে মুন্সিগঞ্জের ছেলেমেয়ারা অনেটাই ইচরে পাকা। মুন্সিগঞ্জের কেউ থাকলে ভাই মাইন্ড খেয়েন না। এটা আমার অনভিজ্ঞতার ফল। আমি নিজে অনেকটা অসামাজিক। মানে কোনো আচার-অনুষ্ঠানে তেমন যাই না। তাই . . .

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৩৫

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ ভাই আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য।

এটা ইচরে পাকা কোন ব্যপার না। এটা হচ্ছে একধরনের শো অফ। টাকা পয়সার শো!!!

১০৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১০

পিদিম বলেছেন: মুন্সিগঞ্জ,সিরাজদিখানে,দোহারে এই সব যেন মুড়ি-মুরকীর মতো। সজীব ভাই সহ মত।চাকুরি সুবাদে এ সব পানি ভাত।


১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৫৭

শিপু ভাই বলেছেন:
বিক্রম্পুরে কিন্তু চাকুরিজীবি খুব কম। অধিকাংশই প্রবাসী নয়তো ব্যবসায়ী।

১০৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১২

পিদিম বলেছেন: বিদেশ টাকা র কু ফল।

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৫৯

শিপু ভাই বলেছেন:
অর্থইতো অনর্থের মূল গো দাদা!!!

১০৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:২৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: পিদিম ভাই, দোহার জায়গাটা ঢুকিয়ে দিয়ে ভালো করেছেন। আমি ইচ্ছে করেই দেইনি, একান্ত নিজের কাছের জায়গা বলে। কিন্তু সত্যি। আমার বাড়ি নবাবগঞ্জ। কিন্তু দোহারের মতো এতোটা দেখিনি এখানে।

আর হ্যাঁ, শিপু ভাইয়ের কথা হয়তো ঠিক। কিন্তু, বিদেশী অর্থ এখানকার জীবন যাত্রাকে একটু ভিন্ন মাত্রা দিয়েছে নিশ্চয়ই।

ধন্যবাদ সবাইকে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০১

শিপু ভাই বলেছেন:
অবশ্যই। মানুষের জীবনযাত্রার মান আধুনিক হয়েছে। বিলাস সামগ্রির ব্যবহার বেড়েছে। এলাকার অভাবি লোকের সংখ্যা কমেছে।


আপনাকেও ধন্যবাদ ভাই।

১০৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০৮

নীল-দর্পণ বলেছেন: মুন্সীগন্জ্ঞ বিক্রমপুর এলাকার অধিকাংশর-ই বিদেশী টাকা। এই কারনেই মনেহয় এরকম....

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৮

শিপু ভাই বলেছেন:
এটা অবশ্যই একটা কারন আপু। এর সাথে আছে শহুরে কালচার আর হিন্দি কালচারকে অনুকরন করার প্রবনতা।


অনেক ধন্যবাদ আপুমনি!!!

১০৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:০৪

নাট বল্টু... বলেছেন: ওহ, এইডা শিফু বাই নিকি??... আন্নে লাল ফানি খান্নি :-B

১৭ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১০

শিপু ভাই বলেছেন:
অকেশনালি টুকটাক খাই। আপ্নে খান কি???

১০৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০৩

রাফাত নুর বলেছেন: https://www.facebook.com/polly.agro

১৯ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:২৯

শিপু ভাই বলেছেন: :D

১১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪২

মেহেদী হাসান মানিক বলেছেন: আধুনিক সমাজব্যবস্থা ভাই গো। কি আর কইতাম :( :( :( :( :( :(

১৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৫

শিপু ভাই বলেছেন:
হ কিচ্ছু কওনের নাই গো ভাই!!!

আমরা গা ভাসাইয়া চলতাছি এই স্রোতে!!!

১১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৭

মেহেদী হাসান মানিক বলেছেন: হিন্দি চ্যানেলগুলারে পিডাইয়া সীমানা পার করতে পারলে

২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৪৩

শিপু ভাই বলেছেন:
অন্তত একটা নীতিমালা দরকার।

১১২| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২৭

আকাশী কন্যা বলেছেন: আপনাকে দ্বিবর্ষ পূর্তির শুভেচ্ছা জানাই, ব্লগে টিকে থাকুন অনেক দিন।


আর উপরে যা নিয়ে পোস্ট দিয়েছেন এটা তো অপসংস্কৃতির একটা নগ্ন এক্সাম্পল, এর চেয়েও বেশি হচ্ছে ঢাকায়। এবং তা প্রকাশ্য দিনের আলোয়। রাতের আধারে কি হয় সেটা আমাই জানিনা।


ভাল থাকুন। সুস্থ থাকুন।

২১ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:১৮

শিপু ভাই বলেছেন:
অনেক ধন্যবাদ!!!

আপনিও ভাল থাকুন। শুভকামনা~

১১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩৫

পড়শী বলেছেন: নাচ-গান যদি রুচিসম্মত হয় সেটা গ্রহণ করতে কারো আপত্তি থাকত না। কিন্তু সামাজিক অনুষ্ঠানে এরকম স্থুল নাচ-গান, মদ্যপান আমাদের সাংস্কৃতিক অবক্ষয়ের পরিচয়।

২১ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:১৯

শিপু ভাই বলেছেন:
নিশ্চই এটা সামাজিক অবক্ষয়ের পরিচয়। মূল্যবোধের চর্চা ও সামাজিক ভাবেই একে প্রতিরোধ করতে হবে!!!

১১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৫৩

যাযাবর৮১ বলেছেন:




রিকশা বাজে ক্রিং ক্রিং :-B
যাযাবরে দিছেগো রিং B-)
আসেন আমার ব্লগে :)
থাকুন আমার লগে B:-/


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।:)

২১ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:২০

শিপু ভাই বলেছেন:
আসতাছি গো মিয়া ভাই
আপনার পোস্টে মজা পাই!!!

১১৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৫

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: মদ/বিয়ার যে বাংলাদেশে কত বেশি ছড়িয়ে গেছে সেটা এবার দেশে গিয়ে বুঝতে পেরেছিলাম। অনেক খারাপ সংস্কৃতি এটা। এটা থামাতে না পারলে একদিন হয়তো মেক্সিকোর মত দূরাবস্থা হবে আমাদের।

ভাল পোষ্টে ডিফল্ড পিলাস...;)

২৭ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১২

শিপু ভাই বলেছেন:
হুম। এখনো কিন্তু বাংলাদেশে মাদক ব্যবসা নিয়া খুনাখুনি হয়।




আমার পোস্ট পঁচা হইলেও পিলাচ দিবেন- এইটা আমি জানি!!!;)

১১৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২১

মেহেদী হাসান মানিক বলেছেন: ১ মাস ত পার হইয়া গেল নতুন পোস্ট কই ??? X(( X(( X((

২৯ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৩৭

শিপু ভাই বলেছেন:
হ ভাই, দিতাছি। আগামি শুক্কুরবার দেওয়ার ইচ্ছা রাখি।

১১৭| ০৫ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৫৩

জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: হুম

০৫ ই অক্টোবর, ২০১২ রাত ১০:১৭

শিপু ভাই বলেছেন: হাম্ম

১১৮| ০৬ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:১২

যাযাবর৮১ বলেছেন:


ফটু তুলছে গো যাযু কবি B-)
কবিতার সাথে দিছি ছবি :-B
পাবেন যে আপনি টেস্টু :D
না আসলে পাবো কেস্টু /:)

পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।:)

০৬ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৩৪

শিপু ভাই বলেছেন:
hahahah

দেখতাছি ভাই

১১৯| ০৬ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:৩৬

গুরুমিয়াঁ বলেছেন: ভাই আপনি আমার ব্লগ দেখেচেন,কি যে ভাল লাগছে বলে বুজাতে পারবনা।
আরেকটা কথা,আগের মত পোস্ট আসেনা কেন????????????????

০৬ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৩৬

শিপু ভাই বলেছেন:
একটা ব্লগ ফিল্ম পোস্ট করতে চাচ্ছি। শ্যটিং নিয়া খালি ঝামেলা হচ্ছে।

আপনার পোস্টটা নাই কেন? মডু মুছে দিছে?
আমি খেয়াল রাখতেছিলাম। আপনার রিপ্লাইগুলো ভাল লাগছিল।

শুভকামনা রইল। ভন্ডদের কোন ছাড় নাই!!!

১২০| ০৭ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:০৮

জাহিদুল হাসান বলেছেন: এই ভাড়াটে নাচানাচিটা আমার যা খারাপ লাগে না কি যে বলবো, যখন চোখের সামনে পড়ে তখন মনে হয়, মাটির নিচে গিয়া লুকাই। মানুষ দিন দিন কুশিক্ষিত হইতাছে। বড়ই আফসোস।

০৭ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:১২

শিপু ভাই বলেছেন:
মজার বিষয়- সবাই মোটামুটি এটাকে স্বাভাবিক ভাবেই নিচ্ছে।


মানুষ দিন দিন কুশিক্ষিত হইতাছে। বড়ই আফসোস।
আসলেই আফসোস।


ধন্যবাদ জাহিদ ভাই।

১২১| ০৭ ই অক্টোবর, ২০১২ বিকাল ৫:৫৯

গুরুমিয়াঁ বলেছেন: ভাইজান আমার পোস্ট টা যদি পড়ে থাকেন,তাহলে নিশ্চয় খেয়াল করেছেন আমি কারো পক্ষে বলিনি।
তার পরেও মডু পোস্ট মুছে দিছে। তাই আমিও আপনার সাথে একমত.........
পক্ষপাতমূলক ও অস্বচ্ছ মডারেশনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে চলবে...

০৭ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৪৭

শিপু ভাই বলেছেন:
পক্ষপাতমূলক ও অস্বচ্ছ মডারেশনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে চলবে...


বেশিরভাগই আপনার পোস্টটা না পড়েই মন্তব্য করছিল!!!

১২২| ০৭ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:০৭

জালিস মাহমুদ বলেছেন: বিয়ার গুষ্টি কিলাই :-P :-P :-P

০৭ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৪৭

শিপু ভাই বলেছেন:
কঙ্কি??!!!!!??

কেনু????????????

১২৩| ০৭ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:৩২

রিফাত হোসেন বলেছেন: লুল

তবে আমি বিয়েতে বাহিরের নাচিয়ে দেখি নাই ! কিছুটা টাস্কিত হলাম আর কি ।

তবে একটা কথা বলি নিজেরা মজা করলে সমস্যা দেখছি না কিন্তু বাহিরের থেকে কৃত্তিমভাবে লিঙ্গঘটিত আকৃষ্ট করাকে অবশ্যই ঘৃনা করা উচিত ।

০৭ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৫৪

শিপু ভাই বলেছেন:
গায়ে হলুদ একটা ঘরোয়া অনুষ্ঠান। আপনজনরা গায়ে হলুদ দিবে, হাসি ঠাট্টা করবে,আনন্দ করবে, খাওয়া দাওয়া করবে, নাচ গানও ইচ্ছে করলে করতে পারে। সেই আনন্দটা অকৃত্তিম।


এখন হচ্ছে শো অফ।
কে কত মজকালো করে এরকম অনুষ্ঠান করতে পারে তার প্রতিযোগীতা চলছে।

ধন্যবাদ রিফাত ভাই। ভালো থাকবেন।

১২৪| ১২ ই অক্টোবর, ২০১২ দুপুর ১:০৯

যাযাবর৮১ বলেছেন:



মুমু মুমু মুমু মারিয়া X(
দিয়েন না দেখে তালিয়া /:)
যাযু গেল এখন চলিয়া:)
ধৈন্য করুন আসিয়া :-B



পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

১২ ই অক্টোবর, ২০১২ দুপুর ১:১৩

শিপু ভাই বলেছেন:
যামু যামু আপ্নের বাড়ি
আপ্নের সাথে নাইতো আড়ি!!!

১২৫| ১৮ ই অক্টোবর, ২০১২ দুপুর ১:৫১

গাধা মানব বলেছেন: ফটুক দেইখা ডরাইছি। B:-) B:-) B:-)


বর্ষপুর্তির শুভেচ্ছা লন। :)

১৮ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:৩৭

শিপু ভাই বলেছেন:
সামনা সামনি দেখলে আমোদ পাইবেন!!!


শুভেচ্ছা নিলাম।
ধন্যবাদ!!!

১২৬| ১৮ ই অক্টোবর, ২০১২ বিকাল ৫:৫৯

সুপান্থ সুরাহী বলেছেন:

নতুন পোস্ট দেন একটা দেখতে দেখতে আর ভালা লাগেনা.......

আর গল্প দিসি দেইখ্যা আইসেন........

১৮ ই অক্টোবর, ২০১২ রাত ৮:২৭

শিপু ভাই বলেছেন:
নতুন পোস্ট দিমু দিমু কইরা আর দিতে পার্তাছি না!!! :(

তবে ২/৩ দিনের মধ্যেই একটা পোস্ট দিব ইনশাল্লাহ!!!

১২৭| ১৮ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৫০

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: আমাদের বিক্রমপুরে কিছু অশিক্ষিত পরিবার আছে যারা প্রবাসে আয় করা টাকায় আংগুল ফুলে কলাগাছ হয়েছে তারাই এই অদ্ভুত সংস্কৃতি প্রতিষ্ঠিত করতেছে।
শিপু ভাইয়ের বাড়ী কি এই এলাকায়?

২১ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৩৩

শিপু ভাই বলেছেন:
আপনি আমাকে ভুলে গেছেন!!!

১২৮| ১৯ শে অক্টোবর, ২০১২ সকাল ১০:০৯

যাযাবর৮১ বলেছেন:


নতুন আর এক পোস্টু:)
পাবেন আপনি টেস্টু:D
না আসলে পাবো কষ্টু /:)
যাযাবরের শ্রম নষ্টু।:((

সতত শুভকামনা রইল :)

২১ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৩৪

শিপু ভাই বলেছেন:
আপনার জন্যও শুভকামনা!!!

১২৯| ২৭ শে অক্টোবর, ২০১২ রাত ৯:৪৪

ৈহমনতী বলেছেন: টিনটিন ভাইয়ের সাথে একমত আমি।

০২ রা নভেম্বর, ২০১২ দুপুর ১:৩৭

শিপু ভাই বলেছেন:
আমিও একমত!!!

১৩০| ৩০ শে অক্টোবর, ২০১২ সকাল ১১:০৫

আবু সালেহ বলেছেন: যাচ্ছে তাই অবস্থা.....পদক্ষেপ পছন্দ হইছে....সব যায়গায় এ ব্যবস্থা চালু করতে পারলে মন্দ হতো না......

বর্ষফুর্তির শুভেচ্ছা............... !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P


০২ রা নভেম্বর, ২০১২ দুপুর ১:৩৮

শিপু ভাই বলেছেন:
অনেক ধন্যবাদ!!!

কার্ডটা খুব সুন্দর!!!

১৩১| ০১ লা নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫২

সমুদ্রচারী বলেছেন: B:-) B:-) B:-) এই সংস্কৃতির বিকাশ আর না ঘটুক এই কামনা..।

০২ রা নভেম্বর, ২০১২ দুপুর ১:৩৯

শিপু ভাই বলেছেন:
আমারও এই কামনা!!!

ধন্যবাদ নাবিক!!!

১৩২| ০৫ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:৩০

সুদীপ্ত কর বলেছেন: ভয়ংকর অবস্থা :| :|

সুখের কথা যে এইটা বন্ধ হইসে।

০৫ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:২৪

শিপু ভাই বলেছেন:
উহু
শুধু আমাদের পাড়াটুকুতে (৪/৬টা বাড়ি) বন্ধ হইছে মাত্র!!!



ধন্যবাদ সুদীপ্ত!!!

১৩৩| ০৫ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:৩২

অরিন কাজী বলেছেন: সুদীপ্ত কর বলেছেন: ভয়ংকর অবস্থা

সুখের কথা যে এইটা বন্ধ হইসে।

০৫ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:০২

শিপু ভাই বলেছেন: ধন্যবাদ

১৩৪| ০৫ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:৩৮

আলতামাশ বলেছেন: আজ দেড় মাস হল আপনাকে অনুসারিত করেছি কিন্তু দুঃখের বিষয় একটা নতুন পোস্টও পাই নি

০৫ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:০৪

শিপু ভাই বলেছেন:
আমি আন্তরিক ভাবে দুঃখিত আপনাকে হতাশ করার জন্য এবং অনেক ধন্যবাদ আমাকে অনুসরন করার জন্য!!!

আলসেমির কারনে পোস্ট দেয়া হচ্ছে না।

চেস্টা করবো খুব দ্রুতই একটি পোস্ট দেয়ার জন্য!!!

১৩৫| ০৬ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:০৯

যাযাবর৮১ বলেছেন:



নাই কেনে নতুন পোস্টু? :(
পাই নাতো তাই টেস্টু /:)
নতুন পোস্টু পড়ে টেস্টু পাবেন:-B
যাযু ভাইয়ের দাওয়াত নিবেন B-)

সতত শুভকামনা রইলো :)

০৬ ই নভেম্বর, ২০১২ রাত ৮:৪৮

শিপু ভাই বলেছেন:
আপনার জন্যও শুভকামনা রইল!!!

১৩৬| ২৭ শে নভেম্বর, ২০১২ রাত ১০:৩৫

মাসুদ হাসান_২৯ বলেছেন: আমার মনে হয় আকাশ সংস্কৃতির কুপ্রভাব এসব।গ্রামে এর প্রভাব বেশী দেখা যায়।

২৮ শে নভেম্বর, ২০১২ সকাল ১১:২১

শিপু ভাই বলেছেন:
হুম, এটা আকাশ সংস্কৃতির কু প্রভাব।

১৩৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৮

তারান্নুম বলেছেন: গ্রামে না শুধু,ঢাকায়,উত্তরায় আমার পাশের বাসায় বিয়ে।রাত ১১-১২টা পর্যন্ত এই বাসায় এত জোরে গান বাজে(হিন্দি সব) যে সভ্য দেশ বলে মনে হয়না।অসহায় লাগে।কিছু বলতে গেলে মনে হয় মার খেতে হবে।
আপনার পোস্ট সুন্দর হয়েছে।

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ!!!

আমরা প্রগতির ভ্রমে দুর্গতীর দিকে ধাবিত হচ্ছি!!!

১৩৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৫

লাবনী আক্তার বলেছেন: টিনটিন` বলেছেন: ছবি দেখে তো মনে হচ্ছে ইউটিউবের যাত্রা দেখছি।

আরো একটা বড় প্রবলেম আজকাল বিত্তবানরা তাদের গায়ে হলুদে স্টার প্লাসের সিরিয়ালগুলোতে যেভাবে বিয়ের অনুষ্টান পালন করা দেখায় হুবহু সেভাবে অনুষ্ঠানের আয়োজন করেন। এতে একই সাথে সংস্কৃতির অবমাননা এবং নৈতিক অবক্ষয় হচ্ছে বলে মনে করি।

সহমত।

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০

শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ!!!

১৩৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪

জাওয়াদ তাহমিদ বলেছেন: সবখানেই ঢলাঢলি। দেশ রসাতলে যাইতেছে। এই জন্যে ইদানিং বিয়ের অনষ্ঠানে যাওয়াই বাদ দিছি।

কিন্তু সুন্নতা খাত্ নার জন্য গায়ে হলুদ??? :|| :||

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪

শিপু ভাই বলেছেন:
জন্মদিনেরও গায়ে হলুদ হয়!!!

কোন জামানায় আছেন!!!

১৪০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২

জাওয়াদ তাহমিদ বলেছেন: আমরা প্রগতির ভ্রমে দুর্গতীর দিকে ধাবিত হচ্ছি!!![/si

একদম আমার মনের কথা বলেছেন ভাইয়া।

আমি আসলেই মনে হয় একটু ব্যাকডেটেড জামানায় আছি।
সারাজীবন এইরকম জামানাতেই থাকতে চাই।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২

শিপু ভাই বলেছেন:
আমিও কিছু ক্ষেত্রে ব্যাকডেটেড থাকতেই পছন্দ করবো!!!
:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.